kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

এসএসসি প্রস্তুতি : জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেএসএসসি প্রস্তুতি : জীববিজ্ঞান

অঙ্কন : প্রসূন

চতুর্থ অধ্যায়

জীবনীশক্তি

প্রথম অংশ

সালোকসংশ্লেষণ

১।   ATP-অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কী পরিমাণ শক্তি জমা থাকতে পারে?

     ক) ৬.৩ কিলোক্যালরি খ) ৭.৩ কিলোক্যালরি গ) ৮.৩ কিলোক্যালরি ঘ) ৯.৩ কিলোক্যালরি

২।   রিচার্জেবল ব্যাটারি বলা হয় কাকে?

     ক) ADP                      খ) AMP                     গ) ATP                      ঘ) NADPH2

৩।   পাতার কোন টিস্যুতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়?

     ক) মেসোফিল       খ) ক্লোরোফিল

     গ) জাইলেম টিস্যু          ঘ) ফ্লোয়েম টিস্যু

৪।   সালোকসংশ্লেষণ ঘটনের স্থান কোন টিস্যু?

     ক) জাইলেম     খ) ফ্লোয়েম গ) প্যারেনকাইমা          ঘ) স্ক্লেরেনকাইমা

৫।   সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে কারণ—

            i. প্রচুর সূর্যালোক পায়  ii. পাতায় ক্লোরোফিল থাকে    iii. মাটি থেকে পানি গ্রহণ করে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                       খ) i ও iii                      গ) ii ও iii        ঘ) i, ii ও iii

৬।   সালোকসংশ্লেষণের সময় কোন উপাদান থেকে অক্সিজেন নির্গত হয়?

     ক) গ্লুকোজ              খ) কার্বন ডাই-অক্সাইড গ) পানি        

     ঘ) পাইরুভিক এসিড

৭।   সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্য কোনটি?

     ক) অক্সিজেন ও পানি  খ) অক্সিজেন        গ) পানি     ঘ) শর্করা

৮।   সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হওয়ার প্রক্রিয়ার নাম হলো—

     ক) হাইড্রোলাইসিস    খ) ফটোফসফোরাইলেশন     গ) ফসফোরাইলেশন   ঘ) ফটোলাইসিস

৯।   সবুজ উদ্ভিদে কার্বন ডাই-অক্সাইড বিজারণে কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?

     ক) ৬টি খ) ৫টি গ) ৪টি ঘ) ৩টি

১০। কোনটি সবুজ উদ্ভিদে কার্বন ডাই-অক্সাইড বিজারণের গতিপথ নয়?

     ক) ক্যালভিন চক্র     খ) ওয়াটসন ও ক্রিক চক্র    গ) হ্যাচ ও স্ন্যাক চক্র

     ঘ) ক্রেসুলেসিয়ান এসিড বিপাক চক্র

১১। কোনটি C3 উদ্ভিদ?

     ক) আখ খ) ভুট্টা     গ) পাট     ঘ) মুথা ঘাস

১২। C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটি?

     ক) ল্যাকটিক এসিড   খ) পাইরুভিক এসিড

     গ) ফসফোগ্লিসারিক এসিড    ঘ) অক্সালো অ্যাসিটিক এসিড

১৩। ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার পান?

     ক) ১৯৬১    খ) ১৯৬২    গ) ১৯৬৩    ঘ) ১৯৬৪

১৪। কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক এসিড?

     ক) আম খ) আখ গ) কাঁঠাল    ঘ) জাম

১৫। নিচের কোনটির সালোকসংশ্লেষণ হার বেশি?

     ক) মুথা ঘাস 

     খ) অ্যামারন্থাস

     গ) দূর্বা ঘাস 

     ঘ) কচুরিপানা

১৬। C4 উদ্ভিদে একই সঙ্গে কী কী চক্র পরিচালিত হতে দেখা যায়?

     ক) ক্যালভিন চক্র     খ) হ্যাচ ও স্ন্যাক চক্র গ) হ্যাচ ও স্ন্যাক চক্র এবং ক্যালভিন চক্র

     ঘ) ক্রেসুলেসিয়ান এসিড বিপাক

১৭। কোনগুলো C4 উদ্ভিদ?

     ক) ভুট্টা, আখ, মুথা ঘাস    খ) ধান, মুথা ঘাস, আখ

     গ) গম, ভুট্টা, মুথা ঘাস    ঘ) ভুট্টা, ধান, গম

১৮। সালোকসংশ্লেষণ ভালো হয় আলোক বর্ণালির—

            i. লাল অংশে  

            ii. হলুদ অংশে 

            iii. কমলা অংশে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii           খ) i ও iii        গ) ii ও  iii      ঘ) i, ii ও iii

১৯। কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় না?

     ক) লাল     খ) সবুজ     গ) নীল     ঘ) বেগুনি

২০। পত্ররন্ধ্র কোন অবস্থায় বন্ধ হয়ে যায়?

     ক) বাতাসে CO2-এর পরিমাণ খুব বেশি বৃদ্ধি পেলে  

     খ) পাতায় পানির পরিমাণ বৃদ্ধি পেলে

     গ) বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে

     ঘ) বাতাসে সালফার ডাই-অক্সাইডের পরিমাণ ১% এর কম হলে

২১। ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি?

     ক) Zn             খ) Fe         গ) Na       ঘ) Mg

২২। সালোকসংশ্লেষণ কম হয়—

            i. কচি পাতায়             ii. বয়স্ক পাতায়  

            iii. মধ্যবয়সী পাতায়

     নিচের কোনটি সঠিক? 

     ক) i ও ii                      খ) i ও iii                     গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২৩। কোনটির উপস্থিতিতে সালোকসংশ্লেষণের ব্যাঘাত ঘটে?

     ক) নাইট্রোজেন খ) লোহা    গ) ম্যাগনেসিয়াম          ঘ) মিথেন

     নিচের তথ্যটি পড়ো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     গ্রীষ্মের দুপুরে প্রান্ত স্কুল থেকে বাসায় ফেরার পথে দেখল রাস্তার ডিভাইডারে কিছু গাছ লাগানো আছে। গাছগুলোর পাতা নিস্তেজ ও প্রচুর ধুলাযুক্ত।

২৪। গাছগুলোতে শর্করা তৈরির কোন উপাদানের অভাব রয়েছে?

     ক) কার্বন ডাই-অক্সাইড      খ) তাপমাত্রা       গ) পানি     ঘ) ক্লোরোফিল

২৫। প্রান্তর দেখা জীবগুলো যে রাজ্যের অন্তর্ভুক্ত, সেই রাজ্যটি—

            i. পরিবেশ ঠাণ্ডা রাখে  ii. ধোঁয়া নিয়ন্ত্রণ করে   

            iii. মানবসভ্যতা রক্ষা করে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii                    গ) ii ও iii        ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ক ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. গ ২৫. খ।সাতদিনের সেরা