kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

বহু নির্বাচনী প্রশ্ন

নবম-দশম শ্রেণি-হিসাববিজ্ঞান

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেনবম-দশম শ্রেণি-হিসাববিজ্ঞান

সপ্তম অধ্যায়

খতিয়ান

[পূর্ব প্রকাশের পর]

  ২৮। খতিয়ান হতে জানা যায়— 

             i. মোট আয়    

            ii. মোট ব্যয়         

            iii. মোট সম্পদ ও মোট দায়

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii             খ) i ও iii   গ) ii ও iii        ঘ) i, ii ও iii   

২৯।       বি/ডি বলতে কী বোঝায়?

            ক) নিচে নীত        

            খ) পেছন থেকে আনীত

            গ) উপর থেকে আনীত           ঘ) সম্মুখে নীত

            নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর

            দাও :

            জনাব রামিম ব্যবসায়ে ব্যবহারের জন্য ২০,০০০ টাকা মূল্যের একটি আসবাবপত্র ক্রয় করেন। তিনি আসবাবপত্র পরিবহনের জন্য ৫০০ টাকা পরিশোধ করেন। তাঁর হিসাবরক্ষক আসবাবপত্রের পরিবহন খরচকে ক্রয় পরিবহন হিসাবে লিপিবদ্ধ করেন।

৩০। জনাব রামিমের ব্যবসায়ের আসবাবপত্র হিসাবের পরিমাণ কত?

      ক) ৫০০ টাকা            

            খ) ১৯,৫০০ টাকা

            গ) ২০,০০০ টাকা               ঘ) ২০,৫০০ টাকা 

৩১। জনাব আতিক তার প্রতিষ্ঠানের মজুরি প্রদান ২০০০ টাকা বেতন হিসাবে লেখা হয়েছে—এটি কোন ধরনের ভুল?

            ক) বাদ পড়ার ভুল   খ) বেদাখিলার ভুল

            গ লেখার ভুল        

            ঘ) নীতিগত ভুল

৩২। প্রতিষ্ঠানের সকল হিসাবকে এক কথায় কী বলে?

            ক) জাবেদা          

            খ) খতিয়ান

            গ) রেওয়ামিল       

            ঘ) আর্থিক বিবরণী

৩৩। খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা কী প্রস্তুত করা হয়?

            ক) রেওয়ামিল       

            খ) নগদান বই

            গ) আর্থিক বিবরণী   ঘ) কার্যপত্র

৩৪। কোনো খতিয়ান হিসাবের উভয় দিক আপনা-আপনি সমান হয়ে গেলে হিসাবটিকে কী বলা হয়?

            ক) আদর্শ খ) সমতাপ্রাপ্ত

            গ) সুষম   ঘ) জেরবিহীন

৩৫। ব্যাংক হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?

            ক) সম্পদ             খ) দায়

            গ) ব্যয়    ঘ) আয়

৩৬। কোনটি ডেবিট ব্যালান্স নির্দেশ করে?

            ক) অনুপার্জিত আয় হিসাব      খ) কমিশন হিসাব

            গ) উপ-ভাড়া হিসাব                 ঘ) শিক্ষানবিশ সেলামি হিসাব

৩৭। কোন বহি প্রস্তুত করা বাধ্যতামূলক?

            ক)জাবেদা            খ) নগদান

            গ) খতিয়ান           ঘ) রেওয়ামিল

৩৮। নিচের কোনটি ক্রেডিট জের প্রকাশ করে?

            ক) দেনাদার          খ) পাওনাদার

            গ) যন্ত্রপাতি           ঘ) বেতন

৩৯। কোন হিসাবটির পোস্টিং দ্বারা দেনাদারের উদ্বৃত্ত হ্রাস পেতে পারে?

            ক) আন্তঃফেরত     

            খ) বহিঃফেরত

            গ)ব্যাংক 

            ঘ) নগদান

৪০। হিসাবের সনাতন ছক বলা হয় কোনটিকে?

            ক) বিবরণী ছক     

            খ) T ছক

            গ) চলমান জের ছক             ঘ) কার্যপত্রের ছক

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

২৮. ঘ ২৯. গ ৩০. ঘ ৩১. গ ৩২. খ ৩৩. ক ৩৪. খ ৩৫. খ ৩৬. খ ৩৭. গ ৩৮. খ ৩৯. ক ৪০. খ।