প্রথম অধ্যায়
ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
১। শান্সী ব্যাংক কোন সভ্যতাকালে প্রতিষ্ঠিত হয়েছিল?
ক) ব্যবিলনীয় খ) চৈনিক
গ) গ্রিক ঘ) রোমান
২। ইতালীয় Banco শব্দ কোন জার্মান শব্দ থেকে এসেছে?
ক) Bancus খ) Banca
গ) Bank ঘ) Banke
৩। বিশ্বের প্রথম সারির ব্যাংক কোনটি?
ক) ব্যাংক অব ভেনিস খ) ব্যাংক অব ইংল্যান্ড
গ) ব্যাংক অব সানজর্জিও ঘ) ব্যাংক অব বার্সেলোনা
৪। বাংলাদেশে ব্যাসেল-২ (Basel-2) অনুসরণের নীতিগত সিদ্ধান্ত কখন বলবৎ করা হয়?
ক) ১৯৯৭ খ) ২০০৯
গ) ২০১০ ঘ) ২০১২
৫। সাধারণ সঞ্চিতি কোন স্তরের মূলধনের উপাদান বলে গণ্য হবে?
ক) Pillar-3 খ) Pillar-2
গ) Tire-1 ঘ) Tire-2
৬। IDB কোন শ্রেণির ব্যাংক?
ক) বিশেষায়িত ব্যাংক খ) গোষ্ঠী উন্নয়ন ব্যাংক
গ) আন্তর্জাতিক ব্যাংক ঘ) আঞ্চলিক ব্যাংক
৭। গারনিশি অর্ডার জারি করে কে?
ক) আদালত
খ) কেন্দ্রীয় ব্যাংক
গ) বাণিজ্যিক ব্যাংক ঘ) পাওনাদার
৮। ব্যাংক ব্যবস্থার উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
ক) মহাজন শ্রেণি
খ) সভ্যতার উন্নয়ন
গ) বণিক শ্রেণির প্রচেষ্টা ঘ) মুদ্রার প্রচলন
৯। চেইন ব্যাংকিং ব্যবস্থা সর্বপ্রথম গড়ে ওঠে কোন দেশে?
ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র
গ) ইতালি ঘ) চীন
১০। কখন কাগজি নোটের প্রচলন ঘটে?
ক) মধ্যযুগের শেষে খ) প্রাচীন যুগের শেষে
গ) মধ্যযুগের মাঝামাঝি ঘ) মধ্যযুগের প্রথমে
১১। গারনিশি অর্ডারের পরিসমাপ্তি ঘটে—
i. অর্থ আদায় হয়ে গেলে ii. আদালতের আদেশ প্রত্যাহার হলে
iii. বারো বছর পূর্ণ হলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। ব্যাংক অব ভেনিস কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১১৫৫ খ) ১১৫৭
গ) ১১৮০ ঘ) ১২৮১
১৩। বর্তমানে বাংলাদেশে ব্যাংকিং আইন কত সালের?
ক) ১৯৩২ খ) ১৯৯১
গ) ১৯৯৩ ঘ) ১৯৯৪
১৪। শাখা ব্যাংকিং ব্যবস্থার উৎপত্তি কোন দেশে?
ক) যুক্তরাজ্যে খ) জার্মানিতে
গ) ফ্রান্সে ঘ) যুক্তরাষ্ট্রে
১৫। নিচের কোনটি অতালিকাভুক্ত ব্যাংক?
ক) পূবালী খ) জনতা
গ) গ্রামীণ খ) ইউসিবিএল
১৬। গারনিশি অর্ডার কোন পক্ষের স্বার্থ রক্ষার জন্য দেওয়া হয়?
ক) ঋণদাতার খ) ব্যাংকের
গ) রাষ্ট্রের ঘ) গ্রাহকের
১৭। ব্যাংক অব ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৬০১ খ) ১৬৯৪
গ) ১৭৭০ ঘ) ১৮৮৮
১৮। আধুনিক ব্যাংকের পূর্বসূরি হলো—
i. মহাজন ii. স্বর্ণকার
iii. বণিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। ব্যাসেল-২-তে আর্থিক খাতে শৃঙ্খলা রক্ষার্থে কয়টি বিষয় সুপারিশ করা হয়েছে?
ক) পাঁচটি খ) চারটি
গ) তিনটি ঘ) দুটি
২০। সাংগঠনিক স্তরভিত্তিক ব্যাংক হলো—
i. শাখা ব্যাংক
ii. চেইন ব্যাংক
iii) একক ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?
ক) মুনাফা অর্জন
খ) আমানত সংগ্রহ
গ) প্রত্যয়ণপত্র ইস্যু ঘ) ঋণ প্রদান
২২। চেইন ব্যাংকের বৈশিষ্ট্য হলো—
i. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ii. পৃথক সত্তা
iii. নিজেদের মধ্যে প্রতিযোগিতা হ্রাস করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। অনেক ব্যাংক একটি হোল্ডিং কম্পানির অধীনে থাকলে তাকে কী বলে?
ক) গ্রুপ ব্যাংক খ) চেইন ব্যাংক
গ) একক ব্যাংক ঘ) শাখা ব্যাংক
২৪। বিনিময় ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিংয়ের সংমিশ্রণে গড়ে ওঠা ব্যাংককে কী বলে?
ক) মিশ্র ব্যাংক খ) মার্চেন্ট ব্যাংক
গ) চেইন ব্যাংক ঘ) সমবায় ব্যাংক
২৫। অর্থ উত্তোলনে প্রথম রসিদ চালু করে কারা?
ক) স্বর্ণকার খ) মহাজন
গ) শান্সী ব্যাংক
ঘ) ব্যবসায়ী
২৬। লোম্বার্ডি স্ট্রিট কোথায় অবস্থিত?
ক) ইংল্যান্ড খ) জার্মানি
গ) ফ্রান্স ঘ) ইতালি
২৭। একক ব্যাংকিং ব্যবস্থার আদিভূমি কোন দেশ?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য
গ) ইতালি ঘ) অস্ট্রিয়া
২৮। নিচের কোনটি কার্যভিত্তিক ব্যাংকের শ্রেণিবিভাগের আওতার অন্তর্ভুক্ত?
ক) স্বায়ত্তশাসিত ব্যাংক খ) শাখা ব্যাংক
গ) আঞ্চলিক ব্যাংক ঘ) বাণিজ্যিক ব্যাংক
২৯। নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক?
ক) বাংলাদেশ কৃষি ব্যাংক খ) এবি ব্যাংক
গ) বিশ্বব্যাংক
ঘ) আনসার ভিডিপি ব্যাংক
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর - ১. খ ২. ঘ ৩. ক ৪. গ ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. ঘ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. ক ২৬. ঘ ২৭. ক ২৮. ঘ ২৯. ক।
মন্তব্য