kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

হিসাববিজ্ঞান প্রথম পত্র

এইচএসসি প্রস্তুতি : পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৬ মিনিটেএইচএসসি প্রস্তুতি : পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অঙ্কন : শেখ মানিক

অষ্টম অধ্যায়

দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

 

৪১।   বার্ষিক ১০% অবচয় হারে ২৫,০০০ টাকায় ক্রয়কৃত একটি মেশিনের পুঞ্জীভূত অবচয় ১৫,০০০ টাকা। মেশিনটি ক্রয় করা হয়—

     ক) ৩ বছর আগে   

     খ) ৫ বছর আগে

     গ) ৬ বছর আগে   

     ঘ) ৭ বছর আগে

৪২।   একটি যন্ত্রের ক্রয়মূল্য ১০,০০০ টাকা।

বিজ্ঞাপন

এর আয়ুষ্কাল ১০ বছর। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে চতর্থ বছরে ওই যন্ত্রের অবচয় কত?

     ক) ২,৫০০ টাকা   

     খ) ১,০২৪ টাকা

     গ) ৭২৯ টাকা

     ঘ) ৫২৯ টাকা

৪৩।   মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবেলায় কোন পদ্ধতি সুবিধাজনক?

     ক) অবচয় ভাণ্ডার পদ্ধতি     খ) প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি

     গ) পুনর্মূল্যায়ন পদ্ধতি  ঘ) স্থির কিস্তি পদ্ধতি

৪৪।   সময়ের ভিত্তিতে অবচয় নিরূপণ করা কোন পদ্ধতিতে অসম্ভব?

     ক) সরলরৈখিক

     খ) ক্রমহ্রাসমান জের

     গ) উৎপাদন একক    ঘ) বর্ষসংখ্যার যোগফল

৪৫।   স্থায়ী সম্পত্তির অবচয় নির্ধারণের বিবেচ্য বিষয় কোনটি?

     ক) সম্পত্তির বাজারমূল্য খ) সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য

     গ) সম্পত্তির পরিমাণ   ঘ) সম্পত্তি ক্রয়ের বছর

৪৬।   অবচয়ের প্রাথমিক উদ্দেশ্য হলো—

     ক) আর্থিক বিবরণীতে সম্পত্তির সুষ্ঠু বাজারমূল্য দেখানো

     খ) সম্পত্তির অপব্যবহার বন্ধ করা

     গ) সম্পত্তির ক্রয়মূল্য সম্পত্তির ব্যবহারের সময়কালের ওপর বণ্টন

     ঘ) সম্পত্তির মূল্য হ্রাস লিপিবদ্ধ করা

৪৭।   কোনটি ব্যতীত অন্য স্থায়ী সম্পত্তিগুলোর ব্যবহারযোগ্য জীবনকালে তাদের সম্ভাব্য সেবা প্রদান হ্রাস পায়?

     ক) আসবাবপত্র

     খ) দালানকোঠা

     গ) ভূমি     ঘ) যন্ত্রপাতি

৪৮।   স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য করা হয় কোনটি অনুযায়ী?

     ক) রক্ষণশীলতা

     খ) চলমান প্রতিষ্ঠান ধারণা

     গ) সময়কাল ধারণা   ঘ) পূর্ণ প্রকাশ নীতি

৪৯।   রেওয়ামিল প্রস্তুতে ‘অবচয় সঞ্চিতি’ হিসাবের ব্যালান্স—

     ক) ডেবিট পার্শ্বে দেখানো হয়

     খ) ক্রেডিট পার্শ্বে দেখানো হয়

     গ) অবচয়ের অংশ বলে দেখানো হয় না

     ঘ) ডেবিট ও ক্রেডিট উভয় পার্শ্বে দেখানো হয়

৫০।   কোনটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় বিবেচিত হয় না?

     ক) ক্রয়মূল্য  

     খ) ভগ্নাবশেষ মূল্য

     গ) ব্যাবহারিক জীবনকাল     ঘ) বই মূল্য

৫১।   একটি সম্পত্তির ক্রয়মূল্য ও এর পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে বলা হয়—

     ক) প্রকৃত মূল্য

     খ) বাজারমূল্য

     গ) বহির্মূল্য  

     ঘ) অবসায়ন মূল্য

৫২।   ব্যয় বণ্টন প্রক্রিয়া নয় কোনটি?

     ক) অবচয়   

     খ) অবলোপন

     গ) শূন্যকরণ 

     ঘ) অবমূল্যায়ন

৫৩।   যে অবচয় পদ্ধতি সম্পত্তির ব্যাবহারিক জীবনকালে বার্ষিক অবচয় খরচ ক্রমান্বয়ে হ্রাস করে তাকে বলে—

     ক) সরলরৈখিক পদ্ধতি  খ) ক্রমহ্রাসমান পদ্ধতি

     গ) উৎপাদন একক পদ্ধতি    ঘ) মেশিন ঘণ্টা পদ্ধতি

৫৪।   কোন পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে অবচয়যোগ্য মূল্য প্রয়োজন হয় না?

     ক) সরলরৈখিক

     খ) ক্রমহ্রাসমান

     গ) কার্যের একক    

     ঘ) বর্ষসংখ্যার সমষ্টি

৫৫।   যখন আনুমানিক ব্যাবহারিক জীবনকাল পরিবর্তন করার প্রয়োজন হয়, তখন অবচয়ের পরিমাণ পরিবর্তিত হয়—

     ক) শুধু অতীত হিসাবকালের

     খ) শুধু চলতি হিসাবকালের

     গ) শুধু ভবিষ্যৎ হিসাবকালের

     ঘ) চলতি ও ভবিষ্যৎ হিসাবকালের

৫৬।   কাজের একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় বিবেচিত হয় না—

     ক) ক্রয়মূল্য  

     খ) ভগ্নাবশেষ মূল্য

     গ) কাজের একক

     ঘ) অবচয়ের হার

৫৭।   স্থাবর সম্পত্তি বিক্রয় করলে কখন লাভ হয়?

     ক) বিক্রয় থেকে বিক্রীত সম্পত্তির বাজারমূল্য কম হলে

     খ) বিক্রয় থেকে বিক্রীত সম্পত্তির বই মূল্য কম হলে

     গ) বিক্রয় থেকে বিক্রীত সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বেশি হলে

     ঘ) বিক্রয় থেকে বিক্রীত সম্পত্তির ক্রয়মূল্য বেশি হলে

৫৮।   কোনটি প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত নয়?

     ক) তেল ও গ্যাস   

     খ) খনিজদ্রব্য

     গ) যন্ত্রপাতি  

     ঘ) বনাঞ্চল

৫৯।   অবচয় নির্ধারণ করার ক্ষেত্রে কোন পদ্ধতিকে বর্ধিষ্ণু পদ্ধতি বলা হয়?

     ক) সরলরৈখিক পদ্ধতি  খ) ক্রমহ্রাসমান জের পদ্ধতি

     গ) বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি ঘ) পরিপূরক তহবিল পদ্ধতি

৬০।   প্রাকৃতিক সম্পদ বহির্ভূত কোনটি?

     ক) খনিজ মজুদ    

     খ) তেল ও গ্যাসের মজুদ

     গ) কাঠের গুঁড়ি

     ঘ) ভূমি উন্নয়ন

৬১।   নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?

     ক) যন্ত্রপাতি  

     খ) আসবাবপত্র

     গ) দালানকোঠা

     ঘ) তেল ও গ্যাস

৬২।   ৮৮,০০০ টাকায় ক্রয়কৃত একটি মেশিনের প্রত্যাশিত আয়ুষ্কাল ৭ বছর এবং ওই সময় পরে ভগ্নাবশেষ মূল্য হিসেবে ৪,০০০ টাকা পাওয়া যাবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হিসাব করলে প্রাক্কলিত অবচয়ের হার কত হতে পারে?

     ক) ২৫%     খ) ২৮%     গ) ৩০%     ঘ) ৩৪%

৬৩।   রূপালী লিমিটেড ১-১-২০১০ তারিখে একটি মেশিন ক্রয় করে এবং ১০% ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। ৩১-১২-২০১৩ তারিখে মেশিনের অবচয় ১৪,৫৮০ টাকা ধার্য করা হলে ক্রয়মূল্য কত?

     ক) ৩,৩৮,৭০১ টাকা খ) ২,৭৪,৩৪৮ টাকা

     গ) ২,০০,০০০ টাকা ঘ) ১,৫০,০০০ টাকা

৬৪।   ২০১১ সালের ১ জানুয়ারি তারিখে ৩০,০০০ টাকায় একটি যন্ত্র কেনা হয়, যার কার্যকর আয়ুষ্কাল ১৫ বছর। ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে জমাকৃত অবচয় হিসাবের জের কত হবে?

     ক) ৪,৫০০ টাকা    খ) ৮,৩২৫ টাকা

     গ) ১১,৫৭৬ টাকা   ঘ) ১১,৬৭৬ টাকা

৬৫।   সম্পত্তির মূল্য ৬,০০০ টাকা, আয়ুষ্কাল ৫ বছর, ভগ্নাবশেষের মূল্য ১,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত?

     ক) ৭৫০ টাকা

     খ) ১,০০০ টাকা

     গ) ১,২০০ টাকা   

     ঘ) ১,২৫০ টাকা

৬৬।   একটি যন্ত্রের পঞ্চম বছরের অবচয় ২৫,০৫৬.৩০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার ১৫%। ক্রয়মূল্য কত?

     ক) ৩,৫৫,০০০ টাকা খ) ৩,৪৫,০০০ টাকা

     গ) ৩,২০,০০০ টাকা ঘ) ৩,১৫,০০০ টাকা

৬৭।   ৪৫,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। যন্ত্রপাতির পরিবহন ব্যয় ২,১০০ টাকা ও স্থাপন খরচ ৬,০০০ টাকা। যন্ত্রটির আনুমানিক জীবনকাল ৫ বছর ও অনুমিত অবশিষ্ট মূল্য ৯,০০০ টাকা হলে, সরলরৈখিক পদ্ধতিতে বাৎসরিক অবচয় হবে—

     ক) ৭,৮২০ টাকা   

     খ) ৮,৮২০ টাকা

     গ) ৭,৩৮০ টাকা   

     ঘ) ৭,২০০ টাকা

 

     উত্তর : ৪১. গ ৪২. খ ৪৩. ঘ ৪৪. গ ৪৫. খ ৪৬. গ ৪৭. গ ৪৮. খ ৪৯. খ ৫০. ঘ ৫১. গ ৫২. ঘ ৫৩. খ ৫৪. খ ৫৫. ঘ ৫৬. ঘ ৫৭. খ ৫৮. গ ৫৯. গ ৬০. ঘ ৬১. ঘ ৬২. গ ৬৩. গ ৬৪. গ ৬৫. খ ৬৬. গ ৬৭. খ।সাতদিনের সেরা