kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

এইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৭ মিনিটেএইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

অঙ্কন : শেখ মানিক

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

দ্বিতীয় অধ্যায় (প্রথম ভাগ)

দুতরফা দাখিলা পদ্ধতি

[পূর্ব প্রকাশের পর]

৪৬।  ভিত্তির দিক বিবেচনায় একতরফা দাখিলা পদ্ধতিকে বলা হয়—

            i. অবৈজ্ঞানিক  

            ii. অপরিবর্তনশীল     iii. অধিক ব্যয়সাপেক্ষ

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii                    গ) ii ও iii       ঘ) i, ii ও iii

৪৭।  বিংশ শতাব্দীতে যৌথ মূলধনী ব্যবসায়ের উৎপত্তি ঘটে। ফলে—

            i. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের জন্ম হয়

            ii. হিসাবব্যবস্থা পরিপক্বতা লাভ করে

            iii. দুতরফা দাখিলা পদ্ধতির প্রচলন ঘটে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                       খ) i ও iii                   গ) ii ও iii       ঘ) i, ii ও iii

৪৮। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দুতরফা দাখিলা পদ্ধতি হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্কৃষ্ট পদ্ধতি। এর মধ্য দিয়ে কারবারি যেকোনো লেনদেনকে—

            i. অর্থের মূল্যে পরিমাপ করা হয়

            ii. দ্বৈতসত্তায় প্রকাশ করা হয়

            iii. এক পক্ষে ডেবিট, অন্য পক্ষে অধিক অর্থ দ্বারা ক্রেডিট করা হয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii                     গ) ii ও iii        ঘ) i, ii ও iii

৪৯।  দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হচ্ছে—

            i. পণ্যের বিক্রয়মূল্য সহজে নির্ধারণ করা যায়

            ii. লেনদেনের পরিপূর্ণ হিসাব রাখা হয়

            iii. স্বল্প ব্যয়ে লেনদেনের হিসাব রাখা যায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                       খ) i ও iii                      গ) ii ও iii   ঘ) i, ii ও iii

৫০।  দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো—

            i. লেনদেনে দাতা ও গ্রহীতা থাকে

            ii. সমান অঙ্কের আদান-প্রদান করা হয়

            iii. ক্ষেত্রবিশেষে লেনদেনের এক পক্ষ হিসাবভুক্ত করা হয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                       খ) i ও iii                      গ) ii ও iii        ঘ) i, ii ও iii

৫১।  দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে প্রয়োজন—

            i. লোকবল

            ii. তুলনামূলক বেশি অর্থ

            iii. তাত্ত্বিক ও ব্যাবহারিক জ্ঞানসম্পন্ন ব্যক্তি

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                     খ) i ও iii                      গ) ii ও iii      ঘ) i, ii ও iii

৫২।  একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা অধিক সুবিধাজনক—

            i. ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানে ii. সাংস্কৃতিক উৎসবের হিসাব-নিকাশে

            iii. যেকোনো সমবায় সমিতিতে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii                      গ) ii ও iii   ঘ) i, ii ও iii

৫৩।  বর্তমানে সব ব্যবসায় প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়। এর কারণ হলো—

            i. লেনদেনের আংশিক হিসাব রাখা

            ii. গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করা

            iii. ভুল-ত্রুটি সহজে চিহ্নিত করা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                       খ) i ও iii                      গ) ii ও iii         ঘ) i, ii ও iii

৫৪।  দুতরফা দাখিলা পদ্ধতির নীতি হিসাবের বই হচ্ছে—

            i. ক্রয় বই

            ii. নগদান বই   iii. প্রাপ্য বিল বই

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                                        খ) i ও iii               গ) ii ও iii         ঘ) i, ii ও iii

৫৫।  দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি ও ক্রমোন্নতিতে সাহায্য করে—

            i. শিল্প বিপ্লব

            ii. ব্যাংক সমন্বয় আইন

            iii. বাণিজ্যিক ও কম্পানি আইনের উৎপত্তি

     নিচের কোনটি সঠিক?

     ক) i    খ) ii   গ) iii    ঘ) i ও iii

৫৬।  সম্পত্তিবাচক হিসাব ডেবিট হওয়া দ্বারা বোঝায় কারবারের—

            i. দায় বৃদ্ধি

            ii. সম্পত্তি বৃদ্ধি

            iii. দায় ও সম্পত্তি উভয়ই বৃদ্ধি

     নিচের কোনটি সঠিক?

     ক) i      খ) ii     গ) iii  ঘ) ii ও iii

৫৭।  ‘পাওনাদারকে প্রদান’ হিসাব সমীকরণে এর প্রভাব হলো—

            i. সম্পদ হ্রাস 

            ii. দায় হ্রাস  

            iii. সম্পদ বৃদ্ধি

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii          

     খ) i ও iii        

     গ) ii ও iii        

     ঘ) i, ii ও iii

৫৮।  বাকিতে কলকবজা ক্রয়ের ফলে—

            i. সম্পত্তি বৃদ্ধি পায়

            ii. দায় বৃদ্ধি পায়

            iii. A ও L অপরিবর্তিত থাকে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                     খ) i ও iii                     গ) ii ও iii        ঘ) i, ii ও iii

     নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     জনাব মোস্তাফিজ ১ জানুয়ারি ২০১৫ তারিখে নগদ ৫০,০০০ টাকা, ১০,০০০ টাকার সোফা সেট, ১০% ব্যাংকঋণ ২০,০০০ টাকা ও ৫,০০০ টাকার প্রদেয় হিসাব নিয়ে ব্যবসায় শুরু করলেন।

৫৯।  মালিকানাস্বত্বের পরিমাণ হবে—

     ক) ৩৫,০০০ টাকা   খ) ৫৫,০০০ টাকা

     গ) ৬০,০০০ টাকা   ঘ) ৭৫,০০০ টাকা

৬০।  জনাব মোস্তাফিজ ১০% ব্যাংকঋণ নেওয়ায় ব্যবসায়ের কোন হিসাব খাত প্রভাবিত হবে? 

     ক) মোস্তাফিজ হিসাব ও ১০% ব্যাংকঋণ হিসাব

     খ) মালিকানাস্বত্ব ও ১০% ব্যাংকঋণ হিসাব

     গ) ১০% ব্যাংকঋণ হিসাব

     ঘ) নগদান ও ১০% ব্যাংকঋণ হিসাব

     নিচের উদ্দীপকটি পড়ে ৬১ ও ৬২ নম্বর প্রশ্নের উত্তর

     দাও :

     মি. হিমেল ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৩০,০০০ টাকা, ১০% ব্যাংকঋণ ৪,০০০ টাকা এবং পণ্যদ্রব্য ৩,০০০ টাকা নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়—

     পণ্য ক্রয় ৮,০০০ টাকা

     আয়কর প্রদান ৩,০০০ টাকা

     এবং ধারে বিক্রয় ৪,০০০ টাকা

৬১।  জনাব হিমেলের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?

     ক) ২৯,০০০ টাকা   খ) ৩০,০০০ টাকা

     গ) ৩৩,০০০ টাকা   ঘ) ৩৭,০০০ টাকা

৬২।  ব্যাংকঋণ দিয়ে ব্যবসায় শুরু করায় হিসাব সমীকরণে কোন পরিবর্তনটি ঘটবে?  

     ক) মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে   খ) দায় বৃদ্ধি পাবে

     গ) মালিকানাস্বত্ব হ্রাস পাবে   ঘ) দায় হ্রাস পাবে  

     নিচের উদ্দীপকটি পড়ে ৬৩ ও ৬৪ নম্বর প্রশ্নের উত্তর

     দাও :

     মি. জামান নগদ ৫০,০০০ টাকা, ২০,০০০ টাকা ব্যাংকঋণ ও ৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন। সংশ্লিষ্ট বছরে কারবারের মুনাফা অর্জিত হয় ৩০,০০০ টাকা। তিনি কারবার থেকে ৩,০০০ টাকা নগদ উত্তোলন করেন এবং তাঁর ছেলের স্কুলের বেতন বাবদ ১,০০০ টাকা কারবার থেকে পরিশোধ করেন।

৬৩।  ছেলের বেতন প্রদানের ফলে হিসাব সমীকরণে প্রভাবিত হবে—

            i. মালিকানাস্বত্ব 

            ii. সম্পত্তি    

            iii. দায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      

     খ) i ও iii        

     গ) ii ও iii        

     ঘ) i, ii ও iii

৬৪।  ৩০,০০০ টাকা মুনাফা অর্জনের ফলে মি. জামানের কারবারে কী বৃদ্ধি পেয়েছে?

     ক) সম্পত্তি   

     খ) মালিকানাস্বত্ব

     গ) দায়    

     ঘ) উত্তোলন

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ৪৬. গ ৪৭. ক ৪৮. খ ৪৯. ক ৫০. ক ৫১. ঘ ৫২. ক ৫৩. গ ৫৪. ঘ ৫৫. ঘ ৫৬. খ ৫৭. ক ৫৮. ক ৫৯. ক ৬০. ঘ ৬১. গ ৬২. খ ৬৩. ক ৬৪. খ।সাতদিনের সেরা