kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

পদার্থবিজ্ঞান প্রথম পত্র

এইচএসসি প্রস্তুতি : সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

বিশ্বজিৎ দাস, সহকারী অধ্যাপক, দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর

২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেএইচএসসি প্রস্তুতি : সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

অঙ্কন : মাসুম

বহু নির্বাচনী প্রশ্ন

১।        নিচের কোনটি ভেক্টর রাশি?

            ক) কাজ            খ) ক্ষমতা

            গ) ভর ঘ) ভরবেগ

২।         যখন কোনো ভেক্টরের কার্ল শূন্য হয় না, তখন ওই ভেক্টরকে বলে—

            ক) সংরক্ষণশীল ভেক্টর

            খ) অসংরক্ষণশীল ভেক্টর

            গ) অঘূর্ণনশীল ভেক্টর

            ঘ) চোঙাকৃতি ভেক্টর

৩।        কোনো ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে ভেক্টরটি হবে—

            ক) স্বাধীন ভেক্টর

            খ) বিপরীত ভেক্টর

            গ) সমরেখ ভেক্টর

            ঘ) নাল ভেক্টর

৪।        স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে—

            ক) ক্রস গুণন  খ) ডট গুণন গ) গ্রেডিয়েন্ট

            ঘ) ডাইভারজেন্স

৫।        লন রোলারের ক্ষেত্রে কোনটি সত্য?

            ক) টানার চেয়ে ঠেলা সহজ খ) ঠেলা বা টানার মধ্যে কোনো পার্থক্য নেই

            গ) ঠেলার চেয়ে টানা সহজ ঘ) কোনোটিই নয়

৬।        যখন কোনো কণার ওপর প্রযুক্ত টর্ক শূন্য হয়, তখন নিচের কোন রাশিটি ধ্রুবক হয়?

            ক) বল

            খ) কৌণিক ভরবেগ

            গ) রৈখিক ভরবেগ

            ঘ) বলের ঘাত

৭।        ঘূর্ণন গতির ক্ষেত্রে নিচের কোন রাশিটি ভরের ভূমিকা পালন করে?

            ক) টর্ক

            খ) জড়তার ভ্রামক

            গ) কৌণিক ভরবেগ

            ঘ) চক্রগতির ব্যাসার্ধ

৮।       অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংরক্ষিত থাকে—

            র. ভরবেগ        রর. গতিশক্তি ররর. স্থিতিশক্তি

            নিচের কোনটি সঠিক?

            ক) i      খ) ii

            গ) iii    ঘ) i ও iii

৯।        টর্কের একক হচ্ছে—

            ক) নিউটন       খ) জুল

            গ) নিউটন/মিটার

            ঘ) জুল/সেকেন্ড

১০।      মহাকর্ষ বল কার্যকর হয় যে কণার বিনিময়ের ফলে—

            ক) গ্রাভিটন      খ) মেসন

            গ) ফোটন         ঘ) নিউটন

১১।      রাস্তার ব্যাংকিং নির্ভর করে—

            i. বাঁকের ব্যাসার্ধের ওপর

            ii. গাড়ির ভরের ওপর

            iii. গাড়ির বেগের ওপর

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii      গ) ii ও iii ঘ) i, ii ও iii

১২।      সমকৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত—

            ক) কৌণিক বেগের সমানুপাতিক

            খ) কৌণিক বেগের বর্গের সমানুপাতিক

            গ) রৈখিক বেগের সমানুপাতিক

            ঘ) রৈখিক বেগের বর্গের ব্যস্তানুপাতিক

১৩।      টর্কের অপর নাম কী?

            ক) ঘর্ষণ বল

            খ) জড়তার ভ্রামক

            গ) ঘূর্ণন বল

            ঘ) কেন্দ্রমুখী বল

১৪।      রকেট উড্ডয়ন নিউটনের কোন সূত্রের ফল?

            ক) প্রথম সূত্র

            খ) দ্বিতীয় সূত্র

            গ) তৃতীয় সূত্র

            ঘ) ভরবেগের সংরক্ষণ সূত্র

১৫।      কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়?

            ক) মহাকর্ষ বল

            খ) তড়িৎ চৌম্বক বল

            গ) নিউক্লীয় বল

            ঘ) ঘাত বল

১৬।     ঘাত বল বলতে আমরা বুঝি—

            ক) বলের মান কম, ক্রিয়াকাল বেশি

            খ) বলের মান ও ক্রিয়াকাল সমান

            গ) বলের মান খুব বেশি, ক্রিয়াকাল কম

            ঘ) কোনোটিই নয়

১৭।      প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বলটি দায়ী?

            ক) মহাকর্ষ বল

            খ) সবল নিউক্লীয় বল

            গ) দুর্বল নিউক্লীয় বল

            ঘ) তড়িৎ চৌম্বকীয় বল

১৮।     সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত—

            ক) কৌণিক বেগের সমানুপাতিক

            খ) কৌণিক বেগের বর্গের সমানুপাতিক

            গ) রৈখিক বেগের সমানুপাতিক

            ঘ) রৈখিক বেগের বর্গের ব্যস্তানুপাতিক

১৯।      অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে বলে—

            ক) সংশক্তি বল

            খ) ঘূর্ণন বল  গ) তড়িৎ বল ঘ) ঘাত বল

২০।      নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী বল?

            ক) দুর্বল নিউক্লীয় বল

            খ) সবল নিউক্লীয় বল

            গ) মহাকর্ষ বল

            ঘ) তড়িৎ চুম্বকীয় বল

২১।      একটি গুলতির পাথর বা গুটির বেগ নির্ভর করে—

            i. গুলতির ভরের ওপর

            ii. গুলতির প্রসারণের ওপর iii. গুলতির গুটির ভরের ওপর

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                 খ) i ও iii    গ) ii ও iii            ঘ) i, ii ও iii

২২।       শক্তির একক কোনটি?

            ক) ওয়াট         

            খ) অশ্বক্ষমতা

            গ) জুল

            ঘ) জুল-সেকেন্ড

           

উত্তর : ১. ঘ ২. খ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. খ ৭. খ ৮. ক ৯. খ ১০. ক ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. খ   ২১. গ ২২. গ।সাতদিনের সেরা