kalerkantho

মঙ্গলবার । ৪ মাঘ ১৪২৮। ১৮ জানুয়ারি ২০২২। ১৪ জমাদিউস সানি ১৪৪৩

এইচএসসি প্রস্তুতি : সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেএইচএসসি প্রস্তুতি : সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র

দ্বিতীয় অধ্যায়

প্রাণীর পরিচিতি প্রতীক প্রাণী  ঘাসফড়িং

বহু নির্বাচনী প্রশ্ন

১।   ঘাসফড়িংয়ের ল্যাসিনিয়া পাওয়া যায় মুখোপাঙ্গের কোনটিতে?

     ক) ল্যাব্রাম   খ) ম্যান্ডিবল গ) ম্যাক্সিলা   ঘ) ল্যাবিয়াম

২।   কার্ডো কোন উপাঙ্গের অংশ?

     ক) ল্যাব্রাম    খ) ম্যান্ডিবল গ) ল্যাবিয়াম  ঘ) ম্যাক্সিলা

৩।   কোনটি ঘাসফড়িংয়ের স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে?

     ক) টিনিডিয়া   খ) ইন্টিমা    গ) অপারকুলাম

     ঘ) পেরিট্রিম

৪।   ঘাসফড়িংয়ের বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে?

     ক) ২ খ) ৫ গ) ৮ ঘ) ১০

৫।   কোনটি ঘাসফড়িংয়ের পায়ের অংশ?

     ক) এলিট্রা    খ) টেগমিনা   গ) কজ্জা     ঘ) সার্কি

৬।   প্রক্টোডিয়ামের অংশ নয় কোনটি?

     ক) গিজার্ড    খ) ইলিয়াম   গ) কোলন    ঘ) রেকটাম

৭।   ঘাসফড়িং পৌষ্টিক তন্ত্রের কোন অংশে খাদ্যবস্তু পেস্টে পরিণত হয়?

     ক) গলবিল   খ) অন্ননালি   গ) ক্রপ    ঘ) গিজার্ড

৮।   হাইপোগন্যাথাস কোন প্রাণীতে দেখা যায়?

     ক) রুই মাছ  খ) ঘাসফড়িং  গ) হাইড্রা    ঘ) যকৃত্কৃমি

৯।   প্রক্টোডিয়ামের অংশগুলো হলো—

            i. গিজার্ড                     ii. ইলিয়াম          iii. কোলন

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii

     গ) ii ও iii    ঘ) i, ii ও iii

১০। ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র—

            i. উন্মুক্ত প্রকৃতির    

            ii. শ্বাস রঞ্জকযুক্ত     iii. অ্যাওর্টা বিদ্যমান

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                     খ) i ও iii

     গ) ii ও iii         ঘ) i, ii ও iii

১১। হিমোলিম্ফ কী?

     ক) গ্রন্থি     খ) রক্ত     গ) হরমোন   ঘ) এনজাইম

১২। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রে কয়টি অস্ট্রিয়াম থাকে?

     ক) ২টি খ) ৭টি গ) ১৪টি     ঘ) ১৮টি

১৩। টিনিডিয়া ঘাসফড়িংয়ের কোন তন্ত্রে পাওয়া যায়?

     ক) পরিপাকতন্ত্র     

     খ) রেচনতন্ত্র  

     গ) শ্বসনতন্ত্র   ঘ) প্রজননতন্ত্র

১৪। ট্রাকিওলের বৈশিষ্ট্য হলো—

            i. শাখা-প্রশাখায় বিভক্ত

            ii. দেহকোষের কাছাকাছি অবস্থিত

            iii. টিস্যু রসে পূর্ণ

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) iও iii

     গ)ii ও iii     ঘ) i, ii ও iii

১৫। ঘাসফড়িংয়ের দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটে কোনটির সাহায্যে?

     ক) রক্ত     খ) হিমোসাইট

     গ) ট্রাকিওল   ঘ) প্লাজমা

১৬। ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ কোনটি?

     ক) ম্যান্ডিবল খ) ম্যাক্সিলা

     গ) মেসেন্টেরন

     ঘ) মালপিজিয়ান নালিকা

১৭। ওমাটিডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়?

     ক) কর্নিয়া   

     খ) রেটিনাল শিথ

     গ) ক্রিস্টালাইন কোণ  ঘ) র‌্যাবডোম

১৮। মৃদু আলোতে রেটিনাল সিথের রঞ্জক পদার্থ কোন দিকে সংকুচিত হয়?

     ক) কর্নিয়া   

     খ) ভিত্তি পর্দা

     গ) র‌্যাবডোম 

     ঘ) রেটিনুলার কোষ

১৯। ঘাসফড়িংয়ের ডিম্বাণু আবৃতকারী পাতলা পর্দাকে কী বলে?

     ক) ভিত্তি পর্দা

     খ) রঞ্জক পর্দা

     গ) ভাইটেলাইন পর্দা  ঘ) এপিথেলিয়াম পর্দা

২০। অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থাকে কী বলে?

     ক) লার্ভা     খ) নিম্ফ

     গ) ইমাগো   ঘ) পিউপা

২১। ঘাসফড়িং নিম্ফ থেকে পূর্ণাঙ্গে পরিণত হতে কতবার খোলস ত্যাগ করে?

     ক) ১ বার   খ) ৩ বার

     গ) ৫ বার   ঘ) ৭ বার

২২। নিচের কোনটি ঘাসফড়িংয়ের ক্ষেত্রে প্রযোজ্য?

     ক) ওমাটিডিয়ামে সম্পূর্ণ বিম্ব তৈরি হয়

     খ) রূপান্তরে নির্মোচনের সংখ্যা পাঁচ

     গ) রক্ত সংবহনতন্ত্র বদ্ধ

     ঘ) ট্রাকিওলে ইস্টিমা থাকে

২৩। ঘাসফড়িংয়ের রূপান্তরে সাহায্য করে—

            i. একডাইসন  

            ii. জুভেনাইল হরমোন

            iii. গোনাডোট্রপিক হরমোন

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                     খ) i ও iii

     গ) ii ও iii    ঘ) i, ii ও iii

     উত্তর : ১. গ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. ক ৭.ঘ ৮. খ ৯. গ ১০. খ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. গ।সাতদিনের সেরা