kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

এইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেএইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

দ্বিতীয় অধ্যায় (দ্বিতীয় ভাগ)

হিসাবচক্র

১.   হিসাবচক্রের প্রথম ধাপে কোন ধরনের ঘটনাগুলোকে শনাক্ত করা হয়?

     (ক) অনার্থিক ঘটনা   (খ) ব্যক্তিগত ঘটনা

     (গ) আর্থিক ঘটনা    (ঘ) অবাস্তব ঘটনা   

২.   সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হয় কখন?

     (ক) রেওয়ামিল তৈরির পরে   (খ) চূড়ান্ত হিসাবের পরে

     (গ) সমন্বয় দাখিলার পরে    (ঘ) খতিয়ানের পরে

৩.   প্রত্যক্ষ খরচের হিসাবগুলো বন্ধ করার জন্য কোনটিকে ব্যবহার করা হয়?

     (ক) আয় বিবরণী     (খ) আর্থিক অবস্থার বিবরণী

     (গ) নগদ প্রবাহ বিবরণী হিসাব     (ঘ) মালিকানাস্বত্ব বিবরণী হিসাব

৪.   বিগত বছরের সমন্বয়গুলোর জের বন্ধ করার জন্য কোনটির প্রয়োজন?

     (ক) প্রারম্ভিক দাখিলা  (খ) সমন্বয় দাখিলা

     (গ) সমাপনী দাখিলা  (ঘ) বিপরীত দাখিলা

৫.   কোনটির মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা পায়?

     (ক) জাবেদা (খ) খতিয়ান   (গ) রেওয়ামিল (ঘ) সমন্বয়

৬.   আধুনিক হিসাবচক্রের দ্বিতীয় ধাপ কোনটি?     (ক) লেনদেন শনাক্তকরণ     (খ) জাবেদাভুক্তকরণ  (গ) খতিয়ানভুক্তকরণ (ঘ) রেওয়ামিল প্রস্তুতকরণ

৭.   হিসাবচক্রের প্রথম ধাপ—

     (ক) জাবেদা  (খ) লেনদেন শনাক্তকরণ

     (গ) খতিয়ান

     (ঘ) রেওয়ামিল

৮.   হিসাব পদ্ধতিগুলোর ধারাবাহিক কার্যক্রমকে হিসাবচক্র বলে। হিসাবচক্রের এ ধারাবাহিক কার্যক্রমটি শুরু হয়—

     (ক) ক্রয় বই তৈরির মাধ্যমে  (খ) জাবেদাভুক্তিকরণ থেকে

     (গ) খতিয়ান উদ্বৃত্ত নির্ণয় শেষে     (ঘ) আর্থিক বিবরণীর সময়

৯.   কারবারি প্রতিষ্ঠানে ‘ক্রয় চালান’ প্রস্তুত করা হয় কেন?

     (ক) নতুন সংশোধনী দাখিলা প্রদানের জন্য

     (খ) নগদ অর্থ বিতরণের তথ্য প্রদর্শনের জন্য

     (গ) পাওনাদার জেরের সমন্বয় সাধনের জন্য

     (ঘ) ক্রয়সংক্রান্ত লেনদেনের প্রমাণ রাখার জন্য

১০.  হিসাবচক্রের সর্বশেষ ধাপ কোনটি?

     (ক) কার্যপত্র প্রস্তুত   (খ) আর্থিক বিবরণী তৈরি

     (গ) সমাপনী দাখিলা  (ঘ) বিপরীত দাখিলা

১১.  কোনটির মাধ্যমে হিসাববিজ্ঞানের কার্যাবলির অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়? 

     (ক) হিসাবরক্ষণ     (খ) হিসাবচক্র (গ) চূড়ান্ত হিসাব    (ঘ) রেওয়ামিল

১২.  ‘সংক্ষিপ্তকরণ’ কোনটির মাধ্যমে করা হয়?

     (ক) জাবেদার (খ) খতিয়ানের

     (গ) রেওয়ামিলের    (ঘ) চূড়ান্ত হিসাবের

১৩.  ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তন কোনটি?

     (ক) কার্যপত্র প্রস্তুত   (খ) হিসাবচক্র

     (গ) সমন্বয় দাখিলা   (ঘ) দুতরফা পদ্ধতি

১৪.  কোনটির মধ্যে হিসাবচক্রের ধারাবাহিকতা রক্ষিত হয়েছে?

     (ক) জাবেদা, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র

     (খ) খতিয়ান, রেওয়ামিল, কার্যপত্র, সমাপনী দাখিলা

     (গ) রেওয়ামিল, কার্যপত্র, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা

     (ঘ) সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা

১৫.  তোমার দৃষ্টিতে হিসাবচক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটি?

     (ক) লেনদেন বিশ্লেষণ  (খ) জাবেদাভুক্তকরণ

     (গ) খতিয়ানে স্থানান্তরকরণ    (ঘ) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

১৬.  আর্থিক বিবরণী প্রস্তুত কাজ সহজতর করার জন্য বহুঘরবিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করা হয়। এটি হিসাবচক্রের কোন ধাপে করা হয়?

     (ক) প্রথম    (খ) চতুর্থ    (গ) ষষ্ঠ     (ঘ) নবম

১৭.  হিসাবচক্রের চতুর্থ ধাপে লেনদেনের কোন কাজটি করা হয়?

     (ক) লেনদেন পরিমাপকরণ    (খ) শ্রেণিবিন্যাসকরণ

     (গ) সঠিকতা যাচাই   (ঘ) ভুল সংশোধন

১৮.  সুদের সমন্বয় দাখিলা বিপরীত দাখিলায় স্থানান্তরের জন্য কোন হিসাবকে ডেবিট করা হয়?

     (ক) সুদ আয় হিসাব  (খ) অনুপার্জিত হিসাব

     (গ) বকেয়া বেতন হিসাব    (ঘ) অগ্রিম ভাড়া হিসাব

১৯.  সমাপনী দাখিলা দ্বারা কোন জাতীয় হিসাব লিপিবদ্ধ করা হয়?

     (ক) আয়বাচক (খ) দায়সংক্রান্ত

     (গ) মূলধনজাতীয়    (ঘ) নামিক হিসাব

২০.  আর্থিক বিবরণী প্রস্তুত করা হিসাবচক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর পূর্ববর্তী ধাপে কোন বিষয়টি প্রস্তুত করতে হয়?

     (ক) লেনদেন শনাক্তকরণ     (খ) রেওয়ামিল প্রস্তুতকরণ

     (গ) কার্যপত্র প্রস্তুত   (ঘ) সমন্বয় দাখিলা প্রদান

২১.  কমিশন পাওয়া গেল ৮,০০০ টাকা। এর দাখিলা হবে নগদান হিসাব-ডেবিট, কমিশন আয় হিসাব-ক্রেডিট।

     তুমি হিসাবচক্রের কোন ধাপে লেনদেনের এ বিশ্লেষণ কার্যটি করবে?

     (ক) দ্বিতীয় (খ) তৃতীয়     (গ) চতুর্থ   (ঘ) পঞ্চম 

২২. কারবারের অবশিষ্ট সম্পদ, দায় ও মালিকানাস্বত্বের জের নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু করা হয়। এর জন্য কোন হিসাব ধাপটি প্রস্তুত করা আবশ্যক?

     (ক) সমন্বয় সাধন    (খ) কার্যপত্র প্রস্তুত

     (গ) সমাপনী দাখিলা  (ঘ) সমাপনী উত্তর রেওয়ামিল

২৩.  বছরান্তে মুনাফাজাতীয় ব্যয় হিসাব বন্ধকরণে হিসাবচক্রের কোন ধাপ প্রয়োগ করা হয়?

     (ক) সমন্বয় দাখিলার  ধাপ   (খ) কার্যপত্র প্রস্তুতের ধাপ

     (গ) সমাপনী দাখিলার ধাপ   (ঘ) প্রারম্ভিক জাবেদার ধাপ

২৪. কোন দাখিলার মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষিত হয়?

     (ক) প্রারম্ভিক দাখিলা  (খ) সমন্বয় দাখিলা

     (গ) ভুল সংশোধনী দাখিলা   (ঘ) সমাপনী দাখিলা

২৫.  ‘Accounting Cycle’ শব্দের ‘Cycle’ দ্বারা কোনটিকে ইঙ্গিত করা হয়?

     (ক) লেনদেন খতিয়ানে স্থানান্তরকরণ

     (খ) হিসাবের শুদ্ধতা যাচাই

     (গ) বিশেষ প্রক্রিয়ার পুনরাবৃত্তি

     (ঘ) হিসাবকালে লেনদেন লিপিবদ্ধকরণ

২৬.  হিসাবচক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে?

     (ক) সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, খতিয়ান

     (খ) লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান

     (গ) লেনদেন শনাক্তকরণ, সমন্বয় জাবেদা, খতিয়ান

     (ঘ) সাধারণ জাবেদা, খতিয়ান, রেওয়ামিল

২৭.  হিসাবচক্রের প্রথম কাজটি কিসের মাধ্যমে শুরু হয়?

     (ক) নামিক হিসাবের তালিকা প্রণয়নের মাধ্যমে

     (খ) ভুল সংশোধনী জাবেদা দাখিলা প্রদানের মাধ্যমে

     (গ) লাভ-লোকসান হিসাব উপস্থাপনের মাধ্যমে

     (ঘ) লেনদেন চিহ্নিত ও পরিমাপকরণের মাধ্যমে

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ     ৬. গ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. ঘ।সাতদিনের সেরা