kalerkantho

মঙ্গলবার ।  ২৪ মে ২০২২ । ১০ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২২ শাওয়াল ১৪৪৩  

হিসাববিজ্ঞান

এসএসসি প্রস্তুতি : পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

মো. গোলাম মওলা, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেএসএসসি প্রস্তুতি : পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অঙ্কন : মাসুম

দ্বিতীয় অধ্যায়

লেনদেন

বহু নির্বাচনী প্রশ্ন

১।   হিসাবরক্ষণের মূল ভিত্তি—

     ক) জাবেদাভুক্তকরণ

     খ) খতিয়ানভুক্তকরণ

     গ) লেনদেন

     ঘ) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

২।   আসবাবপত্রের অবচয় ধার্য কোন জাতীয় লেনদেন?

     ক) অভ্যন্তরীণ খ) নগদ গ) অদৃশ্যমান     ঘ) বাহ্যিক

৩।   যেসব আর্থিক ঘটনা পূর্বে সংঘটিত হয়েছিল তাকে বলে—

     ক) দৃশ্যমান ঘটনা

     খ) অদৃশ্যমান ঘটনা

     গ) ঐতিহাসিক ঘটনা

     ঘ) স্বয়ংসম্পূর্ণ ঘটনা

৪।

বিজ্ঞাপন

  লেনদেনের দৈতসত্তা বলতে কী বুঝায়?

     ক) দুটি ডেবিট ও ক্রেডিট খ) দুইবার হিসাব লিখন

     গ) দুটি পক্ষ বা খাত

     ঘ) দুতরফা দাখিলা পদ্ধতি

৫।   কোনটি সম্ভাব্য ভবিষ্যৎ ঘটনা?

     ক) আসবাবপত্রের অবচয় খ) ইজারা সম্পত্তি

     গ) দেনাদার বাট্টা সঞ্চিতি

     ঘ) বিক্রয়যোগ্য পণ্যের মুনাফা

৬।   হিসাব সমীকরণের মূল উপাদান কোনগুলো?

     ক) সম্পদ, ব্যয় ও মালিকানাস্বত্ব

     খ) সম্পদ, আয় ও মালিকানাস্বত্ব

     গ) সম্পদ, দায় ও মালিকানাস্বত্ব

     ঘ) সম্পদ ও মালিকানাস্বত্ব

৭।   সম্পদের ওপর মালিকের দাবিকে কী বলা হয়?

     ক) সম্পদ    খ) দায়

     গ) আয়   

     ঘ) মালিকানাস্বত্ব

৮।   হিসাব সমীকরণ অনুযায়ী মালিকানাস্বত্বের উপাদান কয়টি?

     ক) ৩টি      খ) ৪টি

     গ) ৫টি      ঘ) ৬টি

৯।   মালিকানাস্বত্বকে প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদানগুলো কী কী?

     ক) সম্পদ ও দায়

     খ) আয় ও ব্যয়

     গ) দায় ও উত্তোলন

     ঘ) সম্পদ ও মূলধন

১০। ধারে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা হিসাব সমীকরণের প্রভাবিত হবে কোনটি?

     ক) সম্পদ ও দায় বৃদ্ধি

     খ) দায় ও মালিকানাস্বত্ব বৃদ্ধি

     গ) দায় ও মালিকানাস্বত্ব হ্রাস

     ঘ) সম্পদ ও মালিকানাস্বত্ব বৃদ্ধি

১১। বাকিতে পণ্য ক্রয়ের ফলে হিসাব সমীকরণের কোন উপাদানটি বৃদ্ধি পাবে?

     ক) সম্পদ    খ) দায়

     গ) মালিকানাস্বত্ব

     ঘ) মূলধন

১২। ব্যবসায় মালিকানাস্বত্ব বৃদ্ধির কারণ কোনটি?

     ক) আয়কর

     খ) জীবন বীমা প্রিমিয়াম

     গ) উত্তোলন  

     ঘ) সাধারণ সঞ্চিতি

১৩। হিসাব সমীকরণের উপাদান—

     i. সম্পদ    

     ii. দায়

     iii. মালিকানাস্বত্ব

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) i ও iii গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৪। ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?

     ক) চালান   

     খ) বিল ও ক্যাশমেমো গ) ডেবিট নোট     

     ঘ) ক্রেডিট নোট

১৫। বিক্রীত পণ্যের সঙ্গে বিক্রেতা ক্রেতাকে কী প্রদান করেন?

     ক) বহির্চালান

     খ) আন্তঃচালান     

     গ) ক্রয় চালান     

     ঘ) বিক্রয় চলান

১৬। সর্বপ্রকার আয় ও ব্যয় জাতীয় লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য যে সাক্ষ্য-প্রমাণপত্র ব্যবহার করা হয় তাকে কী বলে?

     ক) ভাউচার        খ) চালান

     গ) ডেবিট নোট     

     ঘ) ক্রেডিট নোট

১৭। ‘ঋণগ্রহণ ৫০,০০০ টাকা’—এর দ্বারা ব্যবসায়ীর কী পরিবর্তিত হয়েছে?

     ক) দায় ও ব্যয়

     খ) সম্পদ ও দায়

     গ) আয় ও দায়     

     ঘ) সম্পদ ও আয়

১৮।   নগদে ২৫,০০০ টাকার পণ্য বিক্রয় লেনদেনের ফলে হিসাব সমীকরণের উপাদান বৃদ্ধি পাবে—

     ক) সম্পদ    খ) দায়

     গ) মালিকানাস্বত্ব

     ঘ) সম্পদ ও মালিকানাস্বত্ব উভয়ই

     উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     জনাব ফাইজা ৩০,০০০ টাকার পণ্য জনাব রফিকের নিকট বিক্রয় করেন এবং নগদ ২০,০০০ টাকা গ্রহণ করেন।

১৯। জনাব ফাইজা হিসাব সংরক্ষণ করবে—

     i. ক্রেডিট ভাউচার

     ii. ক্যাশমেমো

     iii. প্রাপ্তি রসিদ

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii গ) ii ও iii     ঘ) i, ii ও iii

২০।   পাওনাদারের পরিমাণ কত হবে?

     ক) ৫০,০০০ টাকা

     খ) ৩০,০০০ টাকা

     গ) ২০,০০০ টাকা

     ঘ) ১০,০০০ টাকা

 

উত্তর : ১. গ ২. ক ৩. গ ৪. গ ৫. গ ৬. গ  ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. ঘ।সাতদিনের সেরা