kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পঞ্চম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন

ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

১৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপঞ্চম অধ্যায়

জনসংখ্যা

১।   কোন দেশ একটি কৃষিপ্রধান দেশ?

     উত্তর : বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ।

২।   পূর্বে আমাদের প্রায় কত লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো?

     উত্তর : পূর্বে আমাদের প্রায় ২৫ লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো।

বিজ্ঞাপন

৩।   অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষিক্ষেত্রে কী প্রভাব পড়ছে?

     উত্তর : অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে।

৪।   কৃষিজমি কমে যাওয়ায় কেন আমাদের সতর্ক হতে হবে?

     উত্তর : কৃষিজমি কমে যাওয়ায় আমাদের সতর্ক হতে হবে। কারণ এতে ভবিষ্যতে আবার খাদ্য ঘাটতি দেখা দেবে এবং খাদ্য আমদানি করতে হবে।  

৫।   মৌলিক চাহিদা বলতে কী বোঝো?

     উত্তর : মানুষসহ যেকোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব রক্ষা, দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য তাকে মৌলিক চাহিদা বলে।

৬।   মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কোনটি?

     উত্তর : মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র।

৭।   বর্তমানে আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থা কেমন?

     উত্তর : বর্তমানে আমরা সবার জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম।

৮।   পিতা-মাতা অনেক সময় সব সন্তানের প্রয়োজনীয় পোশাক কেন কিনে দিতে পারেন না?

     উত্তর : পরিবারের লোকসংখ্যা বেশি হলে পিতা-মাতা সব সন্তানের প্রয়োজনীয় পোশাক কিনে দিতে পারেন না।  

৯।   উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু কোথায় আসতে চায় না?

     উত্তর : উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না।  

১০।   বাংলাদেশে প্রায় কত লক্ষ মানুষ গৃহহীন?

     উত্তর : বাংলাদেশে প্রায় ১০ লক্ষ মানুষ গৃহহীন।

১১।   বাংলাদেশে প্রতিবছর কতজন শিশু জন্মগ্রহণ করে?

     উত্তর : বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩০ লক্ষ শিশু জন্মগ্রহণ করে।সাতদিনের সেরা