নবম অধ্যায়
আলোর ঘটনা
জ্ঞানমূলক প্রশ্ন
[পূর্ব প্রকাশের পর]
৬। আলোর প্রতিসরণ কাকে বলে?
উত্তর : কোনো বস্তুতে আলো পড়ে যদি তা দিক পরিবর্তনের দ্বারা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তাহলে তাকে আলোর প্রতিসরণ বলে।
৭। আলোর শোষণ কাকে বলে?
উত্তর : কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে, তাহলে তাকে আলোর শোষণ বলে।
বিজ্ঞাপন
৮। সব আলো শোষণ করলে বস্তু কেমন দেখায়?
উত্তর : সব আলো শোষণ করলে বস্তু কালো দেখায়।
৯। আলো বেশি শোষণ করে কোন রঙের বস্তু?
উত্তর : আলো বেশি শোষণ করে কালো রঙের বস্তু।
১০। কাগজে আলোর কোন ধরনের প্রতিফলন ঘটে?
উত্তর : কাগজে আলোর অনিয়মিত প্রতিফলন ঘটে।
১১। উজ্জ্বল বস্তু কাকে বলে?
উত্তর : যেসব বস্তুর নিজের আলো আছে তাদের উজ্জ্বল বস্তু বলে।
১২। অনুজ্জ্বল বস্তু কাকে বলে?
উত্তর : যেসব বস্তুর নিজের কোনো আলো নেই অর্থাৎ অন্য বস্তুর আলো প্রতিফলিত করে তাদের অনুজ্জ্বল বস্তু বলে।
১৩। দর্পণ কী?
উত্তর : যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে।
১৪। আলোর বিক্ষেপণ কী?
উত্তর : কোনো ক্ষুদ্র কণার ওপর আলোকরশ্মি আপতিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ার ঘটনাই আলোর বিক্ষেপণ।
১৫। কী ধরনের পৃষ্ঠে আলোর প্রতিফলনের সঙ্গে বিক্ষেপণও ঘটে?
উত্তর : অমসৃণ বা কম চকচকে পৃষ্ঠে আলোর প্রতিফলনের সঙ্গে বিক্ষেপণও ঘটে।
১৬। আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণ ও প্রতিফলন কোণ কত?
উত্তর : আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণ ও প্রতিফলন কোণ উভয়ই ০০ হয়।
১৭। আলোর দ্রুতি কত?
উত্তর : আলোর দ্রুতি প্রতি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার।
১৮। পেরিস্কোপ তৈরিতে কয়টি সমতল দর্পণ প্রয়োজন?
উত্তর : পেরিস্কোপ তৈরিতে দুটি সমতল দর্পণ প্রয়োজন।
দশম অধ্যায়
গতি
১। প্রসঙ্গ কাঠামো কাকে বলে?
উত্তর : প্রসঙ্গ কাঠামো হলো এমন কোনো সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু, যার সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা হয়।
২। গতি কী?
উত্তর : সময়ের সঙ্গে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করাই হলো গতি।
৩। স্থিতি কাকে বলে?
উত্তর : সময়ের সঙ্গে পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটাকে স্থিতি বলে।
৪। ঘূর্ণন গতি কাকে বলে?
উত্তর : কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কোনো বস্তু যখন ঘুরতে থাকে তখন বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলে।
৫। পর্যাবৃত্ত গতি কাকে বলে?
উত্তর : কোনো গতিশীল বস্তু যদি একই পথে বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে।
৬। দোলন গতি কাকে বলে?
উত্তর : যদি কোনো বস্তুর গতি একটি অবস্থানের অগ্র-পশ্চাৎ চলে তাহলে সে গতিকে দোলন গতি বলে।
৭। সরল চলন গতি কাকে বলে?
উত্তর : যখন কোনো বস্তু সরলরেখা বরাবর চলে, তখন তাকে সরল চলন গতি বলে।
৮। ঘূর্ণন চলন গতি কী?
উত্তর : কোনো বস্তু ঘুরতে ঘুরতে চলতে থাকলে অর্থাৎ ঘূর্ণনের সঙ্গে সঙ্গে কোনো পথ অতিক্রম করলে যে গতির সৃষ্টি হয় তাকে ঘূর্ণন চলন গতি বলে।
৯। আপেক্ষিক গতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু এক পর্যবেক্ষকের নিকট স্থির হলেও তা অন্য পর্যবেক্ষকের নিকট গতিশীল হতে পারে। পরিবর্তী পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বস্তুর আপেক্ষিক গতি বলে।