kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

এসএসসি প্রস্তুতি : জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেএসএসসি প্রস্তুতি : জীববিজ্ঞান

চিত্র : মানব শ্বসনতন্ত্র

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

চতুর্থ অধ্যায়

জীবনীশক্তি

দ্বিতীয় অংশ

শ্বসন

১।   কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়?

     ক) সালোকসংশ্লেষণ    খ) শ্বসন     গ) ব্যাপন   ঘ) অভিস্রবণ

২।   উদ্ভিদকোষে ১ অণু গ্লুকোজ জারিত হয়ে কত অণু ATP উৎপন্ন হয়?

     ক) ৩৮ খ) ৩৬ গ) ৩২ ঘ) ২৪

৩।   সাইটোপ্লাজম সবাত শ্বসনের কোন কোন ধাপের সঙ্গে সম্পর্কযুক্ত?

     ক) ১ম ও ২য়     

     খ) ১ম ও ৩য়

     গ) ২য় ও ৩য়      ঘ) ৩য় ও ৪র্থ

৪। মাইটোকন্ড্রিয়া সবাত শ্বসনের কোন কোন ধাপের সঙ্গে সম্পর্কযুক্ত?

     ক) ১ম ও ২য়     

     খ) ১ম ও ৩য়

     গ) ২য় ও ৩য়      ঘ) ৩য় ও ৪র্থ

৫।   গ্লাইকোলাইসিস পর্যায়ে ATP-এর নিট উৎপাদন কত?

     ক) ৬ অণু    খ) ৮ অণু    গ) ১০ অণু   ঘ) ২৪ অণু

৬।   সবাত ও অবাত শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?

     ক) ক্রেবস চক্র     খ) অ্যাসিটাইল কো-এ গ) গ্লাইকোলাইসিস    ঘ) ইলেকট্রন প্রবাহতন্ত্র

৭।   অ্যাসিটাইল কো-এ কয় কার্বনবিশিষ্ট?

     ক) ৩-কার্বন    খ) ২-কার্বন গ) ৪-কার্বন    ঘ) ৬-কার্বন

৮।   সবাত শ্বসন অ্যাসিটাইল কো-এ উৎপাদিত বস্তু—

            i. FADH2         ii. NADH2       iii. CO2

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                       খ) ii ও iii    গ) i ও iii                    ঘ) i, ii ও iii

৯।   শ্বসন প্রক্রিয়ার কোন ধাপে ৪ অণু কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়?

     ক) গ্লাইকোলাইসিস    খ) অ্যাসিটাইল কো-এ

     গ) ক্রেবস চক্র      ঘ) ইলেকট্রন প্রবাহতন্ত্র

১০। সবাত শ্বসনের ক্রেবস চক্রে ১ অণু গ্লুকোজ থেকে নিট কতটি ATP উৎপন্ন হয়?

     ক) ২৪ খ) ১৮ গ) ৪ ঘ) ২

১১। ক্রেবস চক্রে উৎপন্ন হয়—

            i.৪ অণু CO2  

            ii. ২ অণু ATP 

            iii. ৬ অণু NADH+H+

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                     খ) ii ও iii      

     গ) i ও iii                    ঘ) i, ii ও iii

১২। 6NADH2 +2FADH2 +2GTP = কত ATP?

     ক) ২০ খ) ২৪

     গ) ৩০ ঘ) ৩৮

১৩। শ্বসন প্রক্রিয়ায় কোন ধাপে ৪ অণু কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়?

     ক) গ্লাইকোলাইসিস    খ) অ্যাসিটাইল কো-এ

     গ) ক্রেবস চক্র      ঘ) ইলেকট্রন প্রবাহতন্ত্র

১৪। স্যার হ্যানস ক্রেবস—

            i. প্রাণরসায়নবিদ

            ii. অণুজীববিদ

            iii. ইংরেজ বিজ্ঞানী

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii          খ) i ও iii         

     গ) ii ও iii        ঘ) i, ii ও iii

১৫। ১ অণু GTP থেকে কয়টি ATP উৎপন্ন হয়?

     ক) ১ খ) ২

     গ) ৩ ঘ) ৪

১৬। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্ব্বসন হয় তাতে—

            i. শ্বসনিক বস্তুর আংশিক জারণ হয়

            ii. বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়

            iii. ল্যাকটিক এসিড উৎপন্ন হয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii           খ) ii ও iii        

     গ) i ও iii          ঘ) i, ii ও iii

১৭। অবাত শ্বসন সম্পর্কে নিচের কোনটি সঠিক?

     ক) ৬ অণু পানি উৎপন্ন হয়

     খ) ল্যাকটিক এসিড উৎপন্ন হয়

     গ) ১ অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়    ঘ) ৩৮টি ATP উৎপন্ন হয়

১৮। অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে পরিণত করে—

     ক) কার্বন ডাই-অক্সাইড খ) হাইড্রোকার্বন

     গ) অ্যালকোহল      ঘ) ক্লোরোফর্ম

১৯। ইস্টের অবাত শ্বসনে কোনটি তৈরি হয়?

     ক) ইথাইল অ্যালকোহল ও অক্সিজেন

     খ) ল্যাকটিক এসিড ও কার্বন ডাই-অক্সাইড

     গ) পাইরুভিক এসিড ও পানি             ঘ) ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাই-অক্সাইড

২০। অবাত শ্বসনে কোনটি উৎপন্ন হয়?

     ক) C3H4O3              

     খ) C2H5OH

     গ) C6H12O6             ঘ) H2O

২১। ইস্টের শ্বসনে কতটি ATP তৈরি হয়?

     ক) ৩৮টি     খ) ২৪টি

     গ) ১০টি     ঘ) ২টি

     উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     সকালে নাশতার টেবিলে পাউরুটি খাওয়ার সময় জামাল তার বাবাকে জিজ্ঞেস করল, পাউরুটি ফুলে থাকে কেন? বাবা বললেন, ইস্টের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উৎপন্ন একটি বিশেষ গ্যাসের চাপে পাউরুটি ফুলে থাকে।

২২। উদ্দীপকের খাদ্যদ্রব্যটির ভেতরে ফাঁপার জন্য দায়ী কোনটি?

     ক) N2  খ) CO2

     গ) O2 ঘ) CH4

২৩। উপরোক্ত প্রক্রিয়ায়—

            i. গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়

            ii. ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়

            iii. সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                       খ) i ও iii         

     গ) ii ও iii      ঘ) i, ii ও iii

২৪। ফার্মেন্টেশনের মাধ্যমে—

            i. দধি তৈরি হয়

            ii. রুটি ফাঁপা হয়

            iii. পনির তৈরি হয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii        

     গ) ii ও iii            ঘ) i, ii ও iii

২৫। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শ্বসনের হার কমে যায়?

     ক) ১৫ব সে. খ) ২০ব সে.

     গ) ২৫ব সে. ঘ) ৩০ব সে.

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ ৭. খ ৮. খ ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. খ ২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. খ।সাতদিনের সেরা