kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

নবম দশম শ্রেণি ♦ বিজ্ঞান

আবু জাফর সৈকত, সহকারী শিক্ষক, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ

২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজ্ঞা ন মূ ল ক  প্র শ্ন

দশম অধ্যায়

এসো বলকে জানি

১।   বল কাকে বলে?

     উত্তর : যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে।

২।   স্পর্শ বল কী?

     উত্তর : যে বল শুধু দুটি বস্তুর ভৌত সংস্পর্শে এসে পরস্পরের ওপর ক্রিয়া করে      তাই স্পর্শ বল বলে।

৩।   নিউটন কী?

     উত্তর : নিউটন হলো বল পরিমাপের একক।

৪।   ১০ নিউটন বল কাকে বলে?

     উত্তর : যে পরিমাণ বল ১০ কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওপর প্রযুক্ত হয়ে এক মিটার/সেকেন্ড২ ত্বরণ সৃষ্টি করে তাকে ১০ নিউটন বল বলে।

৫।   নিউটনের গতির প্রথম সূত্রটি লেখো।

     উত্তর : নিউটনের গতির প্রথম সূত্রটি হলো—

     বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।

৬।   জড়তা কী?

     উত্তর : বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই জড়তা।

৭।   নিউটনের গতির তৃতীয় সূত্রটি লেখো।

     উত্তর : নিউটনের গতির তৃতীয় সূত্রটি হলো— ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।’

৮।   লুব্রিকেন্ট কাকে বলে?

     উত্তর : লুব্রিকেন্ট হলো তেল বা গ্রিজের মতো পদার্থ, যা ঘর্ষণ কমানোর জন্য ব্যবহৃত হয়।

৯।   ঘর্ষণ বল কাকে বলে?

     উত্তর : দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একে অপরের ওপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শ তলে এই গতির বিরুদ্ধে যে বাধার উৎপত্তি হয় তাই ঘর্ষণ বল।

১০। ত্বরণ কাকে বলে?

     উত্তর : সময়ের সঙ্গে বস্তুর বেগ পরিবর্তন করার হারকে ত্বরণ বলে।

মন্তব্যসাতদিনের সেরা