kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

ব্যবসায় উদ্যোগ

নবম ও দশম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন

মো. গোলাম মওলা,সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

১৯ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচতুর্থ অধ্যায়

মালিকানার ভিত্তিতে ব্যবসায়

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

          উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

          আঁখি, তিথি, রনা তিনজন মিলে একটি পোলট্রি ফার্ম চালায়। ব্যবসায়টি ভালো করেছে। তাদের আরো পুঁজির দরকার হওয়ায় তারা চাকরিজীবী আবিদাকে সীমিত অংশীদার হিসেবে নিতে চায়। আবিদাও এতে খুশি।

বিজ্ঞাপন

২৬। আবিদার এ ক্ষেত্রে খুশি হওয়ার প্রধান কারণ কোনটি?

          ক) ব্যবসায়ী হিসেবে তার পরিচিতি ঘটবে

          খ) শুধু মুনাফা পাবে

          গ) তার এ ব্যবসায় কোনো সময় দেওয়া লাগবে না

          ঘ) দায় সীমিত হবে এবং সে চুক্তি অনুযায়ী লাভ পাবে

২৭।     আবিদাকে সীমিত অংশীদার হিসেবে নেওয়ার কারণ—

          i. মুনাফা কম দিতে হবে

          ii. নতুন খুঁজে পাওয়া যাবে

          iii. পরিচালনায় জটিলতা দেখা দেবে না

          নিচের কোনটি সঠিক?

          ক) i ও ii         খ) i ও iii

          গ) ii ও iii      

          ঘ) i, ii ও iii

২৮।     সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য—

          ক) মুনাফা অর্জন করা

          খ) জনসেবা বা জনকল্যাণ করা

          গ) নিজেদের আর্থ-সামাজিক কল্যাণ করা

          ঘ) মূলধন বৃদ্ধি করা

২৯।     মিশ্র সমবায় সমিতিতে কমপক্ষে কতজন প্রাথমিক সমবায় সমিতির সদস্য থাকতে হয়?

          ক) ১০ খ) ১২

          গ) ১৩ ঘ) ১৫

 

          উত্তর : ২৬. ঘ ২৭. ঘ ২৮. গ ২৯. খ।

 সাতদিনের সেরা