kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

ষষ্ঠ শ্রেণি : বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেচতুর্থ অধ্যায়

উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য

১।   সপুষ্পক উদ্ভিদ কী?

     উত্তর : যেসব উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা থাকে এবং যাদের ফুল, ফল ও বীজ হয় সেগুলোই সপুষপক উদ্ভিদ। যেমন—আম, জাম ইত্যাদি।

২।   মূল কাকে বলে?

     উত্তর : মূল হলো উদ্ভিদের পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশ, যা সাধারণত মাটির নিচে অবস্থান করে।

৩।   মূলরোম কাকে বলে?

     উত্তর : উদ্ভিদের মূলের মূলরোম অঞ্চলে উৎপন্ন অসংখ্য সূক্ষ্ম রোমকে মূলরোম বলে।

৪।   কোন উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয়?

     উত্তর : আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয়।

৫।   মূলত্র কী?

     উত্তর : মূলের শেষ প্রান্তের টুপির মতো অংশটি হলো মূলত্র।

৬।   পত্রকক্ষ কাকে বলে?

     উত্তর : কাণ্ডের সঙ্গে পাতা যে কোণ উৎপন্ন করে তাকে পত্রকক্ষ বলে।

৭।   পর্ব কী?

     উত্তর : কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বলে।

৮।   বিটপ কী?

     উত্তর : উদ্ভিদের যে অংশ ভ্রূণমুকুল থেকে উৎপন্ন হয়, তাই বিটপ।

৯।   র‌্যাকিস বলতে কী বোঝো?

     উত্তর : যৌগিক পাতার অণুফলক বা পত্রকগুলো যে দণ্ডে সাজানো থাকে তাই র‌্যাকিস।

১০। আদর্শ পাতা কাকে বলে?

     উত্তর : যে পাতায় তিনটি অংশ, যথা—পত্রমূল, বৃন্ত ও পত্রফলক থাকে তাকে আদর্শ পাতা বলা হয়।

১১। একবীজপত্রী উদ্ভিদ বলতে কী বোঝো?

     উত্তর : যেসব উদ্ভিদের একটি বীজপত্র থাকে তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে।

১২। ট্রেইলার কী?

     উত্তর : যেসব কাণ্ড মাটির ওপরে ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মূল বের হয় না, তাই ট্রেইলার বা শয়ান।

১৩। পত্রফলক কী?

     উত্তর : পত্র বৃন্তের ওপরে চ্যাপ্টা সবুজ অংশটি হলো পত্রফলক।

১৪। বিষমপৃষ্ঠ পাতা কাকে বলে?

     উত্তর : যেসব গাছের পাতা চ্যাপ্টা, সবুজ এবং মাটির সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে, তাকে বিষমপৃষ্ঠ পাতা বলে।

১৫। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে?

     উত্তর : যেসব উদ্ভিদের বীজে দুইটি বীজপত্র থাকে তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে।

১৬। শীর্ষ মুকুল কাকে বলে?

     উত্তর : কাণ্ড ও শাখার অগ্রভাগে যে মুকুল জন্মে তাকে শীর্ষ মুকুল বলে।

১৭। আরোহিণী কাণ্ড কোন উদ্ভিদে দেখা যায়?

     উত্তর : বেত, শিম, পান ইত্যাদিতে আরোহিণী কাণ্ড দেখা যায়।

১৮।  পত্রমূল কাকে বলে?

     উত্তর : পাতার যে অংশ কাণ্ড বা শাখা-প্রশাখার গায়ে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে।

১৯। সরলপত্রের প্রধান শিরাকে কী বলে?

     উত্তর : সরলপত্রের প্রধান শিরাকে মধ্য শিরা বলে।

২০। যৌগিক পত্র কাকে বলে?

     উত্তর : যে পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরসপর থেকে আলাদাভাবে অণুফলক সৃষ্টি করে তাকে যৌগিক পত্র বলে। যেমন—নিম।সাতদিনের সেরা