kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

এসএসসি প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজ্ঞান মূলক প্রশ্ন

অষ্টম অধ্যায়

আলোর প্রতিফলন

[পূর্ব প্রকাশের পর]

১২।      সমতল দর্পণ কাকে বলে?

            উত্তর : যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ সমতল, তাকে সমতল দর্পণ বলে।

১৩।      অবতল দর্পণ কাকে বলে?

            উত্তর : যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ অবতল, তাকে অবতল দর্পণ বলে।

১৪।      উত্তল দর্পণ কাকে বলে?

            উত্তর : যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ উত্তল তাকে উত্তল দর্পণ বলে।

১৫।      মেরু কাকে বলে?

            উত্তর : গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে।

১৬।      বক্রতার কেন্দ্র কাকে বলে?

            উত্তর : গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে দর্পণের বক্রতার কেন্দ্র বলে।

১৭।      বক্রতার ব্যাসার্ধ কাকে বলে?

            উত্তর : গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের ব্যাসার্ধকে দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে।

            অথবা, দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে।

১৮।      প্রধান ফোকাস কাকে বলে?

            উত্তর : দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর যদি প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে মিলিত হয় অথবা প্রধান অক্ষের ওপরের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই বিন্দুকে দর্পণের প্রধান ফোকাস বলে।

১৯।      ফোকাস দূরত্ব কাকে বলে?

            উত্তর : দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে।

২০।      বিবর্ধন কাকে বলে?

            উত্তর : প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে।সাতদিনের সেরা