kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ

২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচতুর্দশ অধ্যায়

জনসংখ্যা

ও প্রাকৃতিক পরিবেশ

স ং ক্ষি প্ত  প্র শ্ন

 

[পূর্ব প্রকাশের পর]

৫।   ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

     উত্তর : ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন।

৬।   ১৯৭০ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

     উত্তর : ১৯৭০ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি ৬০ লাখ।

৭।   ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা কত গুণ বেড়েছে?

     উত্তর : ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ বেড়েছে।

৮।   জনসংখ্যার ঘনত্ব কিভাবে বের করা হয়?

     উত্তর : মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়।

৯।   বাংলাদেশের আয়তন কত?

     উত্তর : বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।

১০। অতিরিক্ত জনসংখ্যার ফলে কী সমস্যা হয়?

     উত্তর : অতিরিক্ত জনসংখ্যার ফলে মৌলিক চাহিদার ঘাটতি দেখা দেয়।

১১। অতিরিক্ত জনসংখ্যার ফলে সৃষ্ট দুটি সমস্যা লেখো।

     উত্তর : অতিরিক্ত জনসংখ্যার ফলে সৃষ্ট দুটি সমস্যা হলো—

     ক) চিকিৎসা ও শিক্ষার সুযোগ কমে যেতে পারে;

     খ) ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যেতে পারে।

১২। মানুষ কিভাবে পরিবেশ ধ্বংস করছে দুটি বাক্যে লেখো।

     উত্তর : মানুষ যেভাবে পরিবেশ ধ্বংস করছে তা দুটি বাক্যে নিচে দেওয়া হলো—

ক)   বাড়তি শস্য উৎপাদন ও পশু পালনের জন্য মানুষ বন উজাড় করছে;

     খ) বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে অধিক জমি ব্যবহার করছে।

১৩। অতিরিক্ত খাদ্য উৎপাদনের জন্য কৃষিক্ষেত্রে কী ব্যবহার করা হচ্ছে?

     উত্তর : অতিরিক্ত খাদ্য উৎপাদনের জন্য কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে।

১৪। কিভাবে বায়ু দূষিত হচ্ছে?

     উত্তর : কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশে যাওয়ার ফলে বায়ু দূষিত হচ্ছে।সাতদিনের সেরা