kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

এইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেএইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

বহু  নির্বাচনী  প্রশ্ন

দ্বিতীয় অধ্যায় (দ্বিতীয় ভাগ)

হিসাবচক্র

(গতকালের পর)

২৮.  কোনটি হিসাবচক্রের প্রথম ধাপ?

     (ক) জাবেদাভুক্তিকরণ  (খ) লেনদেন শনাক্তকরণ

     (গ) শ্রেণিবিন্যাসকরণ  (ঘ) সংক্ষিপ্তকরণ

২৯.  কোন ধারণার ভিত্তিতে হিসাব সংরক্ষণসংক্রান্ত প্রক্রিয়াগুলোর পুনরাবৃত্তি ঘটে?

     (ক) প্রতিষ্ঠানের কাজ অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে

     (খ) ব্যবসায়ের কাজ সর্বদাই বিলোপযোগ্য

     (গ) অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে

     (ঘ) হিসাবকালের শুরুতে বন্ধ হয়ে যাবে

৩০. হিসাবচক্রে ‘স্থানান্তরকরণ’ কাজ করে কোনটি?

     (ক) জাবেদা  (খ) খতিয়ান

     (গ) রেওয়ামিল (ঘ) চূড়ান্ত হিসাব   

৩১.  নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়—

     (ক) শুধু নগদ আয় ও ব্যয় দ্বারা

     (খ) শুধু প্রাপ্তি ও প্রদান দ্বারা

     (গ) যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান দ্বারা

     (ঘ) মূলধনজাতীয় নগদ প্রাপ্তি ও প্রদান দ্বারা

৩২.  হিসাবচক্রের কোন পর্যায়ে বিপরীত দাখিলা দেওয়া হয়?

     (ক) অষ্টম    (খ) নবম    (গ) দশম    (ঘ) একাদশ

৩৩.  কোন ধরনের প্রতিষ্ঠানে কার্যপত্র প্রস্তুত করতে দেখা যায়?

     (ক) নতুন ব্যবসায় প্রতিষ্ঠানে (খ) অধিক সমন্বয়যুক্ত প্রতিষ্ঠানে

     (গ) অংশীদারি কারবারি সংগঠনে     (ঘ) বহু শাখা বিপণিযুক্ত প্রতিষ্ঠানে

৩৪.  হিসাবচক্রে বিপরীত দাখিলা প্রয়োজন কেন?

     (ক) নতুন বছরের হিসাব খোলার জন্য

     (খ) সমাপনী মজুদ মূল্যায়নের জন্য

     (গ) নামিক হিসাব বন্ধ করার জন্য

     (ঘ) মূলধনজাতীয় দফার পরিবর্তনের জন্য

৩৫.  নিচের কোনটি হিসাবচক্রের ধাপ নয়?

     (ক) জাবেদা (খ) আর্থিক বিবরণী

     (গ) নগদ প্রবাহ বিবরণী     (ঘ) খতিয়ান

৩৬.  হিসাবচক্রের প্রথম ধাপে কোন ধরনের ঘটনাগুলোকে শনাক্ত করা হয়?

     (ক) অনার্থিক ঘটনা   (খ) ব্যক্তিগত ঘটনা

     (গ) আর্থিক ঘটনা    (ঘ) অবাস্তব ঘটনা   

৩৭.  হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় হিসাবচক্রের কোন ধাপে?   

     (ক) জাবেদাভুক্তকরণ  (খ) খতিয়ানভুক্তকরণ

     (গ) রেওয়ামিল প্রস্তুতকরণ    (ঘ) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

৩৮.  মালিকানাস্বত্ব বিবরণী প্রস্তুত করা হয় কেন?

     (ক) মোট লাভ জানার জন্য

     (খ) নিট লাভ জানার জন্য

     (গ) মালিকের দেনা-পাওনা জানার জন্য

     (ঘ) সম্পত্তি ও দায়ের পরিমাণ জানার জন্য

৩৯. হিসাবচক্রের ধাপ কয়টি?

     (ক) ৬টি     (খ) ৭টি     (গ) ৮টি     (ঘ) ১০টি

৪০.  হিসাবচক্রের ধাপগুলো কিভাবে আবর্তিত হয়?

     (ক) সমন্বিত পদ্ধতিতে (খ) শনাক্তকরণের দ্বারা

     (গ) চক্রবৃদ্ধি হারে    (ঘ) চক্রাকারে

৪১.  হিসাবচক্রে প্রারম্ভিক জাবেদার কাজ কী?

     (ক) লেনদেন খতিয়ানে স্থানান্তর করা

     (খ) আর্থিক বিবরণী প্রস্তুত

     (গ) মুনাফাজাতীয় ব্যয় বন্ধ

     (ঘ) পরবর্তী হিসাব বছর শুরু করা

৪২.  হিসাববিজ্ঞানের ধারাবাহিক কাজের প্রক্রিয়াকে কী বলা হয়?

     (ক) জাবেদা  (খ) খতিয়ান  (গ) রেওয়ামিল     (ঘ) হিসাবচক্র

৪৩.  ‘অবচয়’ হিসাব বইতে সমন্বয় সাধন করা হয়—

     (ক) বকেয়ার ধারণা অনুসারে

     (খ) দুই তরফার নিয়ম অনুসারে

     (গ) হিসাবের রক্ষণশীল ধারণা অনুুযায়ী

     (ঘ) আয়-ব্যয় সংযোগ নীতি অনুসারে

৪৪.  সমন্বিত রেওয়ামিলের আয়-ব্যয় জাতীয় দফা দ্বারা কোন হিসাব প্রস্তুত করা হয়?

     (ক) ক্রয় হিসাব     (খ) আর্থিক বিবরণী

     (গ) লাভ-লোকসান হিসাব    (ঘ) মালিকানাস্বত্ব হিসাব

৪৫.  নিচের কোনটি হিসাবচক্রের ধাপ নয়?

     (ক) জাবেদা  (খ) খতিয়ান  (গ) নগদান বই     (ঘ) রেওয়ামিল

৪৬.  হিসাবচক্রের ‘বিপরীত দাখিলার’ সঙ্গে ‘কার্যপত্রের’ সাদৃশ্য কোথায়?

     (ক) লেনদেনের ধরন একই হওয়ায়

     (খ) একই দিনে হিসাব প্রস্তুত করায়

     (গ) উভয় হিসাবেই বকেয়াভিত্তিক লেনদেন লিপিবদ্ধ করায়

     (ঘ) হিসাব প্রস্তুতে বাধ্যবাধকতা না থাকায়

৪৭.  সময়ের ভিত্তিতে হিসাবচক্রের ধাপকে কয় ভাগে বিভক্ত করা যায়?

     (ক) ২ ভাগে  (খ) ৩ ভাগে  (গ) ৪ ভাগে  (ঘ) ৫ ভাগে

৪৮.  নিচের কোনটি হিসাবচক্রের অংশ নয়?

     (ক) শনাক্তকরণ     (খ) সত্যতা যাচাইকরণ

     (গ) লিপিবদ্ধকরণ    (ঘ) শ্রেণিবিন্যাসকরণ

৪৯.  দেনাদার ও পাওনাদারের জেরের সমন্বয়ের দলিল হলো—

     (ক) বিক্রয় চালান    (খ) জাবেদা স্মারক

     (গ) ডেবিট ও ক্রেডিট মেমোরেন্ডাম   (ঘ) চেক বইয়ের দ্বি-নকল

৫০.  লেনদেনের সমন্বয় বা সংশোধনের দলিল কোনটি?

     (ক) ক্রয় চালান     (খ) জাবেদা ভাউচার

     (গ) ডেবিট ভাউচার   (ঘ) দ্বি-নকল পত্র

৫১.  সমন্বয় দাখিলার ইংরেজি প্রতিশব্দ কোনটি?

     (ক) Adjusting Entries     (খ) Optional Sheet

     (গ) Reversing Entry  (ঘ) Closing Entry

৫২. কোন দফাটি বকেয়া আয়ের অন্তর্ভুক্ত?

     (ক) বকেয়া বেতন    (খ) বকেয়া মজুরি

     (গ) প্রদেয় ভাড়া    (ঘ) বিনিয়োগের অনাদায়ী সুদ

৫৩.  হিসাবচক্রের অষ্টম ধাপে কোন কাজটি করা হয়?

     (ক) লেনদেন শনাক্তকরণ     (খ) রেওয়ামিল প্রস্তুতকরণ

     (গ) সমাপনী দাখিলা প্রদান   (ঘ) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

৫৪.  খতিয়ানে কোন ধরনের লেনদেনকে পৃথক শিরোনামে শ্রেণিবিন্যাস করা হয়?

     (ক) সমজাতীয় (খ) নগদানসংক্রান্ত

     (গ) মূলধনজাতীয়    (ঘ) সম অর্থসংক্রান্ত

৫৫.  সমাপনী উত্তর রেওয়ামিলে কোন হিসাব থাকে না?

     (ক) দায় হিসাব     (খ) নগদ হিসাব

     (গ) নামিক হিসাব    (ঘ) ব্যয় হিসাব

৫৬.  হিসাবচক্রে চলতি হিসাবকালের বকেয়া খরচ কিভাবে সমন্বয় করা হয়?

     (ক) সংশ্লিষ্ট হিসাব থেকে বিয়োগ করে

     (খ) মূলধনের সঙ্গে যোগ করে

     (গ) মনিহারি থেকে বাদ দিয়ে

     (ঘ) সংশ্লিষ্ট খরচের সঙ্গে যোগ করে

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ২৮.খ  ২৯.ক ৩০.খ ৩১.গ    ৩২.গ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.খ ৩৭.গ ৩৮.গ ৩৯.ঘ ৪০.ঘ ৪১.ঘ ৪২.ঘ ৪৩. ঘ ৪৪.গ ৪৫.গ ৪৬.ঘ ৪৭.খ   ৪৮.খ ৪৯.গ ৫০.খ ৫১.ক     ৫২.ঘ ৫৩.গ ৫৪.ক ৫৫.গ ৫৬.ঘ।সাতদিনের সেরা