অঙ্কন : মাসুম
অষ্টম অধ্যায়
দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্ব প্রকাশের পর]
৪৬। অবচয় নির্ধারণের ক্ষেত্রে আয়কর কর্তৃপক্ষ কোন পদ্ধতি প্রয়োগের পক্ষপাতী থাকে?
ক) মেশিন ঘণ্টা পদ্ধতি খ) বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি
গ) ক্রমহ্রাসমান জের পদ্ধতি ঘ) পরিপূরক তহবিল পদ্ধতি
৪৭। একক প্রতি অবচয় = (সম্পদের মোট মূল্য— ভগ্নাবশেষ মূল্য)/অনুমিত মোট উৎপাদন
এই সূত্রটি তুমি কোন পদ্ধতিতে অবচয় বের করার ক্ষেত্রে ব্যবহার করবে?
ক) বার্ষিক বৃত্তি পদ্ধতি খ) উৎপাদন একক পদ্ধতি গ) ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতি ঘ) মেশিন ঘণ্টা পদ্ধতি
৪৮। প্রাকৃতিক সম্পদের আহরণজনিত ক্ষয়কে কী বলে?
ক) অবচয়
খ) অবলোপন
গ) বিলম্বিত খরচ
ঘ) নিঃশেষ খরচ
৪৯।
বিজ্ঞাপন
i. ব্যয় বণ্টন করা
ii. প্রকৃত লাভ-ক্ষতি নির্ণয়
iii. সঠিক কর দায় নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫০। স্থির কিস্তি পদ্ধতি ধার্যের ক্ষেত্রে বিবেচনা করতে হয় কোনটি?
i. সম্পত্তির ক্রয়মূল্য ii. সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য iii. আনুমানিক আয়ুষ্কাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫১। অবচয় একটি—
i. আন্ত লেনদেন
ii. কারবারি লেনদেন iii. অনগদ লেনদেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫২। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার ক্ষেত্রে বিবেচনা করা হয়—
i. সম্পত্তির ক্রয়মূল্য ii. সম্পত্তির বহির্মূল্য iii. আনুমানিক আয়ুষ্কাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৩। অবচয় কোন ধরনের লেনদেন?
i. অনগদ
ii. অদৃশ্যমান
iii. ধারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৪। অবচয় ধার্যের কারণ—
i. সামঞ্জস্যতার নীতি ii. কর সাশ্রয়
iii. সম্পত্তির প্রতিস্থাপন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৫। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় বিবেচনা করতে হয়—
ii. সম্পত্তির আনুমানিক ভগ্নাবশেষ মূল্য
iii. সম্পত্তির আনুমানিক কার্যকরী আয়ুষ্কাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর : ৪৬. গ ৪৭. খ ৪৮. ঘ ৪৯. ঘ ৫০. ঘ ৫১. ঘ ৫২. খ ৫৩. ক ৫৪. খ ৫৫. ঘ।