kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

জ্ঞা ন মূ ল ক প্র শ্ন

ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

২৬ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতৃতীয় অধ্যায়

উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন

১।        নিউক্লিয়াস কী?

            উত্তর : জীব কোষের প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তু, যা কোষের সব শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তা-ই নিউক্লিয়াস।

২।         কোষ কী?

            উত্তর : জীবদেহের গঠন ও কাজের একক হলো কোষ।

৩।        বর্ণাধার বা প্লাস্টিড কী?

            উত্তর : স্ট্রোমা ও গ্রানাসমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা আবৃত সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণুই হলো প্লাস্টিড বা বর্ণাধার।

৪।        কোষঝিল্লি কী?

            উত্তর : সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বলে।

৫।        সাইটোপ্লাজম কী?

            উত্তর : প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে অর্ধতরল যে অংশটি পাওয়া যায় তাই সাইটোপ্লাজম।

৬।        প্রোটোপ্লাজম কী?

            উত্তর : জীবকোষের মধ্যে অবস্থিত জেলির ন্যায় থকথকে আধা তরল জীবিত বস্তুই হলো প্রোটোপ্লাজম।

৭।        কোষের কোন অঙ্গকে শক্তির আধার বলে?

            উত্তর : মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির আধার বলে।

৮।       কোষগহ্বর কী?

            উত্তর : কোষের ভেতরের ফাঁকা স্থানকে বলা হয় কোষগহ্বর।

৯।        আদি কোষ কী?

            উত্তর : যে কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয় তাই আদি কোষ।

১০।      কে কোষ আবিষ্কার করেন?

            উত্তর : রবার্ট হুক কোষ আবিষ্কার করেন।

১১।      ক্লোরোপ্লাস্ট কাকে বলে?

            উত্তর : সবুজ রঙের প্লাস্টিড, যা উদ্ভিদের খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে তাকে ক্লোরোপ্লাস্ট বলে।

১২।      দেহকোষ কী?

            উত্তর : যে কোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে তাই দেহকোষ।

১৩।      জননকোষ কী?

            উত্তর : জীবের প্রজননে অংশ নেয় এমন কোষ হলো জননকোষ।

১৪।      প্রকৃত কোষ কী?

            উত্তর : যে কোষের নিউক্লিয়াস আবরণ দ্বারা আবৃত থাকে তাকেই বলা হয় প্রকৃত কোষ।

১৫।      নিউক্লিয়াসের আকার কিরূপ হয়?

            উত্তর : নিউক্লিয়াস গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকারও হয়।

১৬।     নিউক্লিওলাস কী?

            উত্তর : নিউক্লিয়াসের ভেতর বিন্দুর ন্যায় অতিক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সঙ্গে লেগে থাকে তাই নিউক্লিওলাস।

১৭।      জীবের বৈশিষ্ট্য বহন করে কোন অঙ্গাণু?

            উত্তর : জীবের বৈশিষ্ট্য বহন করে ক্রোমাটিন তন্তু।সাতদিনের সেরা