kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

পঞ্চম শ্রেণি-প্রাথমিক বিজ্ঞান

সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংক্ষিপ্ত প্রশ্ন

তৃতীয় অধ্যায়

জীবনের জন্য পানি

[পূর্ব প্রকাশের পর]

১৩। পানির অবস্থা কয়টি ও কী কী?

            উত্তর : পানির অবস্থা তিনটি। যেমন—

            কঠিন, তরল ও জলীয় বাষ্প।

১৪। পানিচক্র কী?

            উত্তর : যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র।

১৫। পানি কিভাবে দূষিত হয়?

            উত্তর : প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়।

১৬। পানিদূষণের কারণ কী?

            উত্তর : কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, কলকারখানার রাসায়নিক দ্রব্য, গৃহস্থালির বর্জ্যের মাধ্যমে পানি দূষিত হয়।

১৭। নিরাপদ পানি বলতে কী বোঝো?

            উত্তর : মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি।

১৮। পানি বিশুদ্ধকরণ বলতে কী বোঝো?

            উত্তর : মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই  হলো পানি বিশুদ্ধকরণ।সাতদিনের সেরা