kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

এইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেএইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

অঙ্কন : শেখ মানিক

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

দ্বিতীয় অধ্যায় (প্রথম ভাগ)

দুতরফা দাখিলা পদ্ধতি

[পূর্ব প্রকাশের পর]

৩১।  দুতরফা দাখিলা পদ্ধতিতে নীতি হিসাবের দুই পক্ষ মিলে যায় কেন?

     ক) একপক্ষে অধিক পরিমাণ অর্থ লেখায়

     খ) মুনাফাজাতীয় লেনদেনগুলো বাদ দেওয়ায়

     গ) মূলধনকে উত্তোলনের সঙ্গে যোগ করায়

     ঘ) উভয় পক্ষে সমপরিমাণ অর্থ লিপিবদ্ধকরণের ব্যবস্থা থাকায়

৩২।  সুবিধা প্রদানকারী হিসাব কোনটি?

     ক) গ্রহীতা   

     খ) দাতা

     গ) বিনিয়োগকারী     ঘ) শিল্প মালিক

৩৩।  ভাড়া প্রদান করা হলো ১০,০০০ টাকা। এই লেনদেনে ভাড়া হিসাবকে ডেবিট করার কারণ কী?

     ক) খরচ হওয়ায়    

     খ) আয় বলে

     গ) দায় বিধায়

     ঘ) ক্ষতি হওয়ায়

৩৪।  ঊনবিংশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে?

     ক) ইতালিতে     খ) ইংল্যান্ডে

     গ) আফ্রিকায়

     ঘ) জার্মানিতে

৩৫।  ‘দুতরফা দাখিলা পদ্ধতিতে কার্য সম্পন্ন করতে বেশিসংখ্যক বই সংরক্ষণ করতে হয় এবং যোগ্যতাসম্পন্ন একাধিক লোক নিয়োগ করতে হয়।’ এটি দুতরফা দাখিলা পদ্ধতির—

     ক) সুবিধা   

     খ) মূলমন্ত্র

     গ) মূল বিষয় 

     ঘ) সীমাবদ্ধতা

৩৬।  যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন হয়, তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান সুবিধা পেলে ব্যক্তিবাচক হিসাব ডেবিট হয়। হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয়ের এ পদ্ধতির উদাহরণ কোনটি?

     ক) যন্ত্রপাতি নগদে ক্রয় করা হলো ৮,০০০ টাকা

     খ) অগ্রিম ভাড়া প্রদান করা হলো ৭,০০০ টাকা

     গ) আরিফকে ৩,০০০ টাকা প্রদান করা হলো

     ঘ) আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ৫০০০ টাকা

৩৭।  T-হিসাবের ডান দিকে লেখা থাকে—

     ক) Debit        

     খ) Credit       

     গ) Bill Payable            ঘ) Liabilities

৩৮।  আমেরিকান পরিভাষায় ‘পাওনাদারকে’ কী লেখা হয়?

     ক) প্রাপ্য হিসাব    

     খ) প্রদেয় হিসাব

     গ) প্রদেয় হুন্ডি

     ঘ) স্বত্বাধিকার

৩৯।  ১০,০০০ টাকার প্রদেয় হিসাব পূর্ণ নিষ্পত্তিতে ৯,৮৫০ টাকায় নিষ্পত্তি করা হলো। হিসাব সমীকরণে লেনদেনটির প্রভাব—

            i. সম্পত্তি হ্রাস পাবে

            ii. দায় হ্রাস পাবে

            iii. মালিকানাস্বত্ব হ্রাস পাবে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii         

     খ) ii ও iii       

     গ) i ও iii        

     ঘ) i, ii ও iii

৪০।  মালিকানাস্বত্বের উপাদান হলো—

            i. মূলধন

            ii. সঞ্চিতি    

            iii. উত্তোলন

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii          

     খ) i ও iii        

     গ) ii ও iii       

     ঘ) i, ii ও iii

৪১।  একটি দায় হ্রাস পেলে—    

            i. অন্য দায় বৃদ্ধি পায়  ii. মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়

            iii. সম্পত্তি হ্রাস পায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii          

     খ) i ও iii        

     গ) ii ও iii       

     ঘ) i, ii ও iii

৪২।  ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন হিসাব সমীকরণে—

            i. A উপাদান হ্রাস পাবে      ii. L উপাদান হ্রাস পাবে

            iii. E উপাদান হ্রাস পাবে

     নিচের কোনটি সঠিক?

     ক) i           খ) ii    

     গ) i ও ii               ঘ) i ও iii

৪৩।  হিসাব সমীকরণ হলো—

            i. A = L + D    

            ii. A = L + OE

            iii| A = L + C +             I ~ E ~ D)

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii          

     খ) ii ও iii       

     গ) i ও iii        

     ঘ) i, ii ও iii

৪৪।  নগদে পণ্য ক্রয় করা হলে হিসাব সমীকরণে A = L + OE এর উপাদান প্রভাবিত হবে—

            i. L     

            ii. A    

            iii. OE

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii          

     খ) ii ও iii        

     গ) i ও iii         

     ঘ) i, ii ও iii

৪৫।  দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হলো—    

            i. দাতা-গ্রহীতা দুটি পক্ষ থাকবে

            ii. দাতার হিসাব Cr. ও গ্রহীতার হিসাব Dr. হবে

            iii. ডেবিট টাকার অঙ্ক প্রায় ক্রেডিট টাকার সমান হয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii         

     খ) i ও iii         

     গ)ii ও iii         

     ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ৩১. ঘ ৩২. খ ৩৩. ক ৩৪. খ ৩৫. ঘ ৩৬. গ ৩৭. খ ৩৮. খ ৩৯. ক ৪০. ঘ ৪১. গ ৪২. ঘ ৪৩. খ ৪৪. খ ৪৫. ঘ।সাতদিনের সেরা