kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

এইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেএইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

দ্বিতীয় অধ্যায় (দ্বিতীয় ভাগ)

হিসাবচক্র

[পূর্ব প্রকাশের পর]

৫৮।  হিসাবচক্রের সপ্তম ধাপে আয় বিবরণী প্রস্তুত করা হয়। এটি থেকে জানা যায়—

            i. অবচয় ধার্যের উদ্দেশ্য

            ii. ব্যবসায়ের নিট      লাভ-ক্ষতি

            iii. কারবারের আর্থিক ফলাফল

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

৫৯।  হিসাবচক্রের বৈশিষ্ট্য হচ্ছে—

            i. লেনদেন শ্রেণিবদ্ধভাবে লিখে রাখা

            ii. হিসাব কার্যাবলির ঘূর্ণায়মান অবস্থা

            iii. হিসাব ধাপের পর্যায় মেনে চলা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii                    গ) ii ও iii        ঘ) i, ii ও iii

৬০।  কারবারি প্রতিষ্ঠানে সমন্বয় দাখিলা প্রদানের উদ্দেশ্য হলো—

            i. লেনদেনের প্রয়োজনীয় সংযোজন করা

            ii. আর্থিক লেনদেনের অপ্রয়োজনীয় দফা বিয়োজন করা

iii. কারবারের প্রকৃত অবস্থা নির্ণয়ে লেনদেন সংশোধন করা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                       খ) i ও iii                      গ) ii ও iii      ঘ) i, ii ও iii

৬১.  ব্যবসায়ের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়—

            i. সমন্বিত রেওয়ামিলের মূলধন জাতীয় হিসাব দ্বারা 

            ii. খতিয়ান উদ্বৃত্ত জেরের তালিকা দ্বারা

            iii. সমন্বিত রেওয়ামিলের সম্পত্তি জাতীয় হিসাব দ্বারা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii                     গ) ii ও iii      ঘ) i, ii ও iii

৬২।  হিসাবচক্রের ঐচ্ছিক কাজ হলো—

            i. কার্যপত্র প্রস্তুত করা  ii. বিপরীত দাখিলা দেওয়া

            iii. সমাপনী উত্তর রেওয়ামিল প্রস্তুত করা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                                             খ) i ও iii           গ) ii ও iii        ঘ) i, ii ও iii

৬৩।  হিসাব খাতে সমন্বয় জাবেদা দাখিলা দেওয়ার উদ্দেশ্য হলো—

            i. হিসাবের দুদিক মেলানো

            ii. তথ্যাবলি সংযোজন করা

            iii. লেনদেন সংশোধন করা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                       খ) i ও iii                     গ) ii ও iii       ঘ) i, ii ও iii

৬৪।  হিসাবচক্রের পঞ্চম ধাপে সম্পন্ন করা হয়—

            i. ভুল সংশোধনী কাজ

            ii. সমন্বয় দাখিলা প্রদান কাজ

            iii. আর্থিক বিবরণী প্রস্তুতের কাজ

     নিচের কোনটি সঠিক?

     ক) ii     খ) iii  গ) i ও ii          ঘ) ii ও iii

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও :

     সুজন বিশ্বাস দীর্ঘদিন ধরে ‘নতুনধারা’ প্রতিষ্ঠানে কাজ করেন। মালিকের অত্যন্ত বিশ্বস্ত লোক হিসেবে তিনি প্রতিষ্ঠানের হিসাবপত্র যাচাই করেন। এ কাজে সুজন বিশ্বাস নির্দিষ্ট একটি দিন ঠিক করে পূর্বের হিসাব খাতার জের নিয়ে নতুন একটি হিসাব তৈরি করেন। উদ্দেশ্য হিসাবগুলো সঠিক কি না তা যাচাই করা।

৬৫।  ‘নতুনধারা’ প্রতিষ্ঠানে সুজন বিশ্বাস হিসাবচক্রের কোন কাজটি করে থাকেন?

     ক) খতিয়ানভুক্তকরণ   খ) সমন্বয় দাখিলা প্রদান

     গ) রেওয়ামিল প্রস্তুতকরণ     ঘ) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

৬৬।  সুজন বিশ্বাসের উক্ত কাজটি পরিচিত—

            i. ভুল সংশোধনী হিসাব নামে

            ii. সংক্ষিপ্তকরণ কাজ নামে

            iii. হিসাবচক্রের চতুর্থ ধাপ হিসেবে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii

     গ) ii ও iii        ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ৫৮. গ ৫৯. গ ৬০. ঘ ৬১. খ ৬২. ক ৬৩. গ ৬৪. গ ৬৫. গ ৬৬. গ।সাতদিনের সেরা