চতুর্থ অধ্যায়
মালিকানার ভিত্তিতে ব্যবসায়
বহু নির্বাচনী প্রশ্ন
১। একমালিকানা ব্যবসায় কিসের ওপর নির্ভর করে?
ক) মালিকের সামর্থ্যের
খ) মালিকের ইচ্ছা
গ) ভোক্তার ঘ) কর্মচারী
২। পৌরসভা এলাকায় হস্তশিল্পের দোকান স্থাপনের জন্য প্রয়োজন হবে—
ক) রাজনৈতিক পরিচয়
খ) ট্রেড লাইসেন্স গ) লবিং ঘ) অধিক পুঁজি
৩। একমালিকানা ব্যবসায় পরিচালিত হয় কত সালের আইন অনুযায়ী?
ক) ১৯৩২ সালের
খ) ১৯৯৪ সালের
গ) ১৯৯৮ সালের
ঘ) কোনোটিই নয়
৪।
বিজ্ঞাপন
ক) অংশীদার হিসেবে
খ) মালিক হিসেবে
গ) পার্টনার হিসেবে
ঘ) অংশীদার হিসেবে গণ্য হবে না
৫। অংশীদারি ব্যবসায়ের ব্যাংক হিসাব পরিচালনাকারীর নাম উল্লেখ থাকে কোথায়?
ক) চুক্তিতে খ) আইনে গ) বিবরণপত্রের
ঘ) চুক্তিবদ্ধ
৬। সাধারণত কোন ব্যবসায় সংগঠনের আয়তন ছোট হয়?
ক) অংশীদারি
খ) একমালিকানা
গ) যৌথ মূলধনী ঘ) সমবায়
৭। আইনগত জটিলতা নেই কোন ধরনের ব্যবসায় সংগঠনে?
ক) যৌথ মূলধনী
খ) সমবায় গ) রাষ্ট্রীয়
ঘ) অংশীদারি
৮। যে ব্যক্তি বীমাচুক্তি সম্পাদন করে তাকে কী বলে?
ক) বীমাগ্রহীতা খ) বীমাকারী গ) বীমা ব্যবসায়ী
ঘ) বীমার দালাল
৯। বীমাকে কিসের চুক্তি বলা হয়?
ক) ক্ষতি খ) মুনাফা
গ) ঝুঁকি ঘ) অর্থ
১০। বিলাল ও রোকন একটি অংশীদারি প্রতিষ্ঠানের সদস্য। তাদের প্রতিবেশী বন্ধু লিয়ন অংশীদার হতে চায়। লিয়ন অংশীদার হতে পারে কিসের ভিত্তিতে?
ক) চুক্তির ভিত্তিতে
খ) সামাজিক মর্যাদার
ভিত্তিতে
গ) প্রতিবেশী সম্পর্কের ভিত্তিতে
ঘ) বন্ধু সম্পর্কের ভিত্তিতে
১১। অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্ব কিসের ওপর নির্ভর করে?
ক) চুক্তির ওপর
খ) নিবন্ধনের ওপর
গ) অংশীদারি ইচ্ছা-অনিচ্ছার ওপর
ঘ) স্মারকলিপির ওপর
১২। অংশীদার প্রধানত কত প্রকার?
ক) দুই খ) চার
গ) ছয় ঘ) আট
১৩। অমিত অংশীদার না হয়েও নিজেকে সান হোটেলের একজন অংশীদার বলে পরিচয় দেয়। অমিতকে কোন ধরনের অংশীদার বলা হয়?
ক) আপাতদৃষ্টিতে
খ) সীমাবদ্ধ
গ) আচরণে অনুমতি
ঘ) প্রতিবন্ধ
১৪। কম্পানির অস্তিত্ব কোন ধরনের?
ক) ক্ষণস্থায়ী প্রকৃতির
খ) চিরস্থায়ী প্রকৃতির
গ) অস্থায়ী প্রকৃতির
ঘ) নির্দিষ্ট মেয়াদে
১৫। শেয়ার ক্রয়ের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন বয়সসীমা কত হওয়া প্রয়োজন?
ক) ১৮ বছরের ঊর্ধ্বে
খ) ১৯ বছরের ঊর্ধ্বে
গ) ২০ বছরের ঊর্ধ্বে
ঘ) ২১ বছরের ঊর্ধ্বে
১৬। ঋণপত্র বিক্রি করতে পারে কোন কম্পানি?
ক) প্রাইভেট খ) পাবলিক
গ) আন্তর্জাতিক
ঘ) অনিবন্ধিত
১৭। বৃহদায়তন কর্মসংস্থান সৃষ্টি করে?
ক) একমালিকানা ব্যবসায়
খ) অংশীদারি ব্যবসায়
গ) সমবায় সংগঠন
ঘ) কম্পানি সংগঠন
১৮। একটি কম্পানি গঠনে প্রথমে স্থির করতে হবে—
ক) কম্পানির কার্যালয়
খ) কম্পানির নাম
গ) পরিচালক
ঘ) প্রধান কার্যালয়
১৯। কোন সদস্য সমবায় সমিতির মোট শেয়ারের কত অংশের বেশি ক্রয় করতে পারবে না?
ক) এক-তৃতীয়াংশ
খ) এক-পঞ্চমাংশ
গ) এক-দশমাংশ
ঘ) এক-চতুর্থাংশ
২০। কত সালে কলকাতা বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯০৪ সালে
খ) ১৯১২ সালে
গ) ১৯১৮ সালে
ঘ) ১৯২০ সালে
২১। বর্তমানে বাংলাদেশের সব সমবায় সমিতি কত সালে সমবায় বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে?
ক) ২০০১ সালের
খ) ২০০৪ সালের
গ) ২০০৯ সালের
ঘ) ২০১০ সালের
২২। সমবায় সংগঠনের ঝুঁকি ও সুযোগ-সুবিধা কিভাবে ভাগ হয়?
ক) ন্যায়সংগতভাবে
খ) স্বৈরতান্ত্রিকভাবে
গ) এককভাবে
ঘ) পিতৃতান্ত্রিকভাবে
২৩। দৌলতপুর গ্রামের মধ্যবিত্তরা মিলে ভোক্তা সমবায় সমিতি গঠন করেছে। সমিতির সদস্যরা সর্বোচ্চ শেয়ার করতে পারবে—
ক) মূলধনের এক-পঞ্চমাংশ খ) সব শেয়ার
গ) ১০ হাজার শেয়ার
ঘ) একটি শেয়ার
২৪। সমবায় সমিতি গঠনের প্রক্রিয়া কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
২৫। বাংলাদেশের কৃষিজীবী, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উপযুক্ত ক্ষেত্র হলো—
ক) একমালিকানা সংগঠন খ) কম্পানি সংগঠন
গ) দুর্নীতির সুযোগ
ঘ) সমবায় সংগঠন
উত্তর : ১. খ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ক ১১. গ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. খ১৯. খ ২০. গ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ঘ।