kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

২ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসপ্তম অধ্যায়

পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব

জ্ঞা ন মূ ল ক  প্র শ্ন

১।        পদার্থ কী?

            উত্তর : যা জায়গা দখল করে, যার ওজন আছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে এমন সবই পদার্থ।

২।         স্ফুটনাঙ্ক কী?

            উত্তর : যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকেই ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়।

৩।        সাধারণ লবণের গলনাঙ্ক কত?

            উত্তর : সাধারণ লবণের গলনাঙ্ক ৮০১ ডিগ্রি সেলসিয়াস।

৪।        পানি কয়টি অবস্থায় থাকতে পারে?

            উত্তর : পানি তিনটি অবস্থায় থাকতে পারে।

৫।        পানির গলনাঙ্ক কত?

            উত্তর : পানির গলনাঙ্ক শূন্য (০০) ডিগ্রি সেলসিয়াস।

৬।        শীতলীকরণ কী?

            উত্তর : কোনো বস্তুর তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াই হলো শীতলীকরণ।

৭।        আয়তন কী?

            উত্তর : কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটিই ওই বস্তুর আয়তন।

৮।       গলনাঙ্ক কাকে বলে?

            উত্তর : যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয়, ওই তাপমাত্রাকে পদার্থের গলনাঙ্ক বলে।

৯।        তাপ পরিবাহিতা কাকে বলে?

            উত্তর : কোনো বস্তুর তাপ পরিবহন করার ক্ষমতাকে ওই বস্তুর তাপ পরিবাহিতা বলে।

১০।      মোমের ফ্রিজিং পয়েন্ট কত?

            উত্তর : মোমের ফ্রিজিং পয়েন্ট ৫৭ ডিগ্রি সেলসিয়াস।

১১।      প্লাস্টিক কোন ধরনের পদার্থ?

            উত্তর : প্লাস্টিক এক ধরনের অধাতব পদার্থ।

১২।      দৃঢ়তা কী?

            উত্তর : বল প্রয়োগে কোনো বস্তুর আকার পরিবর্তন না হওয়ার ধর্মকে দৃঢ়তা বলে।

 

১৩।      বিদ্যুৎ পরিবাহিতা কী?

            উত্তর : কোনো বস্তুর বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতাই তার বিদ্যুৎ পরিবাহিতা।

১৪।      আঘাতে ঝনঝন আওয়াজ করে কোন পদার্থ?

            উত্তর : আঘাতে ঝনঝন আওয়াজ করে ধাতব পদার্থ।

১৫।      গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কিসের ওপর নির্ভরশীল?

            উত্তর : গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আন্তঃ আণবিক শক্তির ওপর নির্ভরশীল।