kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

নবম-দশম শ্রেণি : জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেব হু  নি র্বা চ নী  প্র শ্ন

একাদশ অধ্যায়

জীবের প্রজনন

 

১।   জননকোষ সৃষ্টির সময়—

            i. জনন মাতৃকোষ মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়

            ii. ক্রমোজম সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়

            iii. ক্রমোজম সংখ্যা জনন মাতৃকোষের দ্বিগুণ হয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii                    গ) ii ও iii        ঘ) i, ii ও iii

২।   কোনটি উদ্ভিদের প্রজনন অঙ্গ?

     ক) মূল খ) কাণ্ড     গ) ফুল     ঘ) পাতা

৩।   একটি আদর্শ ফুলের কয়টি অংশ?

     ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫

৪।   নিচের কোনটি বৃন্তহীন ফুল?

     ক) জবা     খ) হাতিশুঁড়   গ) কুমড়া    ঘ) ধুতুরা

৫।   নিচের কোনটি উভলিঙ্গ ফুল?

     ক) লাউ     খ) ধুতুরা    গ) কুমড়া    ঘ) হাতিশুঁড়

৬।   ফুলের গর্ভপত্রের অংশ নয় কোনটি?

     ক) পরাগধানী  খ) গর্ভমুণ্ড   গ) গর্ভদণ্ড    ঘ) গর্ভাশয়

৭।   কোন ফুলে একগুচ্ছবিশিষ্ট পরাগ দণ্ড থাকে?

     ক) জবা     খ) ধুতুরা    গ) শিমুল    ঘ) মটর

৮।   কোন ফুলে দ্বিগুচ্ছবিশিষ্ট পরাগ দণ্ড থাকে?

     ক) জবা     খ) মটর     গ) শিমুল    ঘ) আম

৯।   বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদে?

     ক) জবা     খ) মটর     গ) শিমুল    ঘ) আম

১০। Epipetalous পুংস্তবক নিচের কোনটি?

     ক) জবা     খ) শিমুল    গ) ধুতুরা    ঘ) মটর

১১। নিয়ত পুষ্পমঞ্জরি পাওয়া যায়—

     ক) আম খ) রজনীগন্ধা গ) সরিষা    ঘ) সূর্যমুখী

১২। পরাগায়ণের পূর্বশর্ত কী?

     ক) ফুল উৎপাদন   

     খ) বীজ উৎপাদন   

     গ) ফল ও বীজ উৎপাদন    ঘ) ফুল ও বীজ উৎপাদন

১৩। স্ব-পরাগায়ণ ঘটে কোন ফুলে?

     ক) ধুতুরা    খ) শিমুল    গ) পেঁপে    ঘ) কুমড়া

১৪। নিচের কোনটিতে পরপরাগায়ণ ঘটে?

     ক) ধুতুরা    খ) সরিষা    গ) শিমুল    ঘ) কুমড়া

১৫। রনি দেখল, ছোট ছোট পাখি শিমুলগাছের ফুলের এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়াচ্ছে। রনির দেখা গাছটির বীজ থেকে উৎপন্ন চারা—

            i. বেশি জীবনী শক্তিসম্পন্ন

            ii. হুবহু মাতৃউদ্ভিদের মতো

            iii. সহজে পরিবেশের সঙ্গে খাপ খায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii          গ) ii ও iii             ঘ) i, ii ও iii

১৬। নিচের কোনটি বায়ুপরাগী ফুল?

     ক) কচু খ) সরিষা    গ) কুমড়া    ঘ) ধান

১৭। পতঙ্গ পরাগী ফুল—

            i. আকারে বড় হয়    ii. গর্ভমুণ্ড আঠালো    iii. রঙিন ও মুধগ্রন্থিযুক্ত

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                     খ) i ও iii                     গ) ii ও iii        ঘ) i, ii ও iii

১৮। পতঙ্গ পরাগী ফুল নিচের কোনটি?

     ক) জবা     খ) শিমুল    গ) কদম     ঘ) কচু

১৯। পুং পুষ্পের বৃন্ত ছোট থাকে কোন পরাগী ফুলে?

     ক) বায়ু     খ) প্রাণী     গ) পানি     ঘ) পতঙ্গ

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     আদনানের বাবা একজন শিক্ষক। তিনি তাঁদের বাড়িতে সদ্য ফোটা শিমুল ফুল দেখিয়ে পরাগায়ণ সম্পর্কে ব্যাখ্যা করলেন।

২০। উদ্দীপকের ফুলের পরাগায়ণের মাধ্যম কোনটি?

     ক) বায়ু     খ) পাখি     গ) পতঙ্গ    ঘ) পিঁপড়া

২১। উদ্দীপকের ফুলে পরাগায়ণের ক্ষেত্রে—

            i. বাহকের ওপর নির্ভর করতে হয়    

            ii. প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়

            iii. পরাগরেণু কম লাগে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                      খ) i ও iii                      গ) ii ও iii    ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. গ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. ক ৭. ক ৮. খ ৯. গ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. ক।সাতদিনের সেরা