অঙ্কন : মাসুম
বাক্য প্রকরণ
বহু নির্বাচনী প্রশ্ন
১। বাক্যের মৌলিক উপাদান কী?
ক) যোগ্যতা খ) আসত্তি গ) আকাঙ্ক্ষা ঘ) শব্দ
২। বাক্যের একক কী?
ক) বর্ণ খ) বিভক্তি গ) উপসর্গ ঘ) শব্দ
৩। বাক্যে দুটি অংশ থাকে—এ দুটি কী?
ক) ক্রিয়া ও কর্ম খ) কর্তা ও কর্ম
গ) উদ্দেশ্য ও বিধেয় ঘ) বিশেষ্য ও বিশেষণ
৪।
বিজ্ঞাপন
ক) অকৃতজ্ঞ খ) কৃতজ্ঞ গ) কৃতঘ্ন ঘ) পাপী
৫। একটি সার্থক বাক্যের গুণ কী কী?
ক) প্রসাদ, মাধুর্য, একনিষ্ঠতা
খ) সম্প্রসারণ, সংকোচন, বিয়োজন
গ) সরল, মিশ্রণ, জটিল ঘ) যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসত্তি
৬। মৃতের মতো অবস্থা যার—এককথায় কী হবে?
ক) মুর্মুষূ খ) মুমূর্ষু গ) মৃতবৎ ঘ) মৃতপ্রায়
৭। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়?
ক) বাহুল্য খ) যোগ্যতা গ) আকাঙ্ক্ষা ঘ) আসত্তি
৮। কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগে বিধেয় সম্প্রসারিত হয়েছে?
ক) ঘোড়া দ্রুত চলে খ) ইনি আমার ভাই গ) তোমাকে যেতে হতে ঘ) কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে
৯। ‘যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে’—এটি কোন বাক্য?
ক) সরল বাক্য খ) জটিল বাক্য
গ) খণ্ড বাক্য
ঘ) যৌগিক বাক্য
১০। যে ব্যক্তির দুই হাত সমান চলে তাকে কী বলে?
ক) দোহাতি খ) কুশাল
গ) সব্যসাচী ঘ) দ্বিজ
১১। সত্য কথা না বলে বিপদে পড়েছি—এটা কোন বাক্য?
ক) যৌগিক বাক্য খ) সরল বাক্য
গ) জটিল বাক্য ঘ) মিশ্র বাক্য
১২। ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?
ক) অপরিণামদর্শী খ) অবিমৃশ্যকারী গ) অবিসংবাদী ঘ) অকালদর্শী
১৩। ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। ’ এটি কোন বাক্য?
ক) জটিল বাক্য
খ) সরল বাক্য
গ) যৌগিক বাক্য ঘ) আশ্রিত খণ্ড বাক্য
১৪। অগ্র-পশ্চাৎ বিবেচনা করে যে কাজ করে না, এককথায় তাকে কী বলে?
ক) অবিবেচক
খ) অদূরদর্শী
গ) অপরিণামদর্শী ঘ) অবিমৃশ্যকারী
উত্তর : ১. ঘ ২. ঘ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ক ৯. খ ১০. গ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ঘ।