kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

এইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

২১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৮ মিনিটেএইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

দ্বিতীয় অধ্যায় (পঞ্চম ভাগ)

খতিয়ান

[পূর্ব প্রকাশের পর]

১৬।  সম্পত্তিবাচক হিসাবের ডেবিট ব্যালান্স দ্বারা বোঝানো হয়—

     i. আসবাবপত্র, যন্ত্রপাতি জাতীয় হিসাবকে

     ii. সংশ্লিষ্ট সম্পত্তির মোট পরিমাণকে

     iii. কারবারের মূলধনজাতীয় লাভকে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii      খ) i ও iii     গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৭।  বিক্রয় জাবেদার প্রতিটি দফার জন্য একটি করে এন্ট্রির প্রয়োজন হয়—

     i. প্রাপ্য হিসাব (দেনাদার) খতিয়ানে

     ii. দেয় হিসাব (পাওনাদার) খতিয়ানে

     iii. সহকারী খতিয়ানে

     নিচের কোনটি সঠিক?

     ক) i  খ) ii

     গ) iii ঘ) i ও iii

১৮।  গ্রাহকদের ব্যক্তিগত হিসাবসমূহ পাওয়া যায়—

     i. সাধারণ খতিয়ানে   ii. সহকারী খতিয়ানে

     iii. প্রদেয় হিসাব খতিয়ানে

     নিচের কোনটি সঠিক?

     ক) i  খ) ii

     গ) iii ঘ) ii ও iii

১৯।  খতিয়ান সংরক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো—

     i. ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয় করা

     ii. হিসাবের ভুলত্রুটি ধরা ও তা সংশোধন করা

     iii. হিসাবের স্থায়ী সংরক্ষণ করা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii       খ) i ও iii     গ) ii ও iii     ঘ) i, ii ও iii

২০।  খতিয়ানের সম্মিলিত ক্রেডিট দিকের যোগফল অবশ্যই সমান হবে—

     i. পূর্বের বছরের মূলধনের

     ii. সম্মিলিত ডেবিট দিকের যোগফলের

     iii. ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তের পার্থক্যের

     নিচের কোনটি সঠিক?

     ক) i  খ) ii

     গ) iii ঘ) i ও ii

২১।  খতিয়ানের চলমান জের ছকের সুবিধা হলো—

     i. ব্যবসায়ীকে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সহায়তা করে

     ii. এটি ব্যবসায় পরিকল্পনা তৈরি সহজতর করে

     iii. প্রত্যেক হিসাবের ব্যালান্স সব সময় পাওয়া যায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i     খ) iii   গ) i ও ii       ঘ) i, ii ও iii

২২।  T-ছকের সঙ্গে আধুনিক ছকের পার্থক্য—

     i. দুটি টাকার ঘর আর চারটি টাকার ঘরে

     ii. দুটি বিবরণীর ঘর আর একটি বিবরণীর ঘরে

     iii. দুটি খতিয়ান পৃষ্ঠা ও একটি খতিয়ান পৃষ্ঠায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i     খ) ii    গ) iii    ঘ) i, ii ও iii

২৩।  ব্যালান্সিং বা উদ্বৃত্ত করতে গেলে—

     i. সনাতন পদ্ধতিতে বি/ডি ও সি/ডি নির্ণয় করতে হয়

     ii. আধুনিক পদ্ধতিতে হিসাবের ডেবিট ও ক্রেডিট টাকা একই ঘরে লিখতে হয়

     iii. আধুনিক পদ্ধতিতে বি/ডি ও সি/ডি করার দরকার নেই

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii      খ) ii ও iii     গ) i ও iii     

     ঘ) i, ii ও iii

২৪।  লেনদেনগুলোকে সংক্ষিপ্ত ও শ্রেণিবদ্ধভাবে খতিয়ানে লিখলে—

     i. একনজরে সব তথ্য পাওয়া যায়

     ii. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়

     iii. আর্থিক ফলাফল সম্পর্কে অবগত হওয়া যায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i     খ) ii    গ) i ও ii       ঘ) i ও iii

২৫।  ‘Pay-in-Slip’ বলতে বোঝায়—

     i. ব্যাংকে টাকা জমাকালে ক্যাশিয়ারের নিকট থেকে পাওয়া কাগজ

     ii. ব্যাংক থেকে টাকা ওঠানোর সময় ক্যাশিয়ারকে প্রদত্ত জমা বই

     iii. ব্যাংকে হিসাব খোলার প্রমাণপত্র

     নিচের কোনটি সঠিক?

     ক) i     খ) ii    গ) iii     ঘ) ii ও iii

২৬।  জনাব রহিম একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায় প্রতিষ্ঠানে সংরক্ষিত বিভিন্ন হিসাবের জের প্রতিনিয়ত পেতে চান। এ জন্য তিনি—

     i. T ছক খতিয়ান পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন

     ii. চলমান জের ছক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন

     iii. সনাতন ছক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন

     নিচের কোনটি সঠিক?

     ক) i     খ) ii    গ) i ও ii      ঘ) i, ii ও iii

২৭।  একজন ব্যবসায়ী খতিয়ান বই অবশ্যই তৈরি করবে। কেননা—

     i. এটি লেনদেনকে সংক্ষিপ্ত করে

     ii. এটি ব্যবসায়ের নির্ভরযোগ্য ও সঠিক তথ্য সরবরাহ করে

     iii. এটি কারবারের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজন পড়ে

     নিচের কোনটি সঠিক?

     ক) i     খ) ii    গ) iii    ঘ) ii ও iii

২৮।  জনাব রওনক তাঁর ব্যবসায়ের পণ্য নগদে বিক্রয় করেন ৪০,০০০ টাকা এবং ধারে বিক্রয় করেন ৮০,০০০ টাকা। বিক্রয় হিসাবের জের হবে—

     i. ৪০,০০০ টাকা   

     ii. ৮০,০০০ টাকা

     iii. ১,২০,০০০ টাকা

     নিচের কোনটি সঠিক?

     ক) i     খ) ii    গ) iii    ঘ) i ও ii

২৯।  জনাব রাফি নগদ ৫৫,০০০ টাকা ও ৭৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। সাকিবের নিকট পণ্য বিক্রয় ৩,০০০ টাকা, ভাড়া প্রদান করা হলো ৫,০০০ টাকা। নগদান হিসাবের জের হবে—

     i. ৫৮,০০০ টাকা   

     ii. ৫৩,০০০ টাকা

     iii. ৫০,০০০ টাকা

     নিচের কোনটি সঠিক?

     ক) i     খ) ii    গ) iii    ঘ) ii ও iii

৩০।  পূর্ববর্তী হিসাবকাল থেকে বর্তমান হিসাবকালে আনীত বোঝাতে ব্যবহৃত হয়—

     i. b/d    ii. b/f    iii. c/f

     নিচের কোনটি সঠিক?

     ক) i  খ) ii

     গ) iii  ঘ) i ও ii

৩১।  খতিয়ানকে সব বইয়ের ‘রাজা’ বলার কারণ হলো—

     i. খতিয়ানের বিচরণ ক্ষেত্র ও কার্যক্ষমতা সর্বত্র

     ii. খতিয়ান হচ্ছে সাহায্যকারী বই ও সব দাখিলার গন্তব্যস্থল

     iii. খতিয়ানের মাধ্যমে কারবারের নিট লাভ নির্ণীত হয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i       খ) ii গ) i ও ii         ঘ) iii

৩২।  খতিয়ান একটি গুরুত্বপূর্ণ হিসাব বই। কারণ—

     i. খতিয়ান দুতরফা দাখিলাকে বাস্তব রূপ প্রদান করে

     ii. ভুলত্রুটি উদঘাটন করে

     iii. রেওয়ামিল প্রস্তুতে সাহায্য করে

     নিচের কোনটি সঠিক?

     ক) i     খ) i ও ii গ) ii ও iii       ঘ) i, ii ও iii

৩৩।  খতিয়ানের জের টানা বা উদ্বৃত্তকরণ বলতে—

     i. ডেবিট ও ক্রেডিটের অন্তরফল বের করাকে বোঝায়

     ii. নির্দিষ্ট সময়ে হিসাবের ডেবিট ও ক্রেডিটের পার্থক্যকে বোঝানো হয়

     iii. হিসাব খাতের যেদিকে টাকার অঙ্ক কম থাকে, সেদিকে পার্থক্যের সমপরিমাণ টাকা বসিয়ে উভয় দিকের সমতা বিধানকে বোঝায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i     খ) ii    গ) iii    ঘ) ii ও iii

৩৪।  ধারে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা, নগদে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা এবং জমি বিক্রয় ৫০,০০০ টাকা। এ ক্ষেত্রে যেসব খতিয়ান করতে হবে তা হলো—

     i. দেনাদার, পাওনাদার, নগদ ও জমি

     ii. দেনাদার, বিক্রয়, নগদ ও জমি

     iii. পাওনাদার, নগদ, জমি ও দেনাদার

     নিচের কোনটি সঠিক?

     ক) i     খ) ii    গ) iii    ঘ) i ও iii

৩৫।  কারবারে চলমান জের ছক ব্যবহার করার মাধ্যমে—

     i. ব্যবসায়ের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নির্ণয় করা যায়

     ii. কারবারের সময়, শ্রম ও কাগজের সাশ্রয় হয়

     iii. সামগ্রিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা যায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii      খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii

৩৬।  কারবারের আয়-ব্যয় সংক্রান্ত খরচ হলো—

     i. বেতন হিসাব

     ii. অবচয় হিসাব     iii. মজুরি হিসাব

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii      খ) i ও iii     গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৩৭।  নামিক হিসাবের আয় ও লাভ জাতীয় হিসাবগুলো ক্রেডিট ব্যালান্স প্রকাশ করে। এর উদাহরণ হলো—

     i. প্রাপ্ত বাট্টা

     ii. বিক্রয় হিসাব

     iii. অবচয় হিসাব

     নিচের কোনটি সঠিক?

     ক) ii     খ) iii   গ) i ও ii      ঘ) র ও রii

৩৮। মোট ধারে ক্রয় খতিয়ান হিসাবে মাসের কোন তারিখে ডেবিট করা হয়?

     ক) প্রথম তারিখে

     খ) লেনদেন সংঘটিত হওয়ার তারিখে

     গ) মাসের শেষ তারিখে

     ঘ) পরের মাসের প্রথম তারিখে

৩৯।  হিসাবনিকাশ সংক্রান্ত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হিসাব বই কোনটি?

     ক) খতিয়ান  

     খ) রেওয়ামিল

     গ) প্রারম্ভিক  

     ঘ) সমাপনী

৪০।  খতিয়ানে আয় বা লাভ জাতীয় হিসাবগুলো সর্বদা নির্দেশ করে—

     ক) ডেবিট ব্যালান্স    খ) ক্রেডিট ব্যালান্স

     গ) প্রারম্ভিক ব্যালান্স  ঘ) সমাপ্তি ব্যালান্স

৪১।  খতিয়ানের ছকে ঘরের সংখ্যা—

     ক) ৮টি খ) ৯টি গ) ১০টি     ঘ) ১২টি

৪২।  খতিয়ানের আধুনিক চলমান জের ছকে কয়টি টাকার ঘর থাকে?

     ক) তিনটি    খ) চারটি    গ) পাঁচটি    ঘ) ছয়টি

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. খ ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. গ ২৯. গ ৩০. ঘ ৩১. গ ৩২. ঘ ৩৩. গ ৩৪. খ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. গ ৩৯. ক ৪০. খ ৪১. ক ৪২. খ।