kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

এসএসসি প্রস্তুতি : রসায়ন

আবু জাফর সৈকত, সহকারী শিক্ষক, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ

২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেব হু  নি র্বা চ নী  প্র শ্ন

তৃতীয় অধ্যায়

পদার্থের গঠন

১।   নিচের কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি—উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়?

     ক) 131I       খ) 32P     

     গ) 125I           ঘ) 153Sm

২।   ঝ২-আয়নের ইলেকট্রনবিন্যাস কোনটি?

     ক) 2,8,6            খ) 2,8,8      গ) 2,8,14,2      ঘ) 2,8,8

৩।   ডাল্টনের পরমাণুবাদ—

            i. আধুনিক রসায়নের ভিত্তি     ii. পরমাণুসমূহ বিভাজ্য নয়

            iii. যে সূক্ষ্মকণা দ্বারা পরমাণু গঠিত তাদের মৌলিক কণিকা বলে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii          খ) i ও iii     গ) ii ও iii            ঘ) i, ii ও iii

৪।   নিচের কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান?

     ক) Ca2+                     খ) AI3+                       গ) F-   ঘ) Mg2+

৫।   ক্যালসিয়ামের কোন শক্তিস্তরে ২টি ইলেকট্রন থাকে?

     ক) K ও L    খ) L ও M    গ) M ও N    ঘ) K ও N

৬।   কোন মৌলের পরমাণুতে ধটি প্রোটন, নটি ইলেকট্রন ও পটি নিউট্রন বিদ্যমান। ওই মৌলের পরমাণুর ভরসংখ্যা কত?

     ক) a+b            খ) a+c গ) b+c ঘ) a+b+c

৭।   প্রথম শেলের ক্ষেত্রে—

            i. ইলেকট্রন ধারণক্ষমতা ২টি  

            ii. K দ্বারা সূচিত করা হয়   iii. ইলেকট্রন ধারণক্ষমতা ৮টি

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii         খ) i ও iii     গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৮।   প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীক—

            i. CI     ii. Zn       iii. Br

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii       খ) i ও iii     গ) ii ও iii

     ঘ) i, ii ও iii

৯।   প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীকের উদাহরণ কোনটি?

     ক) AI খ) Br  গ) CI  ঘ) Na

১০। পরমাণুর f উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা কত?

     ক) 6     খ) 14 গ) 10 ঘ) 2

১১। হাইড্রোজেনের আইসোটোপ—

            i. হাইড্রোজেন ও এর ভরসংখ্যা ভিন্ন

            ii. অভিন্ন পারমাণবিক সংখ্যাবিশিষ্ট

            iii. ট্রিটিয়াম

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii          খ) i ও iii     গ) ii           ও iii  ঘ) i, ii ও iii

১২। ভারী পানি এবং পানিতে বিদ্যমান হাইড্রোজেন আইসোটোপের পারমাণবিক সংখ্যার অনুপাত কত?

     ক) 1:2            খ) 2:1                                  

     গ) 1:1            ঘ) 2:3

১৩। হাঁড়ের ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয়?

     ক) 60Co     খ) 99Tc        গ) 125I   ঘ) 87Sr

১৪। একটি মৌলের পারমাণবিক সংখ্যা ৩৮। পর্যায় সারাণীতে তার অবস্থান কোথায়?

     ক) ৫ম পর্যায়ে IA শ্রেণিতে   খ) ৫ম পর্যায়ে IIA শ্রেণিতে

     গ) ৫ম পর্যায়ে AI শ্রেণিতে             ঘ) ৫ম পর্যায়ে IIIA শ্রেণিতে

১৫। ডিউটেরিয়ামের ভরসংখ্যা কত?

     ক) 4   খ) 3   গ) 2   ঘ) 1

১৬। ইলেকট্রনের প্রকৃত ভর কত?

     ক) 9.67×10-24g                     খ) 9.675×10-24g       গ) 9.11×10-28g                     ঘ) 1.6×10-28g

১৭। N শেলে n-এর মান কত?

     ক) 1   খ) 2   গ) 3     ঘ) 4

১৮। কোন মৌলটির নাম ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে?

     ক) Mn             খ) Ni      গ) Pb                       ঘ) Zn

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ক ৯. গ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. গ।সাতদিনের সেরা