বহু নির্বাচনী প্রশ্ন
(‘কাবুলিওয়ালা’, ‘রোকেয়া সাখাওয়াত হোসেন’ ও ‘সেই ছেলেটি’ গদ্য তিনটি থেকে)
[পূর্ব প্রকাশের পর]
১৩। স্কুল ফাঁকি দেওয়া খারাপ কথাটি কে বলেছিল?
ক) মোমেন খ) সাবু
গ) মাস্টার
ঘ) আইসক্রিমওয়ালা
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সোহেল প্রতিবন্ধী শিশু বলে তার মা-বাবা তাকে স্কুলে পাঠাতে লজ্জাবোধ করেন। কিন্তু শিক্ষকের পরামর্শে সোহেলের মা-বাবা রাজি হন। এখন সে অন্য দশজনের মতো স্কুলে গিয়ে পড়াশোনা করে এবং বন্ধুদের সঙ্গে খেলাধুলাও করে।
বিজ্ঞাপন
১৪। উক্ত অনুচ্ছেদে শিক্ষকের মধ্যে ‘সেই ছেলেটি’ নাটিকায় বিশেষ শিশুদের প্রতি প্রকাশ পেয়েছে—
i. সহানুভূতি
ii. মমতাবোধ
iii. সকীর্ণতা
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। ‘সেই ছেলেটি’ নাটিকায় চরিত্র সংখ্যা কতটি?
ক) ৮টি খ) ৯টি
গ) ১০টি ঘ) ১১টি
উত্তর : ১৩. ঘ ১৪. ক ১৫. ক।