kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেব হু  নি র্বা চ নী  প্র শ্ন

সপ্তম অধ্যায়

মানবাধিকার

স ং ক্ষি প্ত  প্র শ্ন

১।   জাতিসংঘ কখন ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’ আনুমোদন করেছে?

     উত্তর : জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ‘মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র’ আনুমোদন করেছে।

২।   মানবাধিকার কী?

     উত্তর : জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সকল দেশের সকল মানুষের সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার।

৩।   মানুষ হিসেবে তোমার কিছু অধিকার রয়েছে। এমন তিনটি মানবাধিকার সম্পর্কে    লেখো।

     উত্তর :

     তিনটি মানবাধিকার নিচে দেওয়া হলো—

     ক) সমাজে সবার সমান মর্যাদার অধিকার;

     খ) শিক্ষা গ্রহণের অধিকার;

     গ) নারী-পুরুষ সমান অধিকার।

৪।   কেউ মানবাধিকারবিরোধী কাজ করলে কী করা উচিত?

     উত্তর : কেউ মানবাধিকারবিরোধী কাজ করলে প্রতিবাদ করা উচিত।

৫।   হঠাৎ কেউ তোমাকে আক্রমণ করল, তুমি তখন প্রতিবাদ করলে। এটা কোন ধরনের অধিকার?

     উত্তর : এটা নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার।

৬। অটিস্টিক শিশুরা কী সমস্যায় আক্রান্ত?

     উত্তর : অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত।

৭।   অটিজম কোন ধরনের রোগ?

     উত্তর : অটিজম হলো মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা।

৮।   অটিস্টিক শিশুর দুটি বৈশিষ্ট্য লেখো।

     উত্তর :      অটিস্টিক শিশুর দুটি বৈশিষ্ট্য হলো—

     ক) অন্যের স্পর্শে তারা আঁতকে ওঠে;

     খ) তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল।

৯।   অটিস্টিক শিশুরা কোন কোন প্রতিভার অধিকারী হয়?

     উত্তর : অটিস্টিক শিশুরা কিছু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন—ছবি আঁকা, অঙ্ক করা বা গান গাওয়া।