kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

জ্ঞা ন মূ ল ক প্র শ্ন

সপ্তম শ্রেণি - বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

৫ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেসপ্তম শ্রেণি - বিজ্ঞান

এয়োদশ অধ্যায়

প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ

 

১।        এসিড বৃষ্টি কী?

            উত্তর : নাইট্রোজেন ও সালফারের অক্সাইডসহ বিভিন্ন অক্সাইড বৃষ্টির পানির সঙ্গে মিশে পানিকে এসিডযুক্ত করে। এই এসিডযুক্ত পানি ভূপৃষ্ঠে বৃষ্টিরূপে পতিত হলে তাকে এসিড বৃষ্টি বলে।

২।         দূষণ কী?

            উত্তর : পরিবেশের যেকোনো অস্বাভাবিক অবস্থা, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে তাই দূষণ।

৩।        পানিদূষণের জন্য মূলত দায়ী কে?

            উত্তর : পানিদূষণের জন্য মানুষই মূলত দায়ী।

৪।        বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ বা কুয়াশা সৃষ্টি হয়?

            উত্তর : ট্রপোমণ্ডল স্তরে মেঘ বা কুয়াশা সৃষ্টি হয়।

৫।        দূষক কী?

            উত্তর : কিছু ক্ষতিকারক উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। এদের দূষক বলা হয়।

৬।        পরিবেশের প্রধান উপাদান কয়টি?

            উত্তর : পরিবেশের প্রধান উপাদান ২টি। জীব ও জড় উপাদান।

৭।        বায়ুদূষণ কী?

            উত্তর : বায়ুর স্বাভাবিক গঠন পরিবর্তন এবং বায়ুতে ক্ষতিকর ও বিষাক্ত পদার্থের সংমিশ্রণ ঘটলে তাকে বায়ুদূষণ বলে।

৮।       প্রাকৃতিক পরিবেশ কী?

           

 

            উত্তর : আমাদের চারপাশের জড় ও জীবকে নিয়ে তৈরি হওয়া পরিবেশই প্রাকৃতিক পরিবেশ।

 

৯।        অ্যালুমিনিয়ামের মাটির সঙ্গে মিশতে কত সময় লাগে?

            উত্তর : অ্যালুমিনিয়ামের মাটির সঙ্গে মিশতে ১০০ বছর সময় লাগে।

১০।      ঈঋঈ-এর পূর্ণরূপ কী?

            উত্তর : ঈঋঈ-এর পূর্ণরূপ হলো ক্লোরোফ্লোরো কার্বন।

১১।      জৈব পদার্থ কাকে বলে?

            উত্তর : উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ বিশ্লিষ্ট হয়ে ইউরিয়া ও হিউমাস তৈরি করাকে জৈব পদার্থ বলে।

১২।      দূষণ কী?

            উত্তর : পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে পরিবর্তনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যখন মানুষসহ অন্যান্য জীবের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় তাই দূষণ।

১৩।      মাটিদূষণের অন্যতম কারণ কী?

            উত্তর : মাটিদূষণের অন্যতম কারণ হচ্ছে মাটিতে বর্জ্যের পরিমাণ বেড়ে যাওয়া।

১৪।      দূষিত পানি পান করলে কী কী রোগ হয়?

            উত্তর : দূষিত পানি পান করলে আমাশয়, ডায়রিয়া, কলেরা, জন্ডিস, টাইফয়েড ইত্যাদি রোগ হয়।

১৫।      ওজোন স্তর ক্ষতিগ্রস্তের জন্য দায়ী কে?

            উত্তর : ওজোন স্তর ক্ষতিগ্রস্তের জন্য দায়ী ক্লোরোফ্লোরো কার্বন অর্থাৎ সিএফসি গ্যাস।

১৬। Pollution কী?

            উত্তর : কিছু ক্ষতিকারক উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। একে Pollution বলা হয়।

১৭।      মাটিদূষণ কী?

            উত্তর : মাটির স্বাভাবিক অবস্থার পরিবর্তনকেই মাটিদূষণ বলে।

১৮। মাটিদূষণের ফলে কী ঘটে?

            উত্তর : মাটিদূষণের ফলে জমির উর্বরতা হ্রাস পায়।সাতদিনের সেরা