kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

জীববিজ্ঞান

অষ্টম শ্রেণি : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

মো. মিকাইল ইসলাম নিয়ন সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান), ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅষ্টম শ্রেণি : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

শ্রেণিবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

 

১।          শ্রেণিবিন্যাস কী?

            উত্তর : সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণিজগেক জানার জন্য এর বিন্যাস করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে।

২।         শ্রেণিবিন্যাসের জনক কে?

            উত্তর : প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়।

বিজ্ঞাপন

৩।          দ্বিপদ নামকরণ কাকে বলে?

            উত্তর : একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ বা বৈজ্ঞানিক নামকরণ বলে।

৪।          মানুষের বৈজ্ঞানিক নাম লেখো।

            উত্তর : মানুষের বৈজ্ঞানিক নাম হলো Homo sapiens

৫।          প্রাণিজগেক কয়টি পর্বে ভাগ করা হয়েছে?

            উত্তর : অ্যানিমেলিয়া জগেক ৯টি পর্বে ভাগ করা হয়েছে।

৬।          প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?

            উত্তর : প্রাণিজগতের বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা।

৭।          ফিতাকৃমি কোন পর্বের প্রাণী?

            উত্তর : ফিতাকৃমি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী।

৮।          Spongilla কোন পর্বের প্রাণী?

            উত্তর : Spongilla পরিফেরা পর্বের প্রাণী।

৯।          সিলোম কী?

            উত্তর : বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালি ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে।

১০।        নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্ব নাম কী ছিল?

            উত্তর : নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্ব নাম ছিল সিলেন্টারেটা।

১১।        উভচর প্রাণী কাকে বলে?

            উত্তর : যেসব মেরুদণ্ডী প্রাণী জীবনের প্রথম অবস্থায় পানিতে এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে তাদের উভচর প্রাণী বলে।

১২।        হাইড্রা কোন পর্বের প্রাণী?

            উত্তর : হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী।

১৩।        নেফ্রিডিয়া কী?

            উত্তর : অ্যানিলিডা পর্বের প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া।

১৪।        নটোকর্ড কী?

            উত্তর : নটোকর্ড হলো কর্ডাটা পর্বের প্রাণীদের একটি নরম, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ।

১৫।        পেস্ট কাকে বলে?

            উত্তর : প্রাণিজগতে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে ক্ষতিকর পোকাদের পেস্ট বলে।

১৬।        আরশোলার দেহের রক্তপূর্ণ গহ্বর কী নামে পরিচিত?

            উত্তর : আরশোলার দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।সাতদিনের সেরা