kalerkantho

রবিবার। ২ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৬ মে ২০২১। ০৩ শাওয়াল ১৪৪২

ব হু নি র্বা চ নী প্র শ্ন

এইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৬ মিনিটেষষ্ঠ অধ্যায়

আর্থিক বিবরণী বিশ্লেষণ

 

১।   অনুপাত বলতে বুঝায়—

     ক) দুটি আর্থিক সংখ্যার গুণফল

     খ) দুটি আর্থিক সংখ্যার যোগফল

     গ) দুটি আর্থিক সংখ্যার বিয়োগফল

     ঘ) দুটি আর্থিক সংখ্যার তুলনামূলক সম্পর্ক

২।   অনুপাত হলো দুটি রাশির    

     ক) যোগফল  

     খ) বিয়োগফল

     গ) গুণফল   

     ঘ) ভাগফল

৩।   নিচের কোন অনুপাতটি উপার্জনক্ষমতা পরিমাপক?

     ক) চলতি অনুপাত    খ) নিট লাভ অনুপাত

     গ) ত্বরিত অনুপাত    ঘ) দায়-মালিকানা অনুপাত

৪।   স্বল্পমেয়াদি দায় পরিশোধের ক্ষমতা নির্ণয়ের অনুপাতকে বলে—

     ক) ত্বরিত অনুপাত    খ) চলতি অনুপাত

     গ) দায়-মালিকানা অনুপাত    ঘ) দায়-সম্পদ অনুপাত

৫।   একটি ফার্মের চলতি দায় ৫০,০০০ টাকা ও চলতি অনুপাত ২.২ : ১ হলে চলতি সম্পদের পরিমাণ কত?

     ক) ১,১০,০০০ টাকা খ) ৮০,০০০ টাকা

     গ) ৪০,০০০ টাকা   ঘ) ১২,৫০০ টাকা

৬।   নিচের কোনটি ত্বরিত সম্পদ নয়?    

     ক) নগদ     খ) দেনাদার

     গ) ব্যাংক জমা

     ঘ) অগ্রিম খরচ

৭।   আয়কর সঞ্চিতি কোন জাতীয় সম্পদ বা দায়?

     ক) চলতি দায়

     খ) স্থায়ী দায়

     গ) চলতি সম্পত্তি    

     ঘ) স্থায়ী সম্পত্তি

৮।   অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা হলো—

     ক) মূলধনের পরিমাণ বেশি    খ) মূলধনের পরিমাণ কম

     গ) প্রয়োজনীয় ব্যাখ্যার অভাব 

     ঘ) ঋণ গ্রহণে সমস্যা

৯।   ত্বরিত অনুপাতের আদর্শমান কোনটি?  

     ক) ১ : ১   খ) ২ : ১

     গ) ৩ : ১   ঘ) ৪ : ১

১০।  চলতি অনুপাত ৩ : ১ এবং চলতি সম্পত্তি ১৮,০০০ টাকা হলে চলতি দায় কত?    

     ক) ৪,৫০০ টাকা   

     খ) ৬,০০০ টাকা

     গ) ১০,৫০০ টাকা   ঘ) ১২,০০০ টাকা

১১।  দায় মালিকানা অনুপাতের আদর্শ মান হলো—

     ক) ১ : ১   খ) ২ : ১   গ) ১ : ৩   ঘ) ১ : ২

১২।  স্থির ভরযুক্ত তহবিলের উদাহরণ হলো—

     ক) ব্যাংক জমাতিরিক্ত  খ) পাওনাদার

     গ) ১০% ব্যাংকঋণ   ঘ) প্রতিষ্ঠানের নিকট ঋণ

১৩।  মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র হলো—

     ক) স্থির ভরযুক্ত তহবিল/ প্রদেয় হিসাব

     খ) ১০% ঋণপত্র/স্থির ভরযুক্ত তহবিল

     গ) নিট লাভ/ নিট বিক্রয়    ঘ) স্থির ভরযুক্ত তহবিল/ মালিকানা তহবিল

১৪।  একটি ব্যবসায় প্রতিষ্ঠানের চলতি সম্পদ ৩,০০,০০০ টাকা, স্থায়ী সম্পদ ৪,০০,০০০ টাকা এবং চলতি দায় ১,০০,০০০ টাকা হলে, চলতি মূলধন কত?

     ক) ২,০০,০০০ টাকা খ) ৩,০০,০০০ টাকা

     গ) ৩,৫০,০০০ টাকা ঘ) ৪,০০,০০০ টাকা

১৫।  কোনো কম্পানির নিট বিক্রয় ৫,০০,০০০ টাকা, চলতি সম্পত্তি ৩,০০,০০০ টাকা, মোট সম্পত্তি ২০,০০,০০০ টাকা এবং নিট মুনাফা ১,০০,০০০ টাকা। উক্ত কম্পানির সম্পত্তির ওপর মুনাফার হার কত?

     ক) ২৫%     খ) ১৫%     গ) ১০%     ঘ) ৫%

১৬।  কোন কম্পানির নিট আয় ২৪,০০০ টাকা, নিট বিক্রয় ৪,০০,০০০ টাকা এবং সম্পত্তি ৬,০০,০০০ টাকা। উক্ত কম্পানির মুনাফার হার কত?

     ক) ১২%     খ) ১০%     গ) ৯% ঘ) ৬%

১৭।  নিট বিক্রয় ২১,০০০ টাকা, লাভ ক্রয়মূল্যের ২৫%, প্রারম্ভিক মজুদ ২,০০০ টাকা, সমাপনী মজুদ ৩,০০০ টাকা। মজুদ আবর্তন হার কত?

     ক) ৪ বার   খ) ৫ বার

     গ) ৬ বার   ঘ) ৬.৭২ বার

১৮।  সানরাইজ কম্পানির ৯৪,৫০০ টাকা নিট চলতি মূলধন রয়েছে এবং চলতি অনুপাত ৫ : ২। উক্ত কম্পানির চলতি দায়ের পরিমাণ কত?

     ক) ৬৩,০০০ টাকা   খ) ৯৪,৫০০ টাকা

     গ) ৮৪,৭৫০ টাকা   ঘ) ৩৭,৮০০ টাকা

১৯।  কম্পানির বিক্রয় ৫৪,২০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৯,৮০,০০০ টাকা, ক্রয় ৪৫,৪০,০০০ টাকা, বছরান্তে মজুদ ১০,২০,০০০ টাকা। মজুদ পণ্যের আবর্তন হার কত?

     ক) ৪.৫ বার খ) ৫.২৯ বার

     গ) ৫.৪১ বার ঘ) ৬.৪২ বার

২০।  স্থায়ী সম্পত্তি ৬,০০,০০০ টাকা, কার্যকরী মূলধন ৩,০০,০০০ টাকা এবং চলতি দায় ১,০০,০০০ টাকা হলে, মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?

     ক) ১০,০০,০০০ টাকা খ) ৭,০০,০০০ টাকা

     গ) ৬,৬০,০০০ টাকা ঘ) ১,২০,০০০ টাকা

২১।  বিক্রয়ের পরিমাণ ৮০,০০০ টাকা এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ ১,০৬,২০০ টাকা হলে, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত কত?

     ক) ৭৫ খ) ০.৭৫

     গ) ০.৭     ঘ) ০.৫৭

২২।  একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা। দায় মোট সম্পত্তির ১/৪ অংশ। কারবারের মূলধনের পরিমাণ কত টাকা?

     ক) ২০,০০০ টাকা   খ) ৩০,০০০ টাকা

     গ) ৪০,০০০ টাকা   ঘ) ৪৫,০০০ টাকা

২৩।  কম্পানির নিট আয় ৪৮,০০০ টাকা এবং নিট বিক্রয় ৬,০০,০০০ টাকা হলে, বিক্রয়ের ওপর মুনাফার হার কত?

     ক) ১২%     খ) ১১%     গ) ৯% ঘ) ৮%

২৪।  গড় দেনাদার ২৫,০০০ টাকা। দেনাদার আবর্তন ২ বার। নগদ বিক্রয় ১,০০,০০০ টাকা হলে নিট বিক্রয় কত টাকা?

     ক) ১,০০,০০০ টাকা খ) ১,২৫,০০০ টাকা

     গ) ১,৫০,০০০ টাকা ঘ) ২,৭৫,০০০ টাকা

২৫।  চলতি সম্পদ ৫,০০,০০০ টাকা, চলতি দায় ২,০০,০০০ টাকা, মজুদ পণ্য ১,০০,০০০ টাকা এবং অগ্রিম খরচ ২০,০০০ টাকা হলে, তরল অনুপাত কত?

     ক) ১.৯ : ১ খ) ২ : ১

     গ) ২.১ : ১ ঘ) ২.৫ : ১

২৬।  কার্যকরী মূলধন নির্ণয়ে প্রয়োজন—    

     i. চলতি মূলধন

     ii. চলতি দায়

     iii. চলতি সম্পদ

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) ii ও iii

     গ) i ও iii    ঘ) i, ii ও iii

২৭।  চলতি দায় হলো—

     i. আয়কর সঞ্চিতি

     ii. সাধারণ সঞ্চিতি

     iii. প্রদেয় ব্যয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii

     গ) ii ও iii   ঘ) i, ii ও iii

২৮।  অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কারবারের—

     i. দক্ষতা    

     ii. সচ্ছলতা

     iii. লাভজনকতা

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) i ও iii

     গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. ঘ ৩. খ. ৪. ক ৫. ক ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ক ১০. খ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. খ ২২. ঘ ২৩. ঘ ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. ঘ।