সন্ধি
বহু নির্বাচনী প্রশ্ন
১। বাংলা ব্যাকরণের কোন অংশে সন্ধি আলোচিত হয়?
ক) ধ্বনিতত্ত্বে খ) রূপতত্ত্বে
গ) শব্দতত্ত্বে ঘ) বাক্যতত্ত্বে
২। পাশাপাশি ধ্বনির মিলনকে বলে?
ক) একত্রীকরণ খ) সন্নিবেশ
গ) সমাস ঘ) সন্ধি
৩। সন্ধির প্রধান সুবিধা কী?
ক) পড়ার সুবিধা খ) লেখার সুবিধা
গ) উচ্চারণের সুবিধা ঘ) শোনার সুবিধা
৪।
বিজ্ঞাপন
ক) সু+আগত
খ) স্ব+আগত
গ) সা+আগত
ঘ) স্+আগত
৫। ‘পর্যন্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) পর্য+ন্ত খ) পরি+অন্ত
গ) পর্য+অন্ত ঘ) প+র্যন্ত
৬। বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৭। ‘দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক) দ্যুল+অক
খ) দ্যুল+ওক
গ) দীব+লোক
ঘ) দিব্+লোক
৮। উপরি+উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি?
ক) উপর্যুপরি
খ) উপর্যপরি
গ) উপরিউপরি
ঘ) পুনরপি
৯। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
ক) গবাক্ষ খ) সজ্জন
গ) মরূদ্যান ঘ) প্রত্যেক
১০। ‘তন্বী’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) তনু+নী খ) তনু+ঈ
গ) তন+নী ঘ) তনু+ই
১১। কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
ক) শুভেচ্ছা খ) পরিচ্ছদ
গ) অতএব ঘ) শিরঃপীড়া
১২। ঋ ভিন্ন অন্য স্বর পরে থাকলে ঋ স্থানে র হয় এবং কী হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়?
ক) ঋ-কার খ) রেফ
গ) হ-ফলা ঘ) র-ফলা
১৩। ত-এর পরে ল্ থাকলে ৎ স্থানে কোনটি হয়?
ক) উ খ) দ্ধ
গ) ল্ব ঘ) ল
১৪। কোন বানানটি ঠিক নয়?
ক) সান্ত্বনা খ) ব্রাহ্মণ
গ) দুরাবস্থা ঘ) গুঞ্জন
১৫। নীরব-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) নী+রব খ) নীঃ+রব
গ) নি+রব ঘ) নিঃ+রব
১৬। পতঞ্জলি-র সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) পতদ+অঞ্জলি খ) পতদ+অঞ্জলী
গ) পদ+অঞ্জলি
ঘ) পতৎ+অঞ্জলি
১৭। ‘বনস্পতি’-র সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বনঃ+পতি
খ) বন+স্পতি
গ) বনস+পতি
ঘ) বন+পতি
১৮। কোনটা নিয়মানুসারে সন্ধি হয় না?
ক) গায়ক খ) কুলটা
গ) পশ্চাধম ঘ) ণিজন্ত
১৯। ‘গায়ক’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) গা+অক খ) গৈ+অক
গ) গায়+ক ঘ) গা+য়ক
২০। ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মন+ঈসা খ) মনঃ+ইষা
গ) মনস্+ঈষা
ঘ) মনো+ইষা
২১। আ+আ=আ হয়—এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
ক) রত্নাকর খ) কথামৃত
গ) মহাশয় ঘ) প্রাণাধিক
২২। ঔ+উ=আব+উ এই সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটি?
ক) পাবক খ) নাবিক
গ) ভাবুক ঘ) গায়ক
২৩। কোনটি ‘অপত্য’ অর্থ প্রকাশ করে?
ক) মেধা+বিন = মেধাবী খ) গুরু+ষ্ণ = গৌরব
গ) মনু+ষ্ণ = মানব ঘ) পৃথিবী+ষ্ণ = পার্থিব
২৪। কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক) শব্দের মিলন খ) বর্ণের মিলন
গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন
২৫। ‘কৃষ্টি’ শব্দের ঠিক সন্ধি কোনটি?
ক) কৃ+ক্তি খ) কৃষ্+তি
গ) কৃঃ+তি ঘ) কৃষ+টি
২৬। অ+ই=এ হয়, এই সূত্রের কোনটিতে শব্দ হয়েছে?
ক) শুভেচ্ছা খ) যথেষ্ট
গ) মহেশ ঘ) পরমেশ
২৭। ‘কুঞ্ঝটিকা’ শব্দের অর্থ কী?
ক) কুয়াশা খ) অনুকার
গ) প্রভাময় ঘ) ব্রাহ্মমুহূর্ত
২৮। ‘বৃষ্টি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বৃস্+তি খ) বৃশ্+তি
গ) বৃষ্+তি ঘ) বৃষ+তি
২৯। সন্ধির ব্যবহার আছে কিন্তু সন্ধির নিয়মানুসারে নেই, তাকে কী সন্ধি বলে?
ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
৩০। পশু+অধম-এর শুদ্ধ সন্ধি কোনটি?
ক) পশ্বধর্ম খ) পশ্বাধম
গ) পশুধম ঘ) পশাধম
৩১। মূর্ধন্য শিশ্ ধ্বনি ষ-র পর অঘোষ মহাপ্রাণ ‘অ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক) ল্ম খ) ষ্ট
গ) ষ্ঠ ঘ) জ্ঞ
৩২। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
ক) ব্যঞ্জন সন্ধি
খ) বিসর্গ সন্ধি
গ) অনুস্বার
ঘ) স্বরসন্ধি
৩৩। ‘পুর্ণেন্দু’ কোন সন্ধি?
ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জন সন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
৩৪। ‘শীতার্ত’ শব্দটির ঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) শীত+ঋত
খ) শীত+আর্ত
গ) শিত+ঋত
ঘ) শিত+আর্ত
৩৫। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক) ষোড়শ খ) পুনরায়
গ) পরিষ্কার ঘ) মনোহর
৩৬। ‘কথাচ্ছলে’ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি?
ক) ব্যঞ্জন+স্বর খ) ব্যঞ্জন+ব্যঞ্জন
গ) স্বর+স্বর ঘ) স্বর+ব্যঞ্জন
৩৭। নিচের কোনটিতে কণ্ঠ্যধ্বনি ‘ক’-এর প্রভাবে ‘ম’ হয়েছে ‘ঙ’?
ক) শঙ্কা খ) সন্তাপ
গ) সঞ্চয় ঘ) সম্মান
৩৮। নিচের কোনটিতে বিসর্গ ‘ও’ হয়ে গেছে?
ক) নীরোগ খ) আরোগ্য
গ) তিরোধান
ঘ) ভৌগোলিক
৩৯। ই-কারের পর ঈ-কার মিলে যে ই-কার হয়, তার উদাহরণ কোনটি?
ক) দিলীশ্বর খ) রবীন্দ্র
গ) পরীক্ষা ঘ) অতীত
৪০। বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি?
ক) পরিষ্কার খ) পরস্পর
গ) পুরস্কার ঘ) কষ্টি
উত্তর : ১. ক ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ক ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. গ ২১. গ ২২. গ ২৩. গ ২৪. গ ২৫. খ ২৬. ক ২৭. ক ২৮. গ ২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. ঘ ৩৩. ক ৩৪. ক ৩৫. ক ৩৬. ঘ ৩৭. ক ৩৮. গ ৩৯. গ ৪০. খ।