kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

এসএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

১৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেব হু  নি র্বা চ নী  প্র শ্ন

দশম অধ্যায়

আর্থিক বিবরণী

১।   কোনটি পরোক্ষ পরিচালন আয়? 

     ক) বিক্রয়          খ) বেতন 

     গ) প্রদত্ত কমিশন     ঘ) বাট্টা প্রাপ্তি  

২।   প্রদত্ত বাট্টা বিশদ আয় বিবরণীতে কী হিসেবে দেখানো হয়?

     ক) পরিচালন আয়     খ) পরিচালন ব্যয়

     গ) অপরিচালন আয়         ঘ) অপরিচালন ব্যয় 

     নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

     একটি ব্যবসায় প্রতিষ্ঠানের জামি ও দালান ৫,০০,০০০ টাকা,বিনিয়োগ ৩,০০,০০০ টাকা, প্রদেয় খরচ ১১,০০০ টাকা, পাওনাদার ১২,০০০ টাকা, প্রাপ্য সুদ ১,৮০০ টাকা, মূলধন ৪,০০,০০০ টাকা।

৩। প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ কত?

     ক) ৭,০১,৮০০ টাকা       খ) ৮,০০,০০০ টাকা

     গ) ৮,০১,৮০০ টাকা       ঘ) ১২,০০,০০০ টাকা 

৪।   প্রতিষ্ঠানটির চলতি দায় হলো— 

            i. প্রদেয় খরচ 

            ii. প্রাপ্য সুদ    

            iii. পাওনাদার 

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   

     খ) i ও iii  

     গ) ii ও iii  

     ঘ) i, ii ও iii  

৫।   কোনটি অন্যান্য ব্যয়?

     ক) মজুরি          খ) বেতন

     গ) সুদ      ঘ) ক্রয়

৬।   বিশদ আয় বিবরণীর ১ম ধাপের ফলাফল কোনটি?

     ক) নিট বিক্রয়      

     খ) নিট ক্রয়

     গ) মোট মুনাফা    ঘ) নিট মুনাফা 

৭।   কুঋণ সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে আর্থিক বিবরণীতে দেনাদার থেকে বাদ দিতে হয়?

     ক) রক্ষণশীলতার নীতি খ) ক্রয়মূল্য নীতি

     গ) বকেয়া ধারণা নীতি      ঘ) ব্যাবসায়িক সত্তা নীতি  

৮।   ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি কোনটি?

     ক) খতিয়ান  

     খ) বিশদ আয় বিবরণী 

     গ) আর্থিক বিবরণী         ঘ) আর্থিক অবস্থার বিবরণী 

৯।   বিশদ আয় বিবরণীর মাধ্যমে কী জানা যায়?

     ক) লাভ          খ) ক্ষতি  

     গ) লাভ-ক্ষতি      

     ঘ) সম্পত্তির পরিমাণ 

১০। স্থায়ী সম্পদের বৈশিষ্ট্য হলো—

            i. দীর্ঘ আয়ুষ্কাল        

            ii. অধিক ব্যয়সাপেক্ষ 

            iii. মুনাফা অর্জনে নিয়োজিত

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   

     খ) i ও iii       

     গ) ii ও iii  

     ঘ) i, ii ও iii  

১১।  কোনটি দায় হিসাব?

     ক) অগ্রিম বেতন     খ) বকেয়া ভাড়া 

     গ) প্রাপ্য বিল      

     ঘ) পাওনা 

১২। ট্রেডমার্ক কী?

     ক) আয়           খ) দায়

     গ) সম্পদ         ঘ) ব্যয় 

১৩। ১০% বন্ধকী ঋণ আর্থিক অবস্থার বিবরণীর কোন অংশে থাকে?

     ক) চলতি সম্পদ     খ) চলতি দায়

     গ) মালিকানাস্বত্ব     ঘ) দীর্ঘমেয়াদি দায়  

১৪। সমাপনী দাখিলার দ্বারা বন্ধ করা হয়—

            i. আয়       ii. ব্যয় 

            iii. সম্পদ

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii           

     খ) i ও iii   

     গ) ii ও iii        

     ঘ) i, ii ও iii 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ক।সাতদিনের সেরা