kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

ব হু নি র্বা চ নী প্র শ্ন

নবম-দশম শ্রেণি - জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপঞ্চম অধ্যায়

খাদ্য, পুষ্টি এবং পরিপাক

[পূর্ব প্রকাশের পর]

১৯।      কোনো ব্যক্তির BIM যদি ২৭.৭৮ হয় তিনি বিএমআই মানদণ্ডের কোন অবস্থানে থাকবেন?

            ক) সুস্বাস্থ্যের আদর্শ মান            খ) শরীরের অতিরিক্ত ওজন

            গ) মোটা হওয়ার প্রথম স্তর        ঘ) মোটা হওয়ার দ্বিতীয় স্তর

২০।      শরীরচর্চার ফলে রক্ষা পাওয়া যায়—

            i. ক্যান্সার        

            ii. হৃদরোগ   

            iii. যক্ষ্মা

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii   

            ঘ) i, ii ও iii

            নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            রিফাত সাহেব বেশ কিছুক্ষণ শরীরচর্চা শেষে বেশ ক্লান্তি অনুভব করছিলেন। তবে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি আবার শরীরচর্চা করার সামর্থ্য অর্জন করলেন।

২১।      কোনটি শরীরচর্চার অংশ?

            ক) জোরে হাঁটা  খ) ঘুমানো

            গ) অল্প খাদ্য গ্রহণ         ঘ) গাড়ি চালানো

২২।       বিশ্রামের ফলে দেহে কোন শক্তি অর্জিত হয়?

            ক) স্থিতি শক্তি  

            খ) পুনঃশক্তি

            গ) যান্ত্রিক শক্তি

            ঘ) তাপশক্তি

২৩।      খাদ্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ হলো—

            i. সোডিয়াম বাইসালফেট

            ii. ডিডিটি

            iii. ক্যালসিয়াম এপারনেট

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

২৪।      খাদ্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়—

            i. ব্যাকটেরিয়া সংক্রমণরোধে

            ii. ভাইরাস সংক্রমণরোধে

            iii. চর্বিজাতীয় অংশের জারণরোধে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১৯. খ ২০. ক ২১. ক ২২. খ ২৩. খ ২৪. খ।