অঙ্কন : শেখ মানিক
ষষ্ঠ অধ্যায়
জাবেদা
বহু নির্বাচনী প্রশ্ন
১। প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক) ক্রয় জাবেদা
খ) বিক্রয় জাবেদা
গ) সমন্বয় জাবেদা
ঘ) বিশেষ জাবেদা
২। যেসব লেনদেন দ্বারা নগদে প্রদান ঘটে, সেসব লেনদেন লিপিবদ্ধ হয়—
ক) নগদ প্রাপ্তি জাবেদায়
খ) নগদ প্রদান জাবেদায়
গ) বিক্রয় জাবেদায়
ঘ) ক্রয় জাবেদায়
৩। কোন দাখিলার মাধ্যমে আয়-ব্যয় হিসাব বন্ধ করা হয়?
ক) প্রারম্ভিক দাখিলা
খ) সমাপনী দাখিলা
গ) স্থানান্তর দাখিলা
ঘ) সমন্বয় দাখিলা
৪।
বিজ্ঞাপন
ক) ক্রয় বই খ) বিক্রয় বই গ) প্রকৃত জাবেদা বই
ঘ) নগদান বই
৫। হিসাবের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে তা হিসাবের কোন পর্যায় থেকে যাচাই করে দেখা উচিত?
ক) খতিয়ান
খ) নগদান বই
গ) রেওয়ামিল
ঘ) জাবেদা
৬। পণ্য বিক্রয় করে চেক পেলে চেকটি কোন ধরনের বলে গণ্য হবে?
ক) দাগকাটা চেক
খ) বাহক চেক
গ) হুকুম চেক
ঘ) খোলা চেক
৭। প্রকৃত জাবেদায় লেখা হয় নিচের কোনটি?
ক) নগদে যন্ত্রপাতি ক্রয়
খ) ধারে আসবাবপত্র ক্রয় গ) ধারে পণ্য ক্রয়
ঘ) ক্রীত পণ্য ফেরত
৮। ডেবিট নোটের ভিত্তিতে কোনটিতে লেনদেন দেখা হয়?
ক) বিক্রয় জাবেদায়
খ) প্রকৃত জাবেদায়
গ) নগদান বইয়ে
ঘ) ক্রয়ফেরত জাবেদায়
৯। সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়—
i. ক্রয় হিসাব
ii. আসবাবপত্র হিসাব
iii. বিক্রয় হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। বিক্রয়ফেরতের উৎস দলিল কোনটি?
ক) ডেবিট নোট
খ) ক্রেডিট ভাউচার
গ) ডেবিট ভাউচার
ঘ) ক্রেডিট নোট
১১। কোনো লেনদেন সমপর্কে প্রশ্ন দেখা দিলে তার ব্যাখ্যা কোথায় পাওয়া যায়?
ক) প্রাথমিক বইয়ে
খ) খতিয়ানে
গ) রেওয়ামিলে
ঘ) আর্থিক বিবরণীতে
১২। সঠিক হিসাব শিরোনাম প্রধান প্রতিষ্ঠানে জরুরি কেন?
ক) দায়ের পরিমাণ সঠিক হয়
খ) সম্পদের পরিমাণ সঠিক হয়
গ) প্রকৃত আর্থিক চিত্র প্রকাশ পায়
ঘ) মোট লাভ নির্ণয়ে সহজ হয়
১৩। বিক্রয় জাবেদায় কোন কলামটি অনুপস্থিত থাকে?
ক) চালান খ) শর্ত
গ) সূত্র ঘ) তারিখ
১৪। ধারে পণ্য ক্রয় কোন হিসাবে লিপিবদ্ধ হবে?
ক) প্রদেয় খ) প্রাপ্য
গ) বাটা ঘ) ব্যাংক
১৫। ২/১০, নিট ৩০, এই শর্তে পণ্য ক্রয় করে বাট্টার সুযোগ গ্রহণ না করলে কত দিনের মধ্যে মূল্য পরিশোধ করবে?
ক) ২ দিন খ) ১০ দিন গ) ২০ দিন ঘ) ৩০ দিন
১৬। নিচের কোনটি সংরক্ষণ বাধ্যতামূলক নয়?
ক) জাবেদা বই
খ) খতিয়ান
গ) বিশদ আয় বিবরণী
ঘ) আর্থিক অবস্থার বিবরণী
১৭। পণ্য চুরির কারণে নিচের কোন হিসাব ডেবিট হবে?
ক) ক্রয় হিসাব
খ) উত্তোলন হিসাব
গ) পাওনাদার হিসাব
ঘ) বিবিধ ব্যয় হিসাব
১৮। অগ্রিম মজুরি প্রদান ৫০০০ টাকা। এই লেনদেনটি নিচের কোন জাবেদায় অন্তর্ভুক্ত হবে?
ক) সংশোধনী জাবেদা
খ) সমন্বয় জাবেদা
গ) সমাপনী জাবেদা
ঘ) প্রাথমিক জাবেদা
১৯। লেনদেনের অনুকূলে প্রমাণপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে হিসাবরক্ষকের কী করা উচিত?
ক) জাবেদা দাখিলা প্রদান খ) ক্রয় বই প্রস্তুত করা
গ) ক্যাশ মেমো তৈরি করা ঘ) খতিয়ানের স্থানান্তর
২০। খতিয়ান প্রস্তুতে নিচের কোনটি সহায়ক বহিঃস্বরূপ কাজ করে?
ক) আর্থিক বিবরণী
খ) জাবেদা
গ) নগদান বহি
ঘ) রেওয়ামিল
২১। ধারে ক্রয় কোথায় লিপিবদ্ধ হয়?
ক) প্রকৃত জাবেদায়
খ) প্রারম্ভিক জাবেদায়
গ) ক্রয় জাবেদায়
ঘ) বিক্রয় জাবেদায়
২২। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় কোন জাবেদার প্রয়োজন হয়?
ক) প্রারম্ভিক জাবেদা
খ) সমন্বয় জাবেদা
গ) সমাপনী জাবেদা
ঘ) সংশোধনী জাবেদা
২৩। লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্তকরণের আগে কোথায় লিখলে ভুলত্রুটি ও খতিয়ানে বাদ পড়ার আশঙ্কা হ্রাস পাবে?
ক) পাকা বহিতে
খ) রেওয়ামিলে
গ) জাবেদায়
ঘ) নগদান বইয়ে
২৪। সাধারণ জাবেদাকে কত ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ১০ ভাগে
২৫। বিল বাট্টাকরণ দাখিলা কোথায় লেখা হয়?
ক) নগদ প্রদান জাবেদায়
খ) প্রকৃত জাবেদায়
গ) ক্রয় জাবেদায়
ঘ) বিক্রয় জাবেদায়
উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব মামুন ১ মে ২০২১ সালে ২০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। ১০ মে ধারে মাল বিক্রয় করেন ৩,০০০ টাকার এবং নগদে পণ্য ক্রয় করেন ৪,০০০ টাকার, বেতন বাবদ ২,০০০ টাকা পরিশোধ করেন।
২৬। উদ্দীপকের আলোকে দেনাদারের পরিমাণ কত?
ক) ২,০০০ টাকা
খ) ৩,০০০ টাকা
গ) ৪,০০০ টাকা
ঘ) ২০,০০০ টাকা
২৭। মে মাসের ১০ তারিখে মামুনের নগদ টাকার পরিমাণ কত?
ক) ১২,০০০ টাকা
খ) ১৪,০০০ টাকা
গ) ১৭,০০০ টাকা
ঘ) ২৪,০০০ টাকা
২৮। স্ট্যাপলার ক্রয় কোন হিসাবে ডেবিট হবে?
ক) মনিহারি হিসাব
খ) ক্রয় হিসাব
গ) অফিস সরঞ্জাম হিসাব ঘ) যন্ত্রপাতি হিসাব
২৯। বাট্টা প্রদত্ত হলে কোন হিসাব ক্রেডিট হবে?
ক) নগদান হিসাব
খ) ব্যাংক হিসাব
গ) প্রাপ্য হিসাব
ঘ) প্রদেয় হিসাব
৩০। বিক্রেতা কোনটি সংরক্ষণ করেন না?
ক) ক্রেডিট নোট
খ) চালান
গ) নগদ বাট্টা
ঘ) কারবারি বাট্টা
উত্তর : ১. গ ২. খ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. খ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. ঘ।