প্রথম অধ্যায়
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
বহু নির্বাচনী প্রশ্ন
১। দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা কে?
ক) খাজা নাজিমুদ্দীন
খ) ইয়াহিয়া খান
গ) জিন্নাহ
ঘ) আইয়ুব খান
২। ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে সত্য আমরা বাঙালি’—কার উক্তি?
ক) বঙ্কিমচন্দ্র
খ) মাইকেল মধুসূদন দত্ত গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) ঈশ্চরচন্দ্র বিদ্যাসাগর
৩। ভাষা আন্দোলন কত সালে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে?
ক) ১৯৫২ খ) ১৯৭১
গ) ১৯৯৫ ঘ) ১৯৯৯
৪।
বিজ্ঞাপন
ক) ১৯৫২ খ) ১৯৫৪ গ) ১৯৫৬ ঘ) ১৯৫৮
৫। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কোন প্রতীকে নির্বাচন করে?
ক) নৌকা খ) বই
গ) কোদাল
ঘ) হাতুড়ি
৬। যুক্তফ্রন্ট জনগণের সামনে কত দফা পেশ করে?
ক) এক দফা খ) ছয় দফা গ) আট দফা
ঘ) ২১ দফা
৭। যুক্তফ্রন্টের বিজয়ের কারণ তাদের কর্মসূচিতে—
i. বাংলা ভাষার মর্যাদা দানের কথা ছিল
ii. প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা ছিল
iii. কৃষক, শ্রমিক ও ছাত্রদের কথা ছিল
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii গ) iii
ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মুসলিম লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শোষণ, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি, অনিয়ম-অপকর্ম ও পাকিস্তানের দুই অংশের বৈষম্য ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ।
৮। উদ্দীপকে কোন নির্বাচনের কথা তুলে ধরা হয়েছে?
ক) যুক্তফ্রন্টের নির্বাচন খ) ছয় দফার নির্বাচন
গ) সত্তরের নির্বাচন ঘ) সব কটি
৯। উক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে—
i. নতুন জাতীয়তাবাদী চেতনা উজ্জীবিত হয়
ii. পরবর্তী আন্দোলনে বাঙালির প্রেরণা জোগায় iii. মুক্তির আন্দোলন গতি হারায়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii গ) i ও ii
ঘ) i, ii ও iii
১০। ঐতিহাসিক ‘আগরতলা যড়যন্ত্র মামলা’য় কতজন আসামি ছিলেন?
ক) ৩৩ খ) ৩৪
গ) ৩৫ ঘ) ৩৬
১১। ঐতিহাসিক আগরতলা যড়যন্ত্র মামলার ‘শিরোনাম’ কী ছিল?
ক) শেখ মুজিবুর ও অন্যান্য খ) রাষ্ট্র এবং অন্যান্য মামলা
গ) রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান
ঘ) রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য
১২। আইয়ুব খানের পতনের লক্ষ্যে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন হয় কত সালে?
ক) ১৯৬৮ খ) ১৯৬৯ গ) ১৯৭০ ঘ) ১৯৭১
১৩। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আসনসংখ্যা কত ছিল?
ক) ৩১৩টি খ) ২১৩টি গ) ১৬৯টি ঘ) ৩০০টি
১৪। ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পায়?
ক) ২৯৮টি খ) ১৬৯টি গ) ৩১০টি ঘ) ৩০০টি
১৫। ১৯৭০ সালের নির্বাচনের পর বাঙালির স্বায়ত্তশাসনের দাবি কিসের দাবিতে রূপান্তরিত হয়?
ক) হত্যার দাবি
খ) মামলার দাবি
গ) স্বাধীনতার দাবি
ঘ) যুদ্ধের দাবি
১৬। ১৯৬৯ সালের কত তারিখে সামরিক সরকার ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ প্রত্যাহার করতে বাধ্য হয়?
ক) ২১ ফেব্রুয়ারি
খ) ২১ জানুয়ারি
গ) ২৩ আগস্ট
ঘ) ২২ ফেব্রুয়ারি
উত্তর : ১. গ ২. গ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. ঘ।