kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

ব হু নি র্বা চ নী প্র শ্ন

এসএসসি প্রস্তুতি - হিসাববিজ্ঞান

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

৬ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅষ্টম অধ্যায়

নগদান বই

১।        নগদান বইয়ের বৈশিষ্ট্য কয়টি?

            ক) ৫টি             খ) ৬টি    গ) ৭টি           ঘ) ৮টি 

২।         কন্ট্রা এন্ট্রি দ্বারা প্রভাবিত হিসাব হলো—

            i. মূলধন          

            ii. নগদান        

            iii. ব্যাংক

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           

            খ) i ও iii  

            গ) ii ও iii         

            ঘ) i, ii ও iii  

৩।        নগদপ্রাপ্তি জাবেদায় কয়টি ঘর থাকে? 

            ক) ৬                খ) ৭   

            গ) ৮                ঘ) ৯  

৪। ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্ত অসমান হলে কোনটি প্রস্তুত করা হয়?

            ক) ব্যাংক বিবরণী        খ) দুই ঘরা নগদান বই

            গ) ব্যাংক সমন্বয় বিবরণী         ঘ) আর্থিক বিবরণী

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর  :  ১. খ ২. খ ৩. গ ৪. গ।সাতদিনের সেরা