kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

এইচএসসি প্রস্তুতি

হিসাববিজ্ঞান প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৬ মিনিটেহিসাববিজ্ঞান প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

চতুর্থ অধ্যায়

সাধারণ রেওয়ামিল

(প্রথম ভাগ)

[পূর্ব প্রকাশের পর]

৪৪। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে—

    i. নামিক হিসাব 

    ii. ব্যক্তিবাচক হিসাব

    iii. সম্পত্তিবাচক হিসাব

    নিচের কোনটি সঠিক?

    ক) i    খ) i  ও ii  গ) ii ও iii ঘ) i, ii ও iii

৪৫। রহিম ক্লাসে রেওয়ামিল করছে। এ সময় রহিম যে দফাগুলো হিসাবভুক্ত করা থেকে বাদ রাখে, সেগুলো হলো

    i. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন

    ii. প্রারম্ভিক মজুদ পণ্য

    iii. প্রারম্ভিক ব্যাংক ব্যালান্স

    নিচের কোনটি সঠিক?

    ক) i    খ) ii   গ) iii  ঘ) ii ও iii

৪৬। সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আলাদা করে আনা হয় না। কারণ—

    i. এটি মজুদ পণ্যের ব্যালান্স

    ii. এটি প্রারম্ভিক মজুদ ও ক্রয়ের অন্তর্ভুক্ত

    iii. এটি পরের বছরে ব্যবহৃত হবে

    নিচের কোনটি সঠিক?

    ক) i    খ) ii   গ) iii ঘ) i ও iii

৪৭। হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত সর্বদা দেখায়—

    i. আয় ও দায়

    ii. ব্যয় ও লোকসান

    iii. ব্যয় ও দায়

    নিচের কোনটি সঠিক?

    ক) i    খ) i ও ii   গ) ii ও iii ঘ) i ও iii

৪৮। কন্ট্রা সম্পত্তি বলা হয়—

    i. অনাদায়ী পাওনা সঞ্চিতিকে

    ii. যন্ত্রপাতির অবচয় সঞ্চিতিকে

    iii. আসবাবপত্রের অবচয় সঞ্চিতিকে

    নিচের কোনটি সঠিক?

    ক) iii  খ) i ও iii  গ) ii ও iii ঘ) i, ii ও iii

৪৯। সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। কারণ—

    i. প্রারম্ভিক মজুদ পণ্য ও ক্রয় রেওয়ামিলের ডেবিট দিকে থাকে

    ii. সমাপনী মজুদ পণ্যের পরিমাণ অন্য নামে রেওয়ামিলে অন্তর্ভুক্ত থাকে

    iii. সমন্বিত ক্রয় হিসাবভুক্ত থাকে

    নিচের কোনটি সঠিক?

    ক) i    খ) ii   গ) iii  ঘ) i  ও iii

৫০। চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে রেওয়ামিল তৈরির কারণ

    i. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা

    ii. দুতরফা পদ্ধতির সীমাবদ্ধতা সম্পর্কে জানা

    iii. চূড়ান্ত হিসাব সঠিকভাবে প্রস্তুত করা

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii  গ) ii ও iii    ঘ) i, ii ও iii

৫১। এস এম হোসেন অ্যান্ড কোং-এর ক্রয় ৫,০০,০০০ টাকা; সমাপনী মজুদ পণ্য ৩,০০,০০০ টাকা; প্রারম্ভিক মজুদ পণ্য ৪,০০,০০০ টাকা। এ ক্ষেত্রে

    i. রেওয়ামিলে শুধু ক্রয় বাবদ ৫,০০,০০০ টাকা দেখাতে হবে

    ii. এস এম হোসেন অ্যান্ড কোং-এর সমন্বিত ক্রয় হবে ৬,০০,০০০ টাকা

    iii. রেওয়ামিলে মোট ৯,০০,০০০ টাকা দেখাতে হবে

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii  গ) ii ও iii ঘ) i, ii ও iii

৫২। সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য

    i. প্রারম্ভিক মজুদ ও ক্রয়ের অবিক্রীত অংশ

    ii. ক্রয়ের অবিক্রীত অংশ

    iii. সমন্বিত ক্রয় থাকলে পৃথকভাবে রেওয়ামিলভুক্ত হয়

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও  iii     গ) ii  ও iii    ঘ) i, ii ও iii

৫৩। রেওয়ামিল ছকে ডেবিট জেরের ঘরে বসে

    i. সম্পত্তিসমূহ, ব্যয় ও উত্তোলন

    ii. নগদ, ব্যাংক জমাতিরিক্ত ও প্রাপ্য হিসাব

    iii. ব্যাংক জমা, প্রাপ্য হিসাব ও বকেয়া আয়

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii

    গ) ii ও iii ঘ) i, ii ও iii

৫৪। রেওয়ামিল ছকে ক্রেডিট ব্যালান্সের ঘরে বসে

    i. অগ্রিম আয়, ঋণ, ওভার ড্রাফট

    ii. ঋণ, অগ্রিম আয় ও প্রদেয় বিল

    iii. শিক্ষানবিশ সেলামি, অগ্রিম আয়, বকেয়া খরচ

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii

    গ) ii ও iii ঘ) i, ii ও iii

    নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দাও :

    নাছির ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত আর্থিক বছরের হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাদি নেওয়া হলো :

    প্রারম্ভিক মজুদ ২০,০০০ টাকা, ক্রয় ২৮,০০০ টাকা, বিক্রয় ১৮,০০০ টাকা, পরিবহন ব্যয় ৭,০০০ টাকা সমাপনী মজুদ ৭,০০০ টাকা পরবর্তীতে দেখা গেল যে ক্যাশিয়ার কর্তৃক আত্মসাৎকৃত ৫,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।

৫৫। সমন্বিত ক্রয়ের পরিমাণ কত?

    ক) ১০,০০০ টাকা   খ) ৩০,০০০ টাকা

    গ) ৪১,০০০ টাকা   ঘ) ৪৮,০০০ টাকা

৫৬। আত্মসাৎকৃত ৫,০০০ টাকা হিসাবভুক্ত না করায় আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে?

    ক) প্রকৃত সম্পত্তি ও মালিকানাস্বত্বের চেয়ে প্রদর্শিত সম্পত্তি ও মালিকানাস্বত্ব বেশি দেখাবে

    খ) মালিকানাস্বত্ব কমবে ৫,০০০ টাকা

    গ) ৫,০০০ টাকা দায় বাড়বে ও মালিকানাস্বত্ব কমবে

    ঘ) সম্পত্তি ও মালিকানাস্বত্ব কমবে ৫,০০০ টাকা

    নিচের উদ্দীপকটি পড়ে ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর   দাও :

    মুগলী ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তসমূহ নিম্নরূপ :

    নগদ তহবিল ১০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৮,০০০ টাকা, প্রদেয় হিসাব ১২,০০০ টাকা, বাড়ি ভাড়া প্রদান ৭,০০০ টাকা, ক্রয় ১৫,০০০ টাকা, মূলধন ২০,০০০ টাকা, বিক্রয় ১২,০০০ টাকা।

৫৭। মুগলীর রেওয়ামিলে অনিশ্চিত হিসাবের পরিমাণ কত? 

    ক) ১২,০০০ টাকা   খ) ৮,০০০ টাকা

    গ) ৪,০০০ টাকা     ঘ) ৩,০০০ টাকা

৫৮। মুগলীর রেওয়ামিলে যে হিসাবের জের বৃদ্ধি করলে অনিশ্চিত হিসাবের প্রয়োজন পড়বে না

    i. সম্পদ জাতীয় হিসাবের জের  

    ii. আয় জাতীয় হিসাবের জের

    iii. ব্যয় জাতীয় হিসাবের জের

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii  গ) ii ও iii ঘ) i, ii ও iii

    উদ্দীপকের আলোকে ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও :

    মিসেস মিথিলা ব্যবসায়ের অগ্রিম মজুরি প্রদান করল ৪০০ টাকা। পক্ষান্তরে বেতন বকেয়া রইল ২০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্যের পরিমাণ ৪০,০০০ টাকা।

৫৯। উদ্দীপকের মজুরি রেওয়ামিলের কোন ঘরে বসবে?

    ক) ডেবিট

    খ) ক্রেডিট

    গ) ডেবিট-ক্রেডিট উভয় দিকে

    ঘ) কখনো ডেবিট কখনো ক্রেডিট

৬০। মিসেস মিথিলার ব্যবসায়ের উল্লিখিত বেতন

    i. ব্যক্তিগত হিসাব

    ii. কারবারের সম্পদ

    iii. রেওয়ামিলের ক্রেডিট পাশে বসে

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii 

    গ) ii ও iii ঘ) i, ii ও iii

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

৪৪. ঘ ৪৫. গ ৪৬. খ ৪৭. ক ৪৮. ঘ ৪৯. ক ৫০. খ ৫১. গ ৫২. খ ৫৩. খ ৫৪. ঘ ৫৫. ঘ ৫৬. ক ৫৭. গ ৫৮. খ ৫৯. ক ৬০. খ। সাতদিনের সেরা