kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র

এইচএসসি প্রস্তুতি : সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

বিশ্বজিৎ দাস, সহকারী অধ্যাপক, দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর

৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেএইচএসসি প্রস্তুতি : সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

বহু নির্বাচনী প্রশ্ন 

১।         সমোষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি—

            ক) বৃদ্ধি পায়     খ) হ্রাস পায় 

            গ) পরিবর্তন হয় 

            ঘ) স্থির থাকে

২।          গ্যাসীয় অবস্থার এনট্রপি হলো—

            ক) কঠিনের চেয়ে কম 

            খ) তরলের চেয়ে কম 

            গ) কঠিন ও তরলের চেয়ে বেশি 

            ঘ) কঠিন ও তরলের চেয়ে কম

৩।         তাপগতিবিদ্যার প্রথম সূত্র—

            i. তাপ ও কাজ সম্পর্ক নির্দেশ করে 

            ii. শক্তির নিত্যতা প্রকাশ করে 

            iii. এটি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii              খ) i ও iii    গ) ii ও iii  ঘ) i, ii ও iii

৪।

বিজ্ঞাপন

        প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্র্রপি—

            ক) বৃদ্ধি পায় 

            খ) স্থির থাকে 

            গ) হ্রাস পায়      ঘ) শূন্য হয়

৫।         রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে—

            i. তাপ              ii. তাপমাত্রা  iii. এনট্রপি

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii     গ) ii ও iii    ঘ) i, ii ও iii

৬।         একটি স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহৃত হয় নিচের কোন স্কেলে?

            ক) সেলসিয়াস               খ) রোমার  গ) কেলভিন 

            ঘ) ফারেনহাইট

৭।         এনট্রপি পরিমাপ করে সিস্টেমের—

            ক) তাপমাত্রা    

            খ) অন্তঃস্থ শক্তি 

            গ) শৃঙ্খলা          ঘ) বিশৃঙ্খলা

৮।        যদি বায়ুপূর্ণ একটি বেলুন ফেটে যায়, প্রক্রিয়াটিতে—

            i. কাজ সম্পন্ন হয়েছে 

            ii. অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে গেছে 

            iii. এনট্রপির পরিবর্তন হয়েছে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii            খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

৯।         নিচের কোন প্রক্রিয়ায় এনট্রপি অপরিবর্তিত থাকে?

            ক) সমোষ্ণ       

            খ) রূদ্ধতাপীয় 

            গ) সম-আয়তন 

            ঘ) সমচাপ

১০।       এনট্রপি হলো—

            ক) শৃঙ্খলার পরিমাপ

            খ) শক্তির রূপান্তর ক্ষমতার পরিমাপ 

            গ) রূপান্তরের জন্য শক্তি পাওয়ার পরিমাপ

            ঘ) তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাপ

১১।       নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নিম্নোক্ত কোনটির ওপর নির্ভর করে না?

            ক) চাপ             খ) আয়তন  গ) তাপমাত্রা  ঘ) ভর

১২।       তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোনটির সংরক্ষণশীলতা নির্দেশ করে?

            ক) শক্তি            খ) চাপ 

            গ) চার্জ             ঘ) ভর

১৩।       দুটি বস্তুর ঘর্ষণের ফলে উৎপন্ন তাপের প্রক্রিয়াটি হলো—

            ক) প্রত্যাবর্তী 

            খ) অপ্রত্যাবর্তী 

            গ) রূদ্ধতাপীয় 

            ঘ) সমোষ্ণ

১৪।       তাপগতীয় চলক হলো—

            i. তাপমাত্রা      

            ii. আয়তন 

            iii. অভ্যন্তরীণ শক্তি

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii            খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

১৫।       রূদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কোনটি সঠিক?

            ক) সিস্টেমের ওপর কাজ সম্পন্ন হয় 

            খ) তাপমাত্রা স্থির থাকে 

            ঘ) অন্তঃস্থ শক্তি হ্রাস পায়  ঘ) তাপ বর্জিত হয়

১৬।      মহাবিশ্বে এনট্রপি—

            ক) ধ্রুবক          খ) শূন্য 

            গ) কমছে          ঘ) বাড়ছে

১৭।       তাপের যান্ত্রিক সমতার একক হলো—

            ক) ক্যালরি/গ্রাম 

            খ) জুল/ক্যালরি 

            গ) ক্যালরি/জুল 

            ঘ) জুল-ক্যালরি

১৮।      তাপ আপনা হতে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে প্রবাহিত হতে পারে না। এটি কোন সূত্রের বিবৃতি?

            ক) তাপগতিবিদ্যার প্রথম সূত্র 

            খ) তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র 

            গ) তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র 

            ঘ) তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র

১৯।       অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন—

            ক) বৃদ্ধি পায়     খ) হ্রাস পায়  গ) শূন্য হয়           ঘ) স্থির থাকে

২০।       কার্নোচক্রের চতুর্থ ধাপে সিস্টেমের এনট্রপি—

            ক) শূন্য হয়       খ) বৃদ্ধি পায়  গ) কমে যায় 

            ঘ) অপরিবর্তিত থাকে

২১।       কোন গ্যাসের জন্য রূদ্ধতাপীয় লেখ বেশি খাড়া?

            ক) মিথেন       

            খ) অক্সিজেন 

            গ) হিলিয়াম     

            ঘ) কার্বন ডাই-অক্সাইড

২২।        তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানা যায় না—

            ক) কাজ ও তাপের সম্পর্ক  খ) শক্তির সংরক্ষণশীল নীতি 

            গ) অভ্যন্তরীণ শক্তির ধারণা  ঘ) তাপ প্রবাহের অভিমুখ

২৩।       একটি তারের দৈর্ঘ্য অর্ধেক করলে এর রোধ—

            ক) অপরিবর্তিত থাকবে 

            খ) এক-চতুর্থাংশ হবে 

            গ) অর্ধেক হবে 

            ঘ) দ্বিগুণ হবে

২৪।       তড়িচ্চালক বলের একক কোনটি?

            ক) V     খ) A  

            গ) C     ঘ) Ω

২৫।       যে যন্ত্র রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে বলা হয়—

            ক) ভোল্টামিটার 

            খ) ভোল্টমিটার 

            গ) অ্যামিটার 

            ঘ) সরল ভোল্টা তড়িৎ কোষ

২৬।       একটি রোধের বিপরীত রাশিকে বলা হয়—

            ক) উষ্ণতার গুণাঙ্ক 

            খ) আপেক্ষিক রোধ 

            গ) পরিবাহিতা 

            ঘ) পরিবাহিতাঙ্ক

২৭।       কোন তারের রোধের মান সবচেয়ে বেশি?

            ক) মোটা ও ছোট 

            খ) সরু ও দীর্ঘ 

            গ) মোটা ও দীর্ঘ 

            ঘ) সরু ও ছোট

২৮।      যে যন্ত্রের সাহায্যে বিভব পতন পদ্ধতিতে বিভব পার্থক্য ও তড়িচ্চালক শক্তি পরিমাপ করা হয় তাকে কী বলে?

            ক) পোস্ট অফিস বক্স 

            খ) হুইটস্টোন ব্রিজ 

            গ) মিটার ব্রিজ 

            ঘ) পটেনশিওমিটার

২৯।       কোন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়?

            ক) ইস্পাত         খ) নিকেল  গ) কার্বন     ঘ) সোনা

৩০।       কোন নীতির ওপর ভিত্তি করে মিটার ব্রিজ তৈরি করা হয়?

            ক) ভরবেগের সংরক্ষণশীলতা নীতি 

            খ) শক্তির সংরক্ষণশীলতা নীতি 

            গ) হুইটস্টোন ব্রিজ নীতি 

            ঘ) তড়িৎ চার্জের সংরক্ষণশীলতা নীতি

 

উত্তর : ১. ঘ ২. গ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. ক ২০. ক ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০. গ।সাতদিনের সেরা