kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

নবম দশম শ্রেণি ♦ বিজ্ঞান

আবু জাফর সৈকত, সহকারী শিক্ষক, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ

১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেজ্ঞা ন মূ ল ক  প্র শ্ন

দশম অধ্যায়

এসো বলকে জানি

[পূর্ব প্রকাশের পর]

১৮। গতি জড়তা কী?

           উত্তর : গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাই হলো গতি জড়তা।

১৯। টানা কাকে বলে?

           উত্তর : বস্তুকে বল প্রয়োগ করে যদি প্রয়োগকারীর দিকে সরানো হয় তাহলে তাকে টানা বলে।

২০। স্থিতি কী?

           উত্তর : কোনো বস্তুর স্থির অবস্থান বা অপরিবর্তিত অবস্থানকে স্থিতি বলে।

২১। ধাক্কা কী?

           উত্তর : দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যে ক্রিয়া— প্রতিক্রিয়ার ফলে তারা পরস্পর হতে দূরে সরে যেতে চায় তাই ধাক্কা।

২২। ভর কাকে বলে?

           উত্তর : কোনো বস্তুর মধ্যে অবস্থিত পদার্থের মোট পরিমাণই হলো বস্তুর ভর।

২৩। বেগ কী?

           উত্তর : সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারই হলো বেগ।

২৪। ভেক্টর রাশি কী?

           উত্তর : যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদের ভেক্টর রাশি বলা হয়।

২৫। নিউক্লিয়ন কী?

           উত্তর : পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে।

একাদশ অধ্যায়

জীব প্রযুক্তি

১।   ক্লোন কাকে বলে?

     উত্তর : যে সকল জীবের উদ্ভব অযৌন অঙ্গজ প্রজননের দ্বারা ঘটে তাদের ক্লোন বলে।

২।   জিন প্রকৌশল কী?

     উত্তর : একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলই হলো জিন প্রকৌশল।

৩।   ক্লোনিং কী?

     উত্তর : একই জিনের অসংখ্য নকল তৈরি করাকে জিন ক্লোনিং বলে।

৪।   বর্ণান্ধতা কী?

     উত্তর : বর্ণান্ধতা হলো সেক্স লিংকড জিনের কারণে সৃষ্ট এক ধরনের সমস্যা, যার ফলে মানুষ বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে পারে না।

৫।   জিন কী?

     উত্তর : বংশগতির ধারক ও বংশগত বৈশিষ্ট্য নির্ধারকের এককই হলো জিন।

৬।   সেন্ট্রোমিয়ার কাকে বলে?

     উত্তর : মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোমে যে গোলাকৃতি ও সংকুচিত স্থান দেখা যায় তাই সেন্ট্রোমিয়ার।

৭।         ক্রোমোজোম কী?

     উত্তর : নিউক্লিয়াসের ভেতর অবস্থিত নিউক্লিউ প্রোটিন দ্বারা গঠিত যেসব তন্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশপরম্পরায় সঞ্চারিত হয়, তাকে ক্রোমোজোম বলে।

৮।   অটোজোম কী?

     উত্তর : উচ্চ শ্রেণির প্রাণী বা উদ্ভিদে সেক্স ক্রোমোজোম বাদে থাকা বাকি ক্রোমোজোমগুলোই অটোজোম।

৯।   আরএনএ কী?

     উত্তর :  আরএনএ বা রাইবো নিউক্লিয়িক এসিড হলো এক সূত্রবিশিষ্ট এক প্রকার বংশগতিক বস্তু।

১০। হানটিংটন’স রোগের কারণ কী?

     উত্তর : হানটিংটন’স রোগের কারণ হলো পয়েন্ট মিউটেশন।

১১। নিউক্লিয়াস কাকে বলে?

     উত্তর : কোষের প্রোটোপ্লাজমে যে অধিকতর ঘন ও অপেক্ষাকৃত সুস্পষ্ট অংশ দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে।

১২। টিস্যু কালচার কী?

     উত্তর : যে পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ক্ষুদ্রতম অংশ থেকে অসংখ্য অণু চারা উৎপাদন করা হয় তাই হলো টিস্যু কালচার।

১৩। ফাইসিন কী?

     উত্তর : ফাইসিন বটগাছ থেকে প্রাপ্ত এক ধরনের এনজাইম, যা কৃমিরোগে ব্যবহৃত হয়।

১৪। হেটারোজাইগাস কী?

     উত্তর : যখন দুটি জিনের একটি প্রচ্ছন্ন আর অন্যটি প্রকট হয় তখন সেই অবস্থানকে হেটারোজাইগাস বলে।

১৫। গোল্ডেন রাইস কী?

     উত্তর : গোল্ডেন রাইস হলো জীব প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত ভিটামিন ‘এ’ সমৃদ্ধ এক ধরনের ধান।

১৬। প্রচ্ছন্ন জিন কী?

     উত্তর : যে জিনের প্রকাশ ঘটে না তাই প্রচ্ছন্ন জিন।

মন্তব্য