kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

পঞ্চম শ্রেণি : শূন্যস্থান পূরণ প্রাথমিক বিজ্ঞান

সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ

৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকাদশ অধ্যায়

আবহাওয়া ও জলবায়ু

[পূর্ব প্রকাশের পর]

১১। আবহাওয়ার উপাদানগুলো হলো—তাপমাত্রা, ---, ---, ---, বৃষ্টিপাত ও বায়ুচাপ।

১২। --- হলো বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ।

বিজ্ঞাপন

১৩।   উত্তর-পূর্ব মৌসুমি বায়ু --- উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে।

১৪। বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের --- সম্মুখীন হই।

১৫। অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাই হলো ---।

১৬। অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ --- একবার দেখতে পাওয়া যায়।

১৭।   বর্ষাকালে বাংলাদেশের --- পানিতে তলিয়ে যায়।

১৮।   ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের --- পানির নিচে তলিয়ে যায়।

১৯। অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে --- দেখা দেয়।

     উত্তর :

     ১১। আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ ১২। আর্দ্রতা

     ১৩। শীতকালে ১৪। ক্ষতির  ১৫। তাপদাহ

     ১৬। শত বছরে

     ১৭। এক-পঞ্চমাংশ

     ১৮। দুই-তৃতীয়াংশ

     ১৯। খরা

 সাতদিনের সেরা