জ্ঞা ন মূ ল ক প্র শ্ন
দশম অধ্যায়
এসো বলকে জানি
[পূর্ব প্রকাশের পর]
১১। মহাকর্ষ বল কী?
উত্তর : মহাবিশ্বের সব বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাই হলো মহাকর্ষ বল।
১২। প্রবাহী ঘর্ষণ কাকে বলে?
উত্তর : যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যায়, তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।
১৩। এক নিউটন কাকে বলে?
উত্তর : যে পরিমাণ বল এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওপর প্রযুক্ত হয়ে এক মিটার/সেকেন্ড২ ত্বরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বলে।
১৪। অস্পর্শ বল কী?
উত্তর : যে বল প্রয়োগের জন্য কোনো স্পর্শের প্রয়োজন হয় না তাই হলো অস্পর্শ বল।
১৫। প্রতিক্রিয়া বল কী?
উত্তর : যখন কোনো বস্তুর ওপর কোনো বল প্রয়োগ করা হয় তখন বল প্রয়োগের বিপরীত দিকে যে বল তৈরি হয় তাই হলো প্রতিক্রিয়া বল।
১৬। মাধ্যাকর্ষণ বল কাকে বলে?
উত্তর : কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের দিকে টানে তাকে মাধ্যাকর্ষণ বল বলে।
১৭। ক্রিয়া বল কী?
উত্তর : কোনো বস্তুর ওপর বাইরে থেকে যে বল প্রযুক্ত হয় তাই হলো ক্রিয়া বল।
মন্তব্য