kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

ব হু নি র্বা চ নী প্র শ্ন

নবম-দশম শ্রেণি - জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপঞ্চম অধ্যায়

খাদ্য, পুষ্টি এবং পরিপাক

[পূর্ব প্রকাশের পর]

১৬।     বিএমআইয়ের মান নির্ভর করে—

            i. দেহের উচ্চতার ওপর

            ii. বয়সের ওপর

            iii. দেহের ওজনের ওপর

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii          

            খ) i ও iii   

            গ) ii ও iii   

            ঘ) i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            ৩৫ বছর বয়সী জাকিরের উচ্চতা ১৫০ সেন্টিমিটার এবং ওজন ৭০ কেজি।

১৭।      জাকিরের বিএমআই কত?

            ক) ২০.৫           খ) ৩১.১   গ) ৪৬.৬      ঘ) ৫০

১৮।     এ অবস্থায় জাকির—

            i. দেহের ওজন ঠিক রাখবে

            ii. বেছে খাদ্য গ্রহণ করবে

            iii. নিয়মিত শারীরিক পরিশ্রম করবে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii    গ) ii ও iii    

            ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১৬. খ ১৭. খ ১৮. গ।সাতদিনের সেরা