kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

বিজ্ঞান

সপ্তম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন

মো. মিকাইল ইসলাম নিয়ন,সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

১৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদ্বিতীয় অধ্যায়

উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

১৮। ভাজক টিস্যু পাওয়া যায়?

                ক) কাণ্ডের অগ্রভাগে                 খ) পাতায়

                গ) মূলের গোড়ায়                     ঘ) প্রাণিদেহে

১৯। বিভাজন ক্ষমতা অনুযায়ী উদ্ভিদ টিস্যু প্রধানত কত প্রকার?

                ক) ২ প্রকার          খ) ৩ প্রকার         গ) ৪ প্রকার           ঘ) ৫ প্রকার

২০। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটি?

                ক) প্লাস্টিড  খ) মাইটোকন্ড্রিয়া  

                গ) নিউক্লিয়াস                  ঘ) গলগি বডি

২১।

বিজ্ঞাপন

এপিথেলিয়াল টিস্যুতে কোনটি থাকে না?

                ক) আবরণী কোষ                     খ) এক বা একাধিক স্তর

                গ) পাতলা ভিত্তি পর্দা                  ঘ) ম্যাট্রিক্স

২২। উদ্ভিদের মূলে কোন প্লাস্টিড থাকে?

                ক) ক্লোরোপ্লাস্ট                      খ) লিউকোপ্লাস্ট

                গ) ক্রোমোপ্লাস্ট                   ঘ) কোনোটিই নয়

২৩। প্রতিটি মাইটোকন্ড্রিয়া কত স্তরবিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে?

                ক) ২       খ) ৩              গ) ৪                ঘ) ৫

২৪। রক্ত এক ধরনের—

                ক)  স্নায়ুকলা                  খ) তরল যোজক কলা

                গ) আবরণী কলা              ঘ) পেশি কলা 

২৫। নিচের কোনটি নিউরনের অন্তর্ভুক্ত অংশ?

                ক) মেডুলা            খ) ডেনড্রন          গ) ব্রাংকিওল       ঘ) সেরোসা

              

                 উত্তর : ১৮. ক ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. খ।সাতদিনের সেরা