kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান

ফারহানা রহমান, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল খিলগাঁও, ঢাকা

১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেজ্ঞানমূলক প্রশ্ন

অধ্যায়-১২

জীবের বংশগতি ও বিবর্তন                 

১।         বংশগতিবিদ্যা কী?

            উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় সব প্রকার জীবের বংশগতি সম্পর্কে বিশদ আলোচনা ও গবেষণা করা হয়, তাকেই এককথায় বলা হয় বংশগতিবিদ্যা।

২।         লোকাস কী?

            উত্তর : ক্রমোজমের যে স্থানে জিন অবস্থান করে তাই লোকাস।

৩।         জিন কী?

            উত্তর : জীবের সব অদৃশ্য ও দৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককই হলো জিন।

৪।         প্রকট বৈশিষ্ট্য কী?

            উত্তর : মাতা-পিতা থেকে আগত যে বৈশিষ্ট্য প্রথম বংশধরে প্রকাশ পায়, সেই বৈশিষ্ট্যই হলো প্রকট বৈশিষ্ট্য।

৫।         DNA-এর গুরুত্ব লেখো।

            উত্তর : DNA-এর পূর্ণরূপ হলো—Deoxyribo Nucleic Acid.

৬।         ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কী?

            উত্তর : ডিএনএ টেস্টের বিজ্ঞানভিত্তিক এক ব্যাবহারিক পদ্ধতিই হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং।

৭।         DNA কী?

            উত্তর : DNA হলো ক্রমোজমে অবস্থিত দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন, যা বংশগতির রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে।

৮।         বিবর্তন কী?

            উত্তর : জীবের যে পরিবর্তন দ্বারা জটিল ও উন্নততর নতুন প্রজাতি বা জীবে উদ্ভব ঘটে, তাই হলো বিবর্তন।

৯।         সেক্স ক্রমোজম কী?

            উত্তর : যে ক্রমোজম জীবের লিঙ্গ নির্ধারণ করে তাই সেক্স ক্রমোজম।

১০।       নিউক্লিওটাইড কী?

            উত্তর : নিউক্লিওটাইড হলো নিউক্লিক এসিডের গাঠনিক একক।

১১।       প্রচ্ছন্ন জিন কাকে বলে?

            উত্তর : যে জিনের বৈশিষ্ট্য প্রথম বংশধর প্রকাশ পায় না, তবে দ্বিতীয় বংশধরে এক-চতুর্থাংশ জীবে প্রকাশ পায় তাকে প্রচ্ছন্ন জিন বলে।

১২।       কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা কী?

            উত্তর : কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা হলো এমন এক অবস্থা, যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না।

১৩।       বংশগতিবিদ্যা কী?

            উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্পর্কে আলোচনা করা হয় তাই বংশগতিবিদ্যা।

১৪।       থ্যালাসেমিয়া কী?

            উত্তর : থ্যালাসেমিয়া হলো রক্তের লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগ।

১৫।       RNA-এর পূর্ণরূপ কী?

            উত্তর : RNA-এর পূর্ণরূপ হলো Ribonucleic Acid.

১৬।       হোমোলোগাস ক্রমোজম কী?

            উত্তর : এক জোড়া প্রতিরূপ (অর্থাৎ একই রকম) ক্রমোজমই হোমোলোগাস ক্রমোজম।

১৭।       PCR অর্থ কী?

            উত্তর : Polymerase Chain Reaction-কে সংক্ষেপে PCR বলে।

১৮।       বিবর্তনবাদতত্ত্বের জনক কে?

            উত্তর : বিবর্তনবাদতত্ত্বের জনক চার্লস রবাট ডারউইন।

১৯।       পাইরিমিডিন কী?

            উত্তর : পাইরিমিডিন হলো DNA-এর নাইট্রোজেন বেইস, যা সাইটোসিস ও থায়ামিন দ্বারা গঠিত।

২০।       বংশগতি কাকে বলে?

            উত্তর : পিতা-মাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান-সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলে।

২১।       বংশগতিবিদ্যার জনক কে?

            উত্তর : বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল।

২২।       DNA কাকে বলে?

            উত্তর : সজীব কোষে অবস্থিত সৃজনশীল, পরিব্যক্তিক্ষম সব প্রকার জৈবিক কার্যের নিয়ন্ত্রক এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহককে DNA বলে ।

২৩।       RNA কাকে বলে?

            উত্তর : যে নিউক্লিক এসিডের পলিনিউক্লিওটাইড মনোমার এককগুলোতে গাঠনিক উপাদানরূপে রাইবোজ সুগার এবং অন্যতম বেইস হিসেবে ইউরাসিল থাকে তাকে RNA বলে।

২৪।       ফ্যাক্টর কী?

            উত্তর : জীবের একেকটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কোষীয় উপাদানকে ফ্যাক্টর বলে।

২৫।       প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী?

            উত্তর : কোনো জীবের জিনোটাইপে দুটি বিকল্প বৈশিষ্ট্যের সমাবেশ ঘটলে যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থেকে যায়, তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।

২৬।       কোন ধরনের থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়া বলা হয়?

            উত্তর : b-থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়া বলা হয়।

২৭।       a-থ্যালাসেমিয়া কী?

            উত্তর : a গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হলে তাকে a থ্যালাসেমিয়া বলে।

২৮।       বিবর্তনবাদতত্ত্বের জনক কে?

            উত্তর : বিবর্তনবাদতত্ত্বের জনক হচ্ছেন চার্লস রবার্ট ডারউইন।সাতদিনের সেরা