চিঠিপত্র
এককথায় উত্তর
১। চিঠির ব্যবহার কখন শুরু হয়?
উত্তর : কাগজ আবিষ্কারেরও আগে।
২। তথ্য আদান-প্রদানের সবচেয়ে সহজ ও সুপ্রাচীন মাধ্যম কী?
উত্তর : পত্র।
বিজ্ঞাপন
৩। প্রাচীনকালে মানুষ কিসে পত্র লিখত?
উত্তর : গাছের পাতা, ভুর্জপত্র বা গাছের ছালে, পশুর চামড়ায় বা তামার পাতে।
৪। ‘পত্র’ শব্দের উৎপত্তি হয় কী থেকে?
উত্তর : পাতা বা পত্র।
৫। চিঠি লেখাকে সাধু ভাষায় কী বলে?
উত্তর : পত্র লিখন।
৬। পত্র লিখন কাকে বলে?
উত্তর : চিঠি লেখাকে সাধু ভাষায় পত্র লিখন বলে।
৭। পত্র মোট কত প্রকার?
উত্তর : ছয় প্রকার।
৮। পত্রের প্রকারভেদ লেখো।
উত্তর : ক) ব্যক্তিগত পত্র খ) নিমন্ত্রণ পত্র
গ) ব্যাবসায়িক পত্র
ঘ) আনুষ্ঠানিক পত্র
ঙ) সংবাদপত্রে প্রকাশের পত্র চ) অভিনন্দন পত্র।
৯। আনুষ্ঠানিক পত্র কত প্রকার?
উত্তর : দুই প্রকার।
১০। আবেদনপত্র ও চাকরির দরখাস্ত কোন পত্রের অন্তর্গত?
উত্তর : আনুষ্ঠানিক পত্র।
১১। পত্রের প্রধান অংশ কয়টি?
উত্তর : দুটি।
১২। ‘শিরোনাম’ পত্রের কোথায় থাকে?
উত্তর : বাইরে।
১৩। পত্রগর্ভের অপর নাম কী?
উত্তর : অন্তর্গত।
১৪। পত্রের বহির্ভাগের অপর নাম কী?
উত্তর : শিরোনাম।
১৫। পত্রগর্ভের কয়টি অংশ?
উত্তর : পাঁচটি।
১৬। মঙ্গলসূচক বাণী পত্রের কোন অংশের অন্তর্গত?
উত্তর : পত্রগর্ভের।
১৭। বর্তমানের ব্যক্তিগত পত্রের কোন অংশটি বর্জনীয় বলে গণ্য হচ্ছে?
উত্তর : মঙ্গলসূচক শব্দ।
১৮। পত্রগর্ভে কার ঠিকানা লিখতে হয়?
উত্তর : প্রেরকের।
১৯। ব্রিটিশ পদ্ধতিতে ব্যক্তিগত পত্রে পত্রগর্ভের কোথায় ঠিকানা ও তারিখ লিখতে হয়?
উত্তর : ওপরে ডানে।
২০। পত্রগর্ভের যা লেখা হয় তাকে কী বলে?
উত্তর : মূল বক্তব্য।
২১। পত্রগর্ভের দ্বিতীয় পর্ব কী?
উত্তর : সম্ভাষণ।
২২। ‘পাক জনাবেষু’ শব্দটি পত্রে কোন পর্বে আলোচিত হয়?
উত্তর : সম্ভাষণ।
২৩। ‘দোয়াবর’ কাদের বোঝাতে লেখা হয়?
উত্তর : কনিষ্ঠজনদের।
২৪। কল্যাণবরেষু কাদের বোঝাতে লেখা হয়?
উত্তর : কনিষ্ঠদের।
২৫। বন্ধুদের কী বলে সম্ভাষণ জানানো হয়?
উত্তর : প্রিয়।
২৬। সুচারিতাষু কাদের বোঝাতে হয়?
উত্তর : সমবয়সী মেয়েদের।
২৭। গুরুজনদের বোঝায় এমন কয়েকটি শব্দ লেখো।
উত্তর : পাকজনাবেষু, বখেদমবেষু, মোবারক জনাবেষু ইত্যাদি।
২৮। শ্রদ্ধেয় মহিলাদের সম্বোধনে ব্যবহৃত একটি শব্দ লেখো।
উত্তর : শ্রদ্ধাসম্পাদাসু (স্ত্রী)।
২৯। প্রেরকের স্বাক্ষরের আগে শিষ্টাচারজ্ঞাতক শব্দগুলো লেখা হয় কী?
উত্তর : হয়।
৩০। প্রাপক বড় হলে প্রেরকের আগে লেখা হয় এমন দুটি শব্দ লেখো।
উত্তর : স্নেহের, পাকসার।
৩১। প্রাপকের নামের আগে জনাব, মহাশয় লেখা হয় কেন?
উত্তর : প্রাপক যদি অপরিচিত বা অল্প পরিচিত হয়।
৩২। মূল বক্তব্য শুরুর আগে কী জানাতে হয়?
উত্তর : যথাযথ কুশলাদি।
৩৩। পত্রগর্ভের সর্বশেষ স্তর কী?
উত্তর : পত্র লেখকের স্বাক্ষর।
৩৪। প্রেরক কে?
উত্তর : যে পত্র লেখে বা পাঠায়।
৩৫। প্রাপক কে?
উত্তর : যে পত্র পায় বা পাবে।