দ্বিতীয় অধ্যায় (প্রথম ভাগ)
দুই তরফা দাখিলা পদ্ধতি
[পূর্ব প্রকাশের পর]
৪৯। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হচ্ছে
i. পণ্যের বিক্রয়মূল্য সহজে নির্ধারণ করা যায়
ii. লেনদেনের পরিপূর্ণ হিসাব রাখা হয়
iii. স্বল্প ব্যয়ে লেনদেনের হিসাব রাখা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫০। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো
i. লেনদেনে দাতা ও গ্রহীতা থাকে
ii. সমান অঙ্কের আদান-প্রদান করা হয়
iii. ক্ষেত্র বিশেষে লেনদেনের এক পক্ষ হিসাবভুক্ত করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫১। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে প্রয়োজন
i. লোকবল ii. তুলনামূলক বেশি অর্থ
iii. তাত্ত্বিক ও ব্যাবহারিক জ্ঞানসম্পন্ন ব্যক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫২। একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা অধিক সুবিধাজনক
i. ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানে ii. সাংস্কৃতিক উৎসবের হিসাব-নিকাশে
iii. যেকোনো সমবায় সমিতিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৩। বর্তমানে সকল ব্যবসায় প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়। এর কারণ হলো
i. লেনদেনের আংশিক হিসাব রাখা
ii. গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করা
iii. ভুল-ত্রুটি সহজে চিহ্নিত করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৪। দুতরফা দাখিলা পদ্ধতির রক্ষিত হিসাবের বই হচ্ছে
i. ক্রয় বই
ii. নগদান বই
iii. প্রাপ্য বিল বই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৫। দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি ও ক্রমোন্নতিতে সাহায্য করে
i. শিল্প বিপ্লব
ii. ব্যাংক সমন্বয় আইন
iii. বাণিজ্যিক ও কম্পানি আইনের উৎপত্তি
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
৫৬। সম্পত্তিবাচক হিসাব ডেবিট হওয়া দ্বারা বোঝায় কারবারের
i. দায় বৃদ্ধি
ii. সম্পত্তি বৃদ্ধি
iii. দায় ও সম্পত্তি উভয়ই বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) ii ও iii
৫৭। ‘পাওনাদারকে প্রদান’ হিসাব সমীকরণে এর প্রভাব হলো
i. সম্পদ হ্রাস
ii. দায় হ্রাস
iii. সম্পদ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৮। বাকিতে কলকবজা ক্রয়ের ফলে
i. সম্পত্তি বৃদ্ধি পায়
ii. দায় বৃদ্ধি পায়
iii. A ও L অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মোস্তাফিজ ১ জানুয়ারি ২০১৫ তারিখে নগদ ৫০,০০০ টাকা, ১০,০০০ টাকার সোফাসেট, ১০% ব্যাংক ঋণ ২০,০০০ টাকা ও ৫,০০০ টাকার প্রদেয় হিসাব নিয়ে ব্যবসায় শুরু করলেন।
৫৯। মালিকানা স্বত্বের পরিমাণ হবে—
ক) ৩৫,০০০ টাকা খ) ৫৫,০০০ টাকা
গ) ৬০,০০০ টাকা ঘ) ৭৫,০০০ টাকা
৬০। জনাব মোস্তাফিজ ১০% ব্যাংক ঋণ নেওয়ায় ব্যবসায়ের কোন হিসাব খাত প্রভাবিত হবে?
ক) মোস্তাফিজ হিসাব ও ১০% ব্যাংক ঋণ হিসাব
খ) মালিকানা স্বত্ব ও ১০% ব্যাংক ঋণ হিসাব
গ) ১০% ব্যাংক ঋণ হিসাব
ঘ) নগদান ও ১০% ব্যাংক ঋণ হিসাব
নিচের উদ্দীপকটি পড়ে ৬১ ও ৬২ নং প্রশ্নের উত্তর দাও :
মি. হিমেল ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৩০,০০০ টাকা, ১০% ব্যাংক ঋণ ৪,০০০ টাকা এবং পণ্যদ্রব্য ৩,০০০ টাকা নিয়ে কারবার শুরু করেন। উক্ত মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়—
পণ্য ক্রয় ৮,০০০ টাকা
আয়কর প্রদান ৩,০০০ টাকা
এবং ধারে বিক্রয় ৪,০০০ টাকা
৬১। জনাব হিমেলের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?
ক) ২৯,০০০ টাকা খ) ৩০,০০০ টাকা
গ) ৩৩,০০০ টাকা ঘ) ৩৭,০০০ টাকা
৬২। ব্যাংক ঋণ দিয়ে ব্যবসায় শুরু করায় হিসাব সমীকরণে কোন পরিবর্তনটি ঘটবে?
ক) মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে খ) দায় বৃদ্ধি পাবে
গ) মালিকানা স্বত্ব হ্রাস পাবে ঘ) দায় হ্রাস পাবে
নিচের উদ্দীপকটি পড়ে ৬৩ ও ৬৪ নং প্রশ্নের উত্তর
দাও :
মি. অসিম ১ জানুয়ারি ২০২০ তারিখ ৪,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত বৎসর শেষে তার সম্পদ ও দায় ছিল নগদ ৫০,০০০ টাকা, দেনাদার ৩,০০,০০০ টাকা, পাওনাদার ২,০০,০০০ টাকা, প্রদেয় হিসাব ২,০০,০০০ টাকা।
৬৩। মি. অসিমের ২০২০ সালে লাভের পরিমাণ কত?
ক) ৮,৫০,০০০ টাকা খ) ৪,৫০,০০০ টাকা
গ) ৪,০০,০০০ টাকা ঘ) ৫০,০০০ টাকা
৬৪। যদি দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হয় তাহলে আর্থিক অবস্থার ওপর কী প্রভাব পড়বে?
ক) সম্পত্তি হ্রাস ও মালিকানা স্বত্ব হ্রাস পাবে
খ) সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
গ) সম্পত্তি হ্রাস ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
ঘ) একটি সম্পত্তি হ্রাস ও অন্য একটি সম্পত্তি বৃদ্ধি পাবে
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ৪৯. ক ৫০. ক ৫১. ঘ ৫২. ক ৫৩. গ ৫৪. ঘ ৫৫. ঘ ৫৬. খ ৫৭. ক ৫৮. ক ৫৯. ক ৬০. ঘ ৬১. গ ৬২. খ ৬৩. খ ৬৪. ক।
মন্তব্য